Jaha Bolibo Shotto Bolibo Uncensored

  • Home
  • Jaha Bolibo Shotto Bolibo Uncensored

Jaha Bolibo Shotto Bolibo Uncensored Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaha Bolibo Shotto Bolibo Uncensored, TV Channel, .

13/03/2025

#অজনা_তথ্য
ার্চ_আন্তর্জাতিক_নারী_দিবস
--------------
👍কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’

👍গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিশ্বরূপ পায়।

👍১৭৯২ সালে ইংরেজ লেখক মেরি ওলস্টোনক্র্যাফ্ট তাঁর ‘আ ভিনডিকেশন অব দ্য রাইটস অব উইমেন’ শীর্ষক বইয়ে নারীদের শিক্ষাগত ও সামাজিক সমতার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন

👍কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।



❤️

13/03/2025

** শীঘ্রই নতুন একটি মেটা এআই উইজেট চালু করতে যাচ্ছে**

👍বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এআই ফিচার নিয়ে আসছে।

👍ডেভেলপাররা একটি নতুন Meta AI উইজেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে যা শীঘ্রই WhatsApp ব্যবহারকারীদের অ্যাপটি চালু না করেই এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে সক্ষম করবে।

👍উইজেটটির সাহায্যে WhatsApp এ প্রবেশ না করেই আপনি WhatsApp এর ম্যাসেজ চেক করতে পারবেন।

📲

13/03/2025

😍 দেশের বাজারে নতুন দুই বৈদ্যুতিক বাইক এনেছে রিভো 😍

👍বাংলাদেশের বাজারে নতুন দুই বৈদ্যুতিক বাইক এনেছে রিভো।

👍‘এ১০’ ও ‘এ১২’ মডেলের বাইক দুটির সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার।

👍শুধু তাই নয়, একবার পূর্ণ চার্জে বাইক দুটি যথাক্রমে ৭৫ থেকে ৮৫ এবং ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পথ চলতে পারে

13/03/2025

😍 মেয়েকে ফ্রিল্যান্সিং শেখাতে গিয়ে নিজেই প্রযুক্তি পেশাজীবী হয়েছেন ফেরদৌস জাহান 😍

👍 ২০১৯ সালের মার্চ মাসের মাঝামাঝি গৃহিণী ফেরদৌস জাহান খান প্রথম আলোতে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং কর্মশালার একটি সংবাদ দেখতে পান।

👍সংবাদটি পড়ে ঘরে বসে অবসর সময়ে ফ্রিল্যান্স কাজ করতে আগ্রহী হন তিনি। কিন্তু নিজে কম্পিউটার ব্যবহার করতে না পারায় মেয়েকে ফ্রিল্যান্স কাজ শেখানোর সিদ্ধান্ত নেন তিনি।

👍এরপর দেরি না করে বিনা মূল্যে কর্মশালায় অংশ নিতে মা-মেয়ে দুজনই উপস্থিত হন বিনা মূল্যের ফিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায়।

❣️

13/03/2025

👉প্রতারণামূলক বার্তা শনাক্তে গুগল মেসেজেস অ্যাপে এআই প্রযুক্তির নতুন সুবিধা চালু করা হয়েছ গুগল

👍অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে সুরক্ষা দিতে গুগল মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সুবিধা চালু করেছে গুগল।

👍‘স্ক্যাম ডিটেকশন’ নামের এই প্রযুক্তি সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে।

👍এর ফলে প্রতারকদের পাঠানো বার্তা থেকে নিরাপদ থাকতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

13/03/2025
13/03/2025

👉 অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

👍আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রেষ্ঠ ৫ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিযেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

👍পুরস্কার পাওয়া নারীরা হলেন- অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

👍এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

13/03/2025

👍ফিতরা: বাংলাদেশে ২০২৫ সালের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই হার ছিল যথাক্রমে ১১৫ টাকা ও ২,৯৭০ টাকা।

👉কেন ফিতরা দিবেন:
----------------
ইসলামি চিন্তাবিদরা বলছেন, রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই 'ফিতরার' বিধান রাখা হয়েছে। ফিতরা প্রদান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি 'সদকা' হিসেবে বিবেচনা করা হয় ইসলামে

-ul-fitr

13/03/2025

👉 শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত বললেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

👉 রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বললেন তিনি।

াংলা

13/03/2025

👉পঞ্চগড়ে বিএসএফের গুলিতে একজন যুবক মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

👉বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) দেহ তিন দিন পর বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হয়েছে।

👉মঙ্গলবার রাত ৯টায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। আল আমিন তেঁতুলিয়া উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার বাসিন্দা এবং সুরুজ আলীর ছেলে।

13/03/2025

👉 দানে সম্পদ কমে না বরং বাড়ে 👈

👍আপাত দৃষ্টিতে বা খোলা চোখে আমরা দেখি দান করলে সম্পদ কমে যায়। কিন্তু আল্লাহ তা’আলা বলেন,“আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন। আর আল্লাহ অকৃতজ্ঞ দুস্কৃতিকারীকে পছন্দ করেন না।”(সুরা বাকারা:২৭৬)

👍সুদে সম্পদ বাড়ে আর দানে সম্পদ কমে। কিন্তু আল্লাহ তা’আলা বলেছেন সুদে সম্পদ কমে আর দানে সম্পদ বাড়ে। মুফাস্সিরগণ এই বিষয়টি কয়েকটি ভাগে আলোচনা করেছেন। “সুদে সম্পদ কমে এবং দানে সম্পদ বাড়ে” অকাট্য সত্য এ ঘোষণা নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে যেমন সত্য তেমনি অর্থনৈতিক ও তামাদ্দুনিক দিক দিয়েও সত্য। সুদের মাধ্যমে অর্থ বৃদ্ধি হচ্ছে এবং দানের মাধ্যমে অর্থ-সম্পদ কমে যাচ্ছে তবুও প্রকৃত সত্য এর সম্পূর্ণ বিপরীত।

👍আল্লাহর প্রাকৃতিক বিধান হচ্ছে এই যে, সুদ নৈতিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক ও তামাদ্দুনিক উন্নতির কেবল প্রতিবন্ধকতাই নয় বরং অবনতির সহায়ক। বিপরীতপক্ষে দান-খয়রাত, করজে হাসানার মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক বৃত্তি এবং তামাদ্দৃুনিক ও অর্থনীতি সবকিছুই উন্নতি ও বিকাশ লাভ করে। নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করলে একথা সুস্পষ্ট হয়ে উঠে যে সুদ আসলে স্বার্থপরতা, কৃপণতা, সংকীর্ণতা, নির্মমতা ও পরশ্রীকাতরতা ইত্যকার অসৎ গুণাবলীর ফল এবং এই গুণগুলোই সে মানুষের মধ্যে বিকশিত করে।

👍অন্যদিকে দানশীলতা, সহানুভূতি, উদারতা, পরশ্রীপরায়ণতা ও মহানূভবতা ইত্যকার গুণাবলীই দান-খয়রাতের জন্ম দেয় এবং দান-খয়রাতের মাধ্যমে আর নিয়মিত দান করতে থাকলে এই গুণগুলো মানুষের মধ্যে লালিত ও বিকশিত হতে থাকে।

💕 ♥️ ❣️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaha Bolibo Shotto Bolibo Uncensored posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share