News24 Brahmanbaria.com

News24 Brahmanbaria.com সবার আগে
সবখানে, সত্যের সন্ধ্যানে

10/04/2025
18/03/2025

একটি আন্দোলন যখন পুরো ব্রাহ্মণবাড়ীয়ার রাজনীতির টনক নাড়িয়ে দিল তখন কি আমাদের চুপ থাকা মানায়?

বিশ্বরোড ব্রাহ্মণবাড়ীয়ার যুবকরা সব সময় জাগ্রত এটা তো এই বিক্ষোভ মিছিলটি দেখলেই বুঝা যায়।
কয়েকজন বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে মিথ্যা মামলা করাতে ক্ষোভে একেকজন যেমন অগ্নিমূর্তির রুপ ধারণ করেছে, তেমনি আবারও আগামী ২৪ ঘন্টার বিতরে যদি আপোষ না করে/মামলা উঠিয়ে না নেয়, তাহলে ২৪ ঘন্টার পর আবারও রাজপথ নেমে বিশ্বরোড এবং সরাইল টিউনো অফিস গেড়াও করার কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্র সমাজ ও জনসাধারণ প্রতিনিধিরা।

ঘটনার সূত্রপাত মূলত সরাইল মাইক্রো স্ট্যান্ডের একটি তুচ্চ ঘটনা কে কেন্দ্র করে এই মিথ্যা মামলা করে বসে ছাত্র প্রতিনিধি নামক ইরফান।
এই নিয়ে ফেসবুকে গত রাত থেকে এই পর্যন্ত শত শত পোষ্ট করে তীব্র নিন্দার ঝড় বয়ে যায় সোস্যাল মিডিয়াই, সেই সাথে অনেকে পোস্টের মাঝে দুইজনে পোস্ট তুলে ধরছি

মোফাসসেল ইসলাম রোহান এর স্ট্যাটাস টি তুলে ধরলাম

আমার ব্যক্তিগত মতামত যেটা..?

গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা Imtiaz Ahmed Nazmul বিশ্বরোড মোড়ে মুগ্ধ রুপে আমার চোখে ওনাকেই পরেছে...!
পানি বিতরণে ওনাকে দেখেছি নিজ চোখে.!
আজকে ওনার ওপরে ফ্যাস্টিটের ট্যাগ এটা মানা অনেকটা কষ্টের..!
বিগত ফ্যাস্টিট আমলের ট্যাগ নিয়ে নোংরা রাজনীতি
আল্লাহ রস্তে আমরা বন্ধ করি..!
গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা বলে যে একজন অপরাধী হবে-না বিষয়টা এমন নই কিন্তু,
ঘটনা পূর্ণরায় তদন্ত করে জবাবদিহিতার মধ্যে আনার জোর দাবি জানাচ্ছি..!
অপরাধী যেই হক তার বিচার হক"
কিন্তু মিথ্যা প্রতি-হিংসা হয়রানিতে কেউ না পরুক..!
এমন প্রতি-হিংসা আমাদেরকে অচিরেই ধ্বংসের দিকে নিয়ে যাবে"
মনে রাখবেন-সৃষ্টিকর্তা সবাইকে আত্মার আর্বিভাব দিয়ে তৈরি করেছেন..!
এই আত্মাকে যদি আমি বা আপনি মিথ্যা হয়রানি করি,
তাঁর কর্মফল অবশ্যই আমাকে এবং আপনাকে ভোগ করতে হবে..!
যাদের বিপক্ষে মিথ্যা মামলার হয়রানির পায়তারা চলছে
তা শ্রীঘই প্রত্যাহার করা হক।

বি:দ্র:- তিনি ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলার বাসিন্দা হয়েও কেন সরাইলের অভ্যন্তরীণ মামলায়, ওনাকে আসামি করা ও ফ্যাসিস্ট ট্যাগ দেওয়া নিচক বোকামি,
আরেকটি কথা :- আপনি সৎ আমি আপনার পক্ষেই কথা বলবো,
জুলাই-আগষ্ট আমার ন্যায় নীতির পথের চলার অনুপ্রেরণা।
মিথ্যার পথ বেছে নিলে দেশের নতুন ফ্যাসিস্ট আপনি হয়ে যাবেন।

Nishat Chowdhury Sokal এর আরেকটি স্ট্যাটাস তুলে ধরা হল:- বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে গতকাল সরাইল উপজেলা মাইক্রোস্ট্যন্ড এর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার প্রভাব খাটিয়ে যাদেরকে আজকে আপনারা জেলবন্দি করলেন। সেই সমন্বয়কদের উদ্দেশ্য বলছি,যারা নিজ পকেটে এর টাকা খরচ করে ট্রাক ভর্তি পানি ও খাবার বিশ্বরোডে সরবরাহ করেছে,আজকে তাদের কাজের প্রতিদান তারা পেয়েছে???

ছাত্র আন্দোলনে যে মানুষটা প্রতক্ষ্য ভাবে জড়িত ছিল এবং তাদের পাশে ছিল (নিম্নে ভিডিও টা দেখেন)
তার বিরুদ্ধে ছাত্রলীগ ট্যাগ????
আপনার সাথে তার ব্যাক্তিগত ঝামেলা থাকতেই পারে, তাই বলে কি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ট্যাগ ব্যবহার করবেন?
এই রাজনীতি কোথায় পেলেন??
এলাকার শান্ত সৃষ্টছেলে বাবন,নিরাপরাধ হেলাল সহ এবং যারা মিথ্যা মামলায় বন্দী সকলের নিঃর্শত মুক্তি চাই।

আরেকটি কথা যারা এই মিথ্যা তথ্য দিয়ে মামলা করিয়ে হয়রানি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এখন কথা হলো সরাইল হলো রাজনীতির নামে চলে নষ্টামি, সব ভাইম্মা লোকদের আদিপত্য।
সুতরাং সেখানে যে যাকে পারতেছে সেইভাবেই ট্যাগ দিচ্ছে।

Brahmanbaria District Police ব্রাহ্মণবাড়িয়া
Md Jashim Bhuiyan

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকত...
04/03/2025

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি (চেয়ারম্যান) হিসেবে প্রতিষ্ঠিত।তিনি হলেন ব্রাহ্মণবাড়ীয়া উপজেলার, ২নং বুধল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রাহমান শফিক।


সর্বোপরি তিনি এই ২ং বুধল ইউনিয়নটাকে ঢেলে সাজিয়েছেন, রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা ও স্কুল উন্নয়নের মধ্য দিয়ে , ইউনিয়নবাসীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মধ্যমে ইউনিয়নের স্থানীয় সরকারের সমন্বয়ে ইউপি উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। ২০২৪-২৫ অর্থ বছরের সরকারের বরাদ্দকৃত ২নং বুধল ইউনিয়নের জন্য পাওয়া রাস্তা সংস্কার, নতুন রাস্তা পাকা করণ,নতুন রাস্তা সংযোজন, ইট সোলিং ও ডালাই করণ ইত্যাদি কর্মসূচীসহ প্রতিটি কাজ সঠিক ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

কজেই তিনি ইউনিয়নের সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন।

এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকার সাধারণ মানুষরা জানান আমরা নেতা বা চেয়ারম্যান বুঝিনা। আতিকুর রাহমান শফিক সাহেব একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের এলাকার তথা ইউনিয়নের উন্নয়ন হবে।বিশেষ করে ২নং বুধল ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় প্রতিদিনই মাদকের ও জুয়ার আখরা বসতো তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এসব অপরাধ কমে গেছে বাকি গুলির ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদশের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং ভালো মানুষ হিসাবে আতিকুর রাহমান শফিক সাহেব ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ২নং বুধল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আতিকুর রাহমান শফিক। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ২নং বুধল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা- পরিকল্পনা গ্রহন করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন।

তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন,কালভাট, ব্রীজ স্কুল,মাদ্রাসা,কবরস্থান,মসজিদ ,ঈদগাঁমাঠ সংস্কার করেছেন, গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছেন।২নং বুধল ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনও চলমান আছে। সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নবাসীকে সেবা দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ  করিতেছি, জনাব            বিগত অনেক দিন যাবত কুমারশীল-মোড়ের  অব্যবস্থাপনার ভুক্তভোগী অনেক স...
05/12/2024

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করিতেছি,

জনাব
বিগত অনেক দিন যাবত কুমারশীল-মোড়ের অব্যবস্থাপনার ভুক্তভোগী অনেক সিএনজি ড্রাইভার সেই সাথে সাধারণ জনগণ । ট্রাফিক দায়িত্ব পালনের নামে পুলিশের অনিয়ম ও দুর্নীতি দিন দিন যেন বেড়েই চলছে।এটা একটি ক্যান্সারের মতো বিশাল আকারে ছড়িয়ে পড়েছে।যারা কুমারশীল-মোড়ে পুলিশকে টাকা দিতে পারে তারাই কুমারশীল-মোড়ে গাড়ি দাড় করিয়ে যাত্রী গাড়িতে উঠাতে পারে এবং অতিরিক্ত ভাড়া যাত্রী কাছ থেকে আদায় করেও থাকে আর যে পুলিশকে কোন ধরনের টাকা (ঘুষ) দেয়না, তাদের কপালে অনেক মার সহ বিভিন্ন মামলা হামলা করা হয়। যেমন ধরেন আজকের একটি ঘটনা দুপুর বেলা দেড়টাই একজন সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি ভাবে দুইজন মারছে এবং আর দুইজন বলছে" স্যার যা বলছে দিয়ে দিলেই তো হতো আর মার খেতে হত না"
পরে-কথা বলে জানতে পারলাম দায়িত্বরত অফিসার ড্রাইভারের কাছে ২০০ টাকা চাইছিল,ড্রাইভার শুধু এতটুকু বলছিল"স্যার আপনাকে ২০০ টাকা দিলে আমি ভাড়াই পামু কত,যদি যাত্রী পিছে ১০ টাকা করে বেশী নেইও যদি ৫ জনে ৫০ টাকা বেশী পাবো আর সব মিলিয়ে ২শত ৫০ টাকার যাত্রী জন্যে আপনাকে ২০০ টাকা দিলে আমার থাকবে কি আর এই টাকা দিয়ে কিবা করুম আমি বরং খালি চলে যায়,আমায় ছেড়ে দেন তারপর গাড়ি সাইড করতে বলে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর শুরু করেন।
অতএব
সবিনয় অনুরোধ দয়াকরে কুমারশীল-মোড়ের সকল দায়িত্বরত অফিসারদের অব্যবস্থাপনা প্রতি আপনার দৃষ্টি ফেরান এই জলুম নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিন সেই সাথ
সমস্ত জনদূর্ভোগ দূর করুন।

এরকম দালাল গুলি সরাইল বিএনপির পাশে জায়গায় পায় কি করে??
29/11/2024

এরকম দালাল গুলি সরাইল বিএনপির পাশে জায়গায় পায় কি করে??

21/11/2024

জিলানী ক্রোকারিজ এর দোকানে সুহিলপুর ব্রাহ্মণবাড়ীয়া

17/11/2024
17/11/2024

তার অবস্থা এখন কেমন?

Address

Brahmanbaria
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News24 Brahmanbaria.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category