01/04/2025
কোন যদি কিন্তু ছাড়াই আমি একজন ইউনূসে*ক্সুয়াল।
জীবনে সব চোর বাটপারদের রাজনীতি করতে দেখেছি, সারাজীবন ওদের নোংরা নোংরা কথা শুনেছি, চাঁদাবাজি, খু*ন, গু*ম এসব দেখে দেখে শৈশব কৈশোর আর তারুণ্য কাইটা গেল।
এরপর হুট করে দেখলাম ভয়ঙ্কর ভদ্র একজন জেন্টলম্যান ধীরে ধীরে স্টেটসম্যান হয়ে উঠতেছেন।
এই স্টেটসম্যান রোহিঙ্গাদের মেহমান বলেন। এই স্টেটসম্যান আজ পর্যন্ত নিজের বাবার নাম প্রকাশ্যে বলেন নাই। আজ পর্যন্ত উনার মেয়ে বা চৌদ্দগুষ্টিকে দেখি নাই আশেপাশে।
এই ভদ্রলোক আজ পর্যন্ত কোন কিছুর ক্রেডিট নেন নাই। সুন্দর করে কথা বলেন। খালি বলেন, আমরা অমুক করবো, আমরা তমুক করবো, একসাথে।
সারাজীবন আমি আমি আর আমার বাপ আমার বাপ শুনতে ক্লান্ত ছিলাম। এই প্রথম আমির বদলে একজন নেতা আমরা বলা শুরু করলেন।
এই প্রধান উপদেষ্টাকে অথর্ব বলে গালি দিই। পুলিশ আমাকে ধরতে আসে নাই। আমার বাপের কাছে ইউনূসের নাম করে কেউ চাঁদাও চাইতে আসে নাই।
রমজানে দাম কম। ঈদেও দাম কম। আম্মু কালকেও বলতেছে যে বাজার এইবার এতো ভালো আছে!!
এমন আসলে আমরা জন্মের পর থেকেই পাই নাই। এই দেশের মানুষ সবাই কোন না কোন সে-ক্সুয়ালিটিতে আক্রান্ত।
কেউ মুজিব, কেউ জিয়া। কেউ বিএনপি, কেউ আওয়ামীলীগ, কেউ জামায়াত।
এই সে*ক্সগুলা নিঃস্বার্থ না। রাজনৈতিক সে*ক্সে সবসময়ই পাওয়া থাকে, চাওয়াও থাকে।
কেউ পায় টাকা, কেউ পায় ক্ষমতা, কেউ পায় খাম্বার ভাগ, কেউ পায় ১০% কমিশন।
আমি সাধারণ মানুষ। ওসব এর ভাগ পাই না আমি। পাইলে হয়তো আমিও নির্বাচন ই চাইতাম।
ইউনূসের পক্ষে লিখলে ইউনূস আমাকে কিছুই দিবে না। কারণ সে তো নিজেই চাঁদা তুলে না। ভাগ দিবে কেমনে?
বাট ইউনূসের সুশাসনের ভাগটা পাচ্ছি। এই প্রথমবার কোন হ্যাসেল ছাড়াই ঈদের মধ্যেও ট্রেনের টিকেট পাইসি। দাম টাম কম। বাজার থেকে এসে আব্বুর স্বস্তিটাই আমার পাওয়া।
এই পাওয়ার লোভেই ইউনূসের পক্ষে কথা বলি। মুগ্ধ হই। কেন হবো না? আমি নিজে তো এতো ভালো শাসন আর কখনোই পাই নাই। তো?
আমি এপলিটিক্যাল জেন জি। ট্রু। জাফর ইকবাল, প্রথম আলো, কিশোর আলো পড়ে বড় হয়েছি। ট্রু। রাজনীতি বুঝি না।এইটাও ট্রু।
বাট আমি চাঁদাবাজিটা বুঝি। বাজারে মাঝেমধ্যে যাই, দামটা বুঝি। রাস্তা ঘাটের ম্যানেজমেন্ট বুঝি। কারণ আমার রোজকার জীবনে এসব ফেইস করতে হয়।
তো এসব থেকেই আমি আমার কথা বলবো। আপনি আপনার সুবিধার জন্য কালকেই ইলেকশন চান। আমি আমার সুবিধার জন্যই ডক্টর ইউনূসকে চাই। এজ সিম্পল এজ দ্যাট।
এইটাকে যদি এখন ইউনূসে*ক্সুয়াল বলেন, ভাই, আমি বিন্দুমাত্র রাগ করবো না, বরং ওউন করে নিবো।
দুর্নীতি করে না, সুপারিশ করে না, চাঁদাবাজি করে না, গু*ম খু*ন করে না, শিক্ষিত, স্মার্ট, নোবেল লরিয়েট এমন মানুষের "দালাল" হইতে পারাটাও একটা যোগ্যতাই বটে!!
আপনি নির্বাচন সে*ক্সুয়াল, বিএনপি সে*ক্সুয়াল, জামায়াত সে*ক্সুয়াল, এনসিপি সে*ক্সুয়াল হবেন, তাতে কোন সমস্যা নাই।
আর আমি ইউনূসে*ক্সুয়াল হলেই দোষ? কেন? আপনি এই দেশের নাগরিক, তাহলে আমি এই দেশের নাগরিক না?
- সাদিকুর রহমান খান