Altaf Talukder

  • Home
  • Altaf Talukder

Altaf Talukder ❤️ My Life Bindas 💝....🇧🇩

সত্যি মানতেই হবে এশিয়া মহাদেশের ভিতরে যদি কোন সত্যিকারে হিরো থাকে সেটা শাকিব খান…..
25/05/2025

সত্যি মানতেই হবে এশিয়া মহাদেশের ভিতরে যদি কোন সত্যিকারে হিরো থাকে সেটা শাকিব খান…..

যদি একদিন মেগাস্টার শাকিব খান সিনেমা থেকে অবসর নিয়ে নেন…তাহলে আমরা কাকে দেখে সিনেমা হলে যাবো? কার স্টারডম, কার অভিনয়, ...
15/05/2025

যদি একদিন মেগাস্টার শাকিব খান সিনেমা থেকে অবসর নিয়ে নেন…

তাহলে আমরা কাকে দেখে সিনেমা হলে যাবো? কার স্টারডম, কার অভিনয়, কার স্টাইল আর ক্যারিশমা আমাদের টানবে বড় পর্দায়?

শাকিব খান শুধু একজন অভিনেতা না তিনি একটা অনুভব, একটা যুগ, একটা ইন্ডাস্ট্রি নিজেই। উনার সিনেমা মানেই উৎসব, উত্তেজনা আর হলভর্তি দর্শক।

আমরা অনেকেই বলি, “শাকিব খান ছাড়া সিনেমা দেখি না কারণ সত্যিই তার মতো আর কেউ নেই।

যদি তিনি না থাকেন, তাহলে বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটাও অনেকটাই ফিকে হয়ে যাবে। আমি তো বলেই দিচ্ছি, শাকিব খান অবসর নিলে, আমি বাংলা সিনেমা দেখা একেবারেই ছেড়ে দিবো!

আর সেই জসিমকে নায়ক বানিয়ে সুপারস্টার হওয়ার পথ দেখিয়েছিলেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ...
10/05/2025

আর সেই জসিমকে নায়ক বানিয়ে সুপারস্টার হওয়ার পথ দেখিয়েছিলেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই সোনালি দিনের স্মৃতিচারণ করেন ঝন্টু। তিনি জানান, একসময় জসিম তার কাছে এসে বলেন, “ঝন্টু ভাই, আমাকে একজন বড় পরিচালক বলেছেন, কাল বিকালে শুটিং আছে, সেখানে যেতে। জানতে চাইলাম আমার শট কী? তিনি বললেন, শাবানাকে কাঁধে তুলে বসের সামনে রাখতে হবে!”

এত বড় নায়িকাকে কাঁধে তোলা—জসিমের কাছে ছিল বিশাল ব্যাপার। তাই তিনি আগেভাগেই তিনটি লাক্স সাবান কিনে শেভ করে, একাধিকবার গোসল করে নিজেকে প্রস্তুত করেন, যেন কোনো গন্ধ না থাকে।

এরপরই শাবানার বিপরীতে ‘ওমর শরীফ’ সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়ান জসিম। সেখান থেকেই শুরু হয় তার নায়ক হওয়ার যাত্রা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। আশি ও নব্বই দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে দাপটের সঙ্গে রূপালি পর্দা মাতিয়ে গেছেন এই নায়ক।,,?

এবার ঠিক আছে…..?
08/05/2025

এবার ঠিক আছে…..?

শাকিবের পুরো ক্যারিয়ার পাল্টে দিয়েছে ভাই হিমেল আশরাফ কিন্তু শাকিব খান একবার ও কোথায় বললো না তার ২৪ বছরের ক্যারিয়ারের যা ...
07/05/2025

শাকিবের পুরো ক্যারিয়ার পাল্টে দিয়েছে ভাই হিমেল আশরাফ কিন্তু শাকিব খান একবার ও কোথায় বললো না তার ২৪ বছরের ক্যারিয়ারের যা অর্জন করতে পারে নি তা দু বছরে অর্জন করেছে সব অবধান ভাই হিমেল আশরাফের শাকিব ও বলে না কোনোদিন ইদিকা ও বলে না কোনো দিন ইদিকার তো জীবন টাই পাল্টে দিয়েছে হিমেল সাহেবে,,,,
তবুও শাকিব ইদিকা দুজনেই আমার খুব পছন্দের এবং তারা মানুষ হিসেবে ও অনেক ভালো

সারাদিন শুধু ইন্টারভিউ দিয়ে বেড়াচ্চেন প্রযোজক অথচ সিনেমা মুক্তির প্রায় ১ মাস শেষএখন পর্যন্ত দুবাই.কাতার.ওমান.মালেশিয়া.সি...
06/05/2025

সারাদিন শুধু ইন্টারভিউ দিয়ে বেড়াচ্চেন প্রযোজক
অথচ সিনেমা মুক্তির প্রায় ১ মাস শেষ
এখন পর্যন্ত দুবাই.কাতার.ওমান.মালেশিয়া.সিংগাপুর এর মত দেশে মুভি মুক্তি দিতে ব্যর্থ প্রযোজক

তুফান.রাজকুমার এমন কি দরদ ও ১০ দিন এর ভেতরে এই দেশ গুলোতে চলে গেছিলো

এত আন প্রফেশনাল হলে প্রযোজনা প্রতিষ্ঠান বড় করবে কিভাবে..
সিনেমা পাইরেসি এন্ড পুরাতন হওয়ার পরে মুক্তি দিবে এই দেশ গুলোতে??

24/04/2025

তান্ডব এর বাজেট ৩০ কটি টাকা / 😱 Raihan Rafi and Svf / Alpha-i / MEGASTAR SHAKIB SHAKIBKHAN

যুক্তরাষ্ট্রে 2nd Week-এও   চলছে মহাসমারোহে 🔥Borbaad is running Successfully Internationally, Keep this Love! 🩷         ...
24/04/2025

যুক্তরাষ্ট্রে 2nd Week-এও চলছে মহাসমারোহে 🔥

Borbaad is running Successfully Internationally, Keep this Love! 🩷

22/04/2025

আপনি হাসলে হঠাৎ সামনে মেয়ে চলে আসবে / এটা কল্পনা করার চেষ্টা করুন / প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ....................

20/04/2025

বড় বৌদির ফ্যানরা কই / 👺 Apu Biswas and Shobnom Bubly / Shakib Khan .................

রংপুর শহরের প্রাণ কেন্দ্রে বর্তমানে দুইটি সিনেমা হল চলমান আছে।* শাপলা সিনেমা * আকাশ সিনেমা। এবারের ঈদে দুই সিনেমা হলে সু...
13/04/2025

রংপুর শহরের প্রাণ কেন্দ্রে বর্তমানে দুইটি সিনেমা হল চলমান আছে।
* শাপলা সিনেমা * আকাশ সিনেমা।
এবারের ঈদে দুই সিনেমা হলে সুপারস্টার সাকিব খানের দুটি সিনেমা মুক্তি দেয়া হয়।

শাপলা সিনেমায় মুক্তি প্রাপ্ত " বরবাদ " ৩য় সপ্তাহ চলছে।
মজার বিষয় এবারের ঈদে আরো একাধিক ছবি মুক্তি পেলেও " আকাশ সিনেমা " হলে সাকিব খানের ছবি নামিয়ে এখন চলছে মহানায়ক সালমান শাহ অভিনীত ২৫ বছর আগের ব্লক মাস্টার মুভি " স্বপ্নের পৃথিবী "

এমন হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার মধ্যেও হল মালিকদের আস্থা এখনো " সালমান শাহ " এর উপর।

একেই বলে মহানায়ক!!!!!

09/04/2025

শাকিব খানের সাথে এগুলো কি হচ্ছে ভাই / 😡 / নোংরামির একটা লিমিট আছে / BORBAAD and SHAKIB KHAN....


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Altaf Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Altaf Talukder:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share