BGS-Vocational Training Centre, Rangpur

  • Home
  • BGS-Vocational Training Centre, Rangpur

BGS-Vocational Training Centre, Rangpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BGS-Vocational Training Centre, Rangpur, Digital creator, .

বিজিএস- ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রংপুর। SEEDS  প্রকল্পের অধীন শর্ট কোর্সের আওতায় ২য় ব্যাচের ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্...
12/04/2025

বিজিএস- ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রংপুর। SEEDS
প্রকল্পের অধীন শর্ট কোর্সের আওতায় ২য় ব্যাচের ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স অকুপেশনে (সেশন: জানুয়ারী - মার্চ/২০২৫) আজ ১২ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখে এসেসমেন্ট অনুষ্ঠিত হয়।
NSDA Assessment Result: ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স লেভেল-২ - প্রশিক্ষণার্থী-২২ জন, ১৯ জন কম্পিটেন্ট।
(শতকরা হারঃ ৮৬.৩৭%) ২য় ব্যাচের সুইং মেশিন অপারেশন অকুপেশনে (সেশন: জানুয়ারী - মার্চ/২০২৫) আজ ১২ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখে এসেসমেন্ট অনুষ্ঠিত হয়।
NSDA Assessment Result: টিডিএম লেভেল-২ - ২৪ জন, উপস্থিত -২৪ জন, ২৪ জন কম্পিটেন্ট।
(শতকরা হারঃ ১০০.০০%

26/03/2025
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর-রংপুর এ রমজান খাদ্য সামগ্রী বিতরণঅদ‌্য ১৪ই মার্চ ২০২৫ইং তারিখ বাংলা-জার্মান সম্প্রীত...
14/03/2025

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর-রংপুর এ রমজান খাদ্য সামগ্রী বিতরণ
অদ‌্য ১৪ই মার্চ ২০২৫ইং তারিখ বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) উদ্দ্যোগে লাইফ-ফ্রান্স এর অর্থায়নে ১৫০ টি গরিব, দরিদ্র পরিবারের মাঝে ১৫০ প্যাকেট (চাল ৫০ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ৩ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুরের ডাল ২ কেজি ও খেজুর ১ কেজি) প্রতি প্যাকেটে ৬৪ কেজি খাদ্য দ্রব্য বিতরন করা হয়। বিজিএস-ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইসলামপুর, মিঠাপুকুর রংপুর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর। লাইফ-ফ্রান্স এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম ও ঈমাদ, লাইফ, ফ্রান্স। আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ ফারুক হোসেন, চেয়ারম্যান, পায়রাবন্ধ ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, পাইংশৈউ মারমা, নির্বাহী পরিচালক, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)। আরো উপস্থিত ছিলেন, জনাব জগদীশ চন্দ্র রায়, উপ-পরিচালক (টিভিইটি), জনাব মোঃ জুবায়ের আহমেদ, উপ-পরিচালক (এমএফপি), জনাব মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)। জনাব, মোঃ মফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজ্যার (এমএফপি), জনাব, দীপক মন্ডল, ভাইস-প্রিন্সিপাল, ভিটিসি-রংপুর, জনাব, মোঃ গোলাম সারোয়ার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইসিএসএপি প্রোগ্রাম।

14/03/2025

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর-রংপুর এ রমজান খাদ্য সামগ্রী বিতরণ
অদ‌্য ১৪ই মার্চ ২০২৫ইং তারিখ বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) উদ্দ্যোগে লাইফ-ফ্রান্স এর অর্থায়নে ১৫০ টি গরিব, দরিদ্র পরিবারের মাঝে ১৫০ প্যাকেট (চাল ৫০ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ৩ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুরের ডাল ২ কেজি ও খেজুর ১ কেজি) প্রতি প্যাকেটে ৬৪ কেজি খাদ্য দ্রব্য বিতরন করা হয়। বিজিএস-ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইসলামপুর, মিঠাপুকুর রংপুর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর। লাইফ-ফ্রান্স এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম ও ঈমাদ, লাইফ, ফ্রান্স। আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ ফারুক হোসেন, চেয়ারম্যান, পায়রাবন্ধ ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, পাইংশৈউ মারমা, নির্বাহী পরিচালক, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)। আরো উপস্থিত ছিলেন, জনাব জগদীশ চন্দ্র রায়, উপ-পরিচালক (টিভিইটি), জনাব মোঃ জুবায়ের আহমেদ, উপ-পরিচালক (এমএফপি), জনাব মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)। জনাব, মোঃ মফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজ্যার (এমএফপি), জনাব, দীপক মন্ডল, ভাইস-প্রিন্সিপাল, ভিটিসি-রংপুর, জনাব, মোঃ গোলাম সারোয়ার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইসিএসএপি প্রোগ্রাম।

02/10/2024
31/08/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি !!!
উৎপাদিত পন্যসমুহঃ
রেফ্রিজারেটর,টিভি,এসি,ব্লেন্ডার, আয়রন,ওয়াসিং মেশিন এবং অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স পন্যসমুহ।
সাক্ষাৎকারের তারিখঃ
০২ সেপ্টেম্বর ২০২৪ ইং-রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় (নরসিংদী জেলা ব্যতিত)।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে কোন বিষয়ে ট্রেড কোর্স সম্পুর্ণ।
বেতন ও ভাতাঃ
১. মাসিক বেতন ৯৫০০/-(জেনারেল ডিউটি ৮ ঘন্টার জন্য)
২. ওভার টাইমের ঘন্টা ৩৯/-
৩. প্রতিটি নাইট ডিউটির জন্য ভাতা ৮৭/-
কাজের দায়িত্বশীলতাঃ
★প্রোডাকশন ফ্লোরে যে কোন লাইনে এবং যে কোন প্রসেস এ কাজ করতে হবে।
★স্টোর থেকে মালামাল প্রোডাকশন ফ্লোরে নিয়ে আসতে হবে।
সুবিধাবলীঃ
১. ২০/- দিয়ে দুপুরের খাবার ক্যান্টিন থেকে প্রদান করা হবে।
২. সকাল এবং রাতের খাবারও শর্তসাপেক্ষে ক্যান্টিন থেকে সংগ্রহ করতে পারবেন।
৩. সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্রবার এবং শনিবার)
৪. সরকার কর্তৃক সকল ছুটি প্রদান করা হয়।
৫. সর্বসাকুল্যে বেতনাদি মাসের প্রথম ১০ তারিখের মধ্যে প্রদান করা হয়।
যোগাযোগ : জব-প্লেসমেন্ট অফিসার 01617502007
বিঃদ্রঃ
সাপ্তাহিক কিংবা সরকার কর্তৃক ছুটিতে কাজ করলে সব ঘন্টাই ওভার টাইম হিসাবে গননা করা হবে।

31/08/2024

অনিবার্য কারনবশত শাওমী ইন্ডাষ্ট্রির আগামীকালের ইন্টারভিউটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারিত হলে জানিয়ে দেয়া হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BGS-Vocational Training Centre, Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share