Aqua Regia

Aqua Regia A butterfly who loves to fly🦋

First 10 days of Dhul Hajj🤍❤️
27/05/2025

First 10 days of Dhul Hajj🤍❤️

25/05/2025

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শরীরে কাটা দিয়ে গেছে একদম।আমিও বিশ্বাস করি আমার রব্ব আমাকেও হজ্জ করার তৌফিক দিবেন আমার পরিবারসহ ইনশাআল্লাহ 🌺

(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।

কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়।কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস।

সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা।
সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল…

কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!

এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা করো না।যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,বিশ্বাস করো…তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন।এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।

শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।🌺
©️

একদিন নবী করিম (সাঃ) এক সাহাবির জা*না*জা পড়ানো শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন- ‘তোমরা কি জানো, মানুষ মা*রা যাওয়ার পর...
06/05/2025

একদিন নবী করিম (সাঃ) এক সাহাবির জা*না*জা পড়ানো শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন- ‘তোমরা কি জানো, মানুষ মা*রা যাওয়ার পর তাঁর আত্মার কি হয়’? সাহাবাগণ বললেন- ‘আল্লাহ এবং তাঁর রাসূল-ই ভালো জানেন’।

নবীজি বললেন- ‘শুনো তবে, যখন মানুষের মৃত্যুর সময় হয়, তখন সে ফেরেস্তাকে দেখে ভ*য় পায়। কিন্তু যে ইমানদার, তাকে মৃ*ত্যু*র ফেরেস্তা হাসিমুখে সালাম দেনI মৃ*তপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন- ‘হে পবিত্র আত্মা! তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসোI মুমিনের আত্মা যখন বের হয়ে আসে এবং সে কোন ধরণের ব্যথা ও বেদনা অনুভব করে না’I

নবীজি উদাহরণ দিয়ে বললেন- ‘মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর, উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি তার আত্মাও তার দেহ থেকে বের হয়ে আসে’I

সেই সময় অন্য দু’জন ফেরেশতা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যানI আকাশে পৌঁছলে অন্য ফেরেস্তারা আত্মাটি দেখে বলেন- ‘সুবহানাল্লাহ! কতো সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ! এই আত্মাটি কার?

উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন- ‘উনি হলেন,অমুকের সন্তান অমুক’। বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন- ‘উনার আমল কি ছিল? আত্মায় এতো সুঘ্রাণ কেনো? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন- ‘আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে, উনি একজন উত্তম চরিত্রের দয়ালু এবং পরোপকারি মানুষ ছিলেন’I

এতোটুকু বলার পর নবীজি (সাঃ) সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে, উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন- ‘এই কারণেই বলছি, সাবধান! তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে নাI তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেন’I

এরপর নবী করিম (সাঃ) আবার বলতে শুরু করলেন- ‘এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃ*ত দেহকে ক*ব*র দেয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তা'আলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন- ‘যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো, মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসোI সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিবো’I

তারপর মৃ*তদে*হকে ক*ব*রে রেখে যাওয়ার পর মুনকার ও নাকির নামের দুইজন ফেরেস্তা আসবেনI তারা মৃ*তে*র সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেনI মুমিন বান্দা সেসবের যথাযথ জবাব দেওয়ার পর মুনকার নাকির চলে যাবেন।

এরপর আত্মাটি আবার অন্ধকার ক*ব*রে একা হয়ে যাবেI সে এক ধরনের অজানা আ*শং*কায় অপেক্ষা করবে, কোথায় আছে? কি করবে? এসব অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবেI এমন সময় সে দেখবে, খুব সুন্দর এক লোক তার সাথে দেখা করতে এসেছেনI

তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবেI এতো মায়াবী ও সুন্দর তার চেহারা, সে জীবনে কোন দিন দেখেনিI আত্মাটি তাঁকে দেখে জিজ্ঞেস করবে- ‘তুমি কে? কেনো এসেছো?’ সেই লোকটি বলবে- ‘আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার জন্য আল্লাহ তা'আলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও’?

আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে- ‘অবশ্যই, আমি দেখতে চাই’I তখন আত্মাটি তার ডানে তাকিয়ে দেখবে, ক*ব*রের দেয়ালটি সেখানে আর নেইI সেই দেয়ালের দরজা দিয়ে অবর্ণনীয় সুন্দর এক বেহেস্ত দেখা যাচ্ছেI এই দৃশ্য দেখেই তার অন্তর জুড়িয়ে যাবে এবং তার মন প্রশান্ত হয়ে যাবেI সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞেস করবে- ‘আমি সেখানে কখন যাবো? কিভাবে যাবো’?

আগত লোকটি মৃদু হেসে বলবেন- ‘যখন সময় হবে, তখন-ই তুমি সেখানে যাবে ও থাকবেI ভ*য় পেও নাI আমি তোমার সাথেই আছিI তোমাকে আমি শেষ দিবস পর্যন্ত সঙ্গ দিবো’I

আত্মাটি তখন তাঁকে জিজ্ঞেস করবে- ‘কিন্তু তুমি কে’? তখন লোকটি বলবেন- ‘আমি তোমার এতোদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো I আমাকে আল্লাহ তা'আলা তোমাকে সঙ্গ দেয়ার জন্যই এখানে পাঠিয়েছেন’I

এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন- ‘হে পবিত্র আত্মা! এখন তুমি শান্তিতে ঘুমাওI নিশ্চিন্তে বিশ্রাম নাও’I এই কথা বলার পর, আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাঁকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে’I আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, আমিন। (বুখারী ও মুসনাদের দুটি হাদিস অবলম্বনে)
©️

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য  আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ...
26/04/2025

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।

আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি। পাল্টা জবাবে তারা ১৪৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে।

কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কি রকম খেলা?

বিশ্বের সবচেয়ে বেশি লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয়ে থাকে চীনে। যেমন: Luis Vuitton, Dior, Chanel, Hermes, Gucci, Armani, Prada, Balenciaga, Burberry, Yves Saint Laurent, এমনকি Apple, Samsung, Sony-এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় চীনেই।

তাহলে চীন কী করছে?

শুধু ট্যারিফেই নয়, তারা একটা সাইকোলজিক্যাল ও মার্কেটিং বোমা ফাটিয়েছে। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে।

ধরেন:

যে Hermes Birkin Bag বিক্রি হয় $25,000 ডলারে, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180।

Dior-এর একজোড়া হিল বিক্রি হয় $1200-এ, অথচ ফ্যাক্টরি কস্ট $40।

Gucci Belt যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25 । Gucci -র একটা টি শার্ট বাজারে $400 কিন্তু চীনে প্রডাকশন কস্ট - $20

এমনকি আইফোনের মডিউলার পার্টস—প্রতি সেটের কস্ট মাত্র $100 । ক্যান ইউ ইম্যাজিন? শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের প্রাইস বানাই দিচ্ছে $1000- $1500.

মজার বিষয় হচ্ছে চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি। তারা সরাসরি রিয়েল প্রাইস-এ ওই প্রোডাক্টগুলোর OEM (Original Equipment Manufacturer) ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস পর্যন্ত খুলতেছে।

এই সাইটগুলোতে এখন আপনি ১০,০০০ ডলারের স্যুট পাবেন ১০০ ডলারে। একই মেটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না আপনি কেনেন ব্রান্ডের লোগো।

চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় Economic Warfare - যেখানে চীন সরাসরি আমেরিকান কনজ্যুমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে।

চীন বুঝিয়ে দিচ্ছে—Luxu

©️

🤍🤍
26/04/2025

🤍🤍

25/04/2025

মানুষের জীবনে যত অশান্তি, যত দুর্দশা তার মূল কারণ কোন না কোন ভাবে দেখবেন একটা জিনিস থেকেই শুরু হয় ।

লোভ …

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন নাফসিন লা-তাশবা

- হে আল্লাহ ! আমি আপনার কাছে আশ্রয় চাই এমন আত্মা থেকে যা (কখনও) পরিতৃপ্ত হয়না ।

©️

এক টুকরো ফিলিস্তিন 🇵🇸🇧🇩
12/04/2025

এক টুকরো ফিলিস্তিন 🇵🇸🇧🇩


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Aqua Regia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share