04/11/2024
দুটি সাপ যুদ্ধে লিপ্ত। একটি অজগর, অন্যটি কিং কোবরা। দুজনেই শক্তিশালী এবং নিজেকে শ্রেষ্ঠ আর ক্ষমতাবান বলে মনে করে। লড়াইয়ের এক পর্যায়ে অজগরটি কিং কোবরাকে মরণপাশে পেঁচিয়ে ধরে এবং কিং কোবরা অজগরটিকে অন্তিম ছোবল দেয়। শেষ পর্যন্ত দুটি সাপই মারা যায়; একটি শ্বাসরোধে, অন্যটি বিষে।
ঠিক এভাবেই মানুষ অন্যের চেয়ে নিজেকে বড় বা ক্ষমতাধর প্রমাণ করতে গিয়ে ধ্বংস ডেকে আনে।
প্রত্যেকেই প্রত্যেকের পিছনে লেগে আছে যার কারণে কেউই সুখে নেই!
(বিশেষ দ্রষ্টব্য: প্রত্যেকে নিজের রাগ,হিংসা ও ক্ষমতা নিয়ন্ত্রণে রেখে, অন্যের পিছনে না লেগে নিজের সুখ উপভোগ করা উচিৎ)।