Rakib Islam 88

  • Home
  • Rakib Islam 88

Rakib Islam 88 Hi, I am Rakib Islam. I love singing cover songs with passion and emotion. I share my voice with you all — hope you enjoy!

Make sure to follow my page for more music !

আজকের আকাশটা অনেক বেশি সুন্দর,বাতাসটা কেমন জানি শান্ত মনে হচ্ছে…একদম খোলা আকাশের নিচে,মনে হচ্ছে আজ আমি এক মুক্ত পাখি 🙂কি...
07/07/2025

আজকের আকাশটা অনেক বেশি সুন্দর,
বাতাসটা কেমন জানি শান্ত মনে হচ্ছে…
একদম খোলা আকাশের নিচে,
মনে হচ্ছে আজ আমি এক মুক্ত পাখি 🙂

কিছু তারিখ, কিছু সময়, কিছু স্মৃতি —
এখনও বড্ড বেশি মনে পড়ে..! 😔

"২৮/০২/২০২৫, শুক্রবার, দুপুর ২:১২" 😅
(এই দিনটা ছিল… খারাপও, আবার ভালোও — কিন্তু কেন, সেটা আমার মনে থাকুক)

সময় বদলাতে সময় লাগে…
কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না! 🫠

তারপর… হেসে হেসেই হারাতে হলো তাকেই,
যাকে পাওয়ার জন্য আমি প্রতিদিন কেঁদেছিলাম... 🥺😅

আকাশের দিকে তাকিয়ে আজও ভাবি...বলার ছিল অনেক কথা, তবুও বেছে নিলাম নিরবতা। 🤫কিছু অনুভূতি থাকে, যা মুখে বলা যায় না...শুধু আ...
05/07/2025

আকাশের দিকে তাকিয়ে আজও ভাবি...
বলার ছিল অনেক কথা, তবুও বেছে নিলাম নিরবতা। 🤫

কিছু অনুভূতি থাকে, যা মুখে বলা যায় না...
শুধু আকাশের মাঝে হারিয়ে যায় নিঃশব্দে। 🌌

একটা লম্বা নিঃশ্বাস নিই…
নিজেকে নিজেই বলি — একদিন সব ঠিক হয়ে যাবে। 🕊️

সবাই যদি সব পেতো,
তাহলে আফসোস শব্দটারই জন্ম হতো না… 💔

আমার সবচেয়ে বড় দুর্বলতাই এটা —
আমি খুব ছোট বিষয়ের মধ্যেও এক আকাশ সমান কষ্ট পাই। 😞☁️

তবুও… ব্যাপার না, সব মনে থাকবে! 🖤

কিছু মানুষ সাথে থাকলে মুহূর্তগুলো আপনাতেই বিশেষ হয়ে যায়…চেনা-অচেনা মিলিয়ে আজকের দিনটা হয়ে রইলো একটা সুন্দর স্মৃতি। 😊📸
05/07/2025

কিছু মানুষ সাথে থাকলে মুহূর্তগুলো আপনাতেই বিশেষ হয়ে যায়…
চেনা-অচেনা মিলিয়ে আজকের দিনটা হয়ে রইলো একটা সুন্দর স্মৃতি। 😊📸

আজ আমরা একসাথে আছি, হাসছি, সেলফি তুলেছি…মনে হলো, আবার আগের মতো দিনগুলো ফিরে এলো।একসাথে বসে থাকা, ছোটখাটো মজা, একেকটা মুহ...
04/07/2025

আজ আমরা একসাথে আছি, হাসছি, সেলফি তুলেছি…
মনে হলো, আবার আগের মতো দিনগুলো ফিরে এলো।
একসাথে বসে থাকা, ছোটখাটো মজা, একেকটা মুহূর্ত ছিলো অনেক দামি। 😊

কিন্তু জানি, সময় কখনো একই থাকে না…
আজকের যাদের পাশে পাই, কাল হয়তো তারা অনেক দূরে থাকবে।
কেউ কারো খোঁজ নেবে না, জীবন নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। 😔

তবুও এই মুহূর্তগুলো…
মনে থেকে যাবে — যতদিন মন থাকবে।
কারণ বন্ধুত্ব শুধু আজকের নয়,
যেটা একবার হয়ে যায়, সেটা হারিয়ে গেলেও মনে গেঁথে থাকে। 🖤📸

যেখানে টাকার কাছে সবকিছু হার মানে,সেখানে সুন্দর মন দিয়ে কি করবো..! 🫥💸সফলতা বলতে কিছু না —টাকা আছে মানে আমি সফল! 😏💰হা হা ...
03/07/2025

যেখানে টাকার কাছে সবকিছু হার মানে,
সেখানে সুন্দর মন দিয়ে কি করবো..! 🫥💸

সফলতা বলতে কিছু না —
টাকা আছে মানে আমি সফল! 😏💰
হা হা হা… এটাই বাস্তব..! 🫠

পৃথিবীতে অর্থের গরমে,
সম্পর্কের তাপমাত্রা উঠা-নামা করে…!!! 🧊🔥

যেদিন থেকে বুঝলাম টাকাই সব —
ওই দিন থেকে আর আয়নার দিকে তাকাই না..! 🪞🚫

আপনি আমাকে ঠিক ততটাই চিনেন,
যতটা আমি চিনতে দিয়েছি..! 🧠🔒

সে আমাকে ইগনোর শিখাইছে —
আমি তাকে আফসোস শেখাবো…
Same same, but different..! 😌🔁💔

যোগ্যতার অপর নাম টাকা,
আর টাকাকেই ভদ্র ভাষায় বলে — ক্যারিয়ার..! 🧳💵

যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে,
কুকুরও নিজেকে সিংহ মনে করে!! 🐶🦁💸

সরল হয়ে ঠকে যাও, তবুও স্বার্থপর হয়ে যেও না… 🤍কারণ অল্প কথায় যে অনুভূতি বোঝে না,তাকে রচনা লিখে দিলেও লাভ হয় না… ✍️বাইরে হ...
30/06/2025

সরল হয়ে ঠকে যাও, তবুও স্বার্থপর হয়ে যেও না… 🤍
কারণ অল্প কথায় যে অনুভূতি বোঝে না,
তাকে রচনা লিখে দিলেও লাভ হয় না… ✍️

বাইরে হয়তো হাসি থাকে 😊
কিন্তু ভেতরে ক্ষয়ে যায় অনেক কিছু… 💔

মায়াবী সেই চোখে মুখে সেই হাসি —
তবুও সে বুঝলো না,
আমি তাকে কতটা ভালোবাসি… 🥺

সে আমার নয়,
তবুও কেন জানি তার প্রতি এত মায়া জমে… 🫠

স্মৃতির ভেতরে লুকিয়ে থাকে এক অদৃশ্য ছায়া… 🌫️
মানুষ হারিয়ে গেলেও হারায় না তার মায়া… 🖤

কথা দিতে সবাই পারে,
কিন্তু কথা রাখতে পারে না সবাই… 😞

যে রাগ-অভিমান বোঝে না 😐
সে কখনোই ভালোবাসা বোঝে না… 💔

তুমি হারিয়ে যাওনি,
হারিয়ে গেছে শুধু তোমার ভালোবাসা… 😶‍🌫️

চাঁদের মতো আলো দিয়েছিলে 🌙
কিন্তু দেখা দাওনি…
আজও ভাবি তোমার কথা 😔
আর তুমি ভাবো অন্য কারও কথা…

ভালোবাসা আসলেই সুন্দর…
প্রথম রাতে হাসতে শেখায় 😄
আর গল্পের শেষে রাত জেগে কাঁদতে শেখায়… 😢

---

সময়ের সাথে যেখানে পুরো পৃথিবী বদলে যায় 🌍
সেখানে মানুষ আর কী জিনিস…! 🥀

---

⏳ সময় ধরে রাখা যায় না,
কিন্তু মনে রাখা যায়…

🔥 তোরে ক্ষমা না করায় যদি আমারে জাহান্নামেও যেতে হয়,
তবুও তুই ক্ষমার অযোগ্য…!

💔 কখনো ক্ষমা করবো না তোরে…
তুই হাসতে হাসতে একটা জীবন নষ্ট করে দিছোস…!

🕯️ আমি কখনোই ক্ষমা করবো না তোকে…
তোকে ক্ষমা করলে আমার রুহের সাথে অন্যায় করা হবে,
কারণ তুই আমার রুহ কাঁপিয়ে দিয়েছোস…! 💔

বাড়ি থেকে বেরিয়ে আয় আমি রাস্তায় আছি..! 🫠>এমন বন্ধু  আজ ভিন্ন শহরে..! 😓
28/06/2025

বাড়ি থেকে বেরিয়ে আয় আমি রাস্তায় আছি..! 🫠

>এমন বন্ধু আজ ভিন্ন শহরে..! 😓

সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায়...তবে সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না...! ❤️
23/06/2025

সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায়...

তবে সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না...! ❤️

23/06/2025

আড্ডার সময় 🎶 | Live & Relax with Rakib Islam 88

🌫️ আকাশটা আজ একটু বেশিই চুপচাপ, হাওয়ায় জমে থাকা কিছু না বলা কথা…🌊 পানির প্রতিফলনে নিজের ছায়াটাও কেমন অচেনা লাগে।😅 দুঃ...
22/06/2025

🌫️ আকাশটা আজ একটু বেশিই চুপচাপ, হাওয়ায় জমে থাকা কিছু না বলা কথা…
🌊 পানির প্রতিফলনে নিজের ছায়াটাও কেমন অচেনা লাগে।
😅 দুঃখ আমাকে দুঃখ দিয়ে বলে — আমি দুঃখিত।
📸 সব কিছু বলা যায় না, কিছু অনুভব শুধু নীরব ছবির মাঝে লুকিয়ে থাকে।
🚶‍♂️ কেউ বুঝে, কেউ ব্যঙ্গ করে—আমি শুধু হাওয়ায় হেঁটে যাই নিজের মতো…

---

22/06/2025

Live & Relaxing

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Islam 88 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share