09/07/2024
প্রতিনিয়ত আমরা নিজেদের সাথে আপস করে অন্যায়কে প্রশ্রয় দিই, মিথ্যাকে সত্যের ওপর জিতে যাওয়ার সুযোগ করে দিই। আল্লাহ তা'আলার প্রতি বিশ্বাস আমাদের ঠিকই আছে, জান্নাতের পুরস্কারের আকাঙ্ক্ষাও আছে। কিন্তু কোনোটিই এতটা দৃঢ় নয় যে, আমরা অন্যায়ের সামনে মাথা উঁচু করে প্রতিবাদ জানাব, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দেব।
আমরা সুবিধাবাদী। জান্নাত চাই, একই সাথে দুনিয়াতে কোনো ঝামেলা চাই না।
বই : পড়ো ৪; পৃষ্ঠা : ১৬-১৭