
10/11/2024
আসর নামাজের তাসবিহ ও আমলসমূহের রিমাইন্ডার 📿
আসরের নামাজের পর পড়তে হয়,
* (সূরা-নাবা)
* হুয়ার রহমানুর রহীম ( ১০০ বার)
* আস্তাগফিরুল্লাহ (৩৩বার)
* সুবহান'আল্লাহ (৩৩বার)
* আলহামদুলিল্লাহ (৩৩বার)
* আল্লাহু আকবর (৩৩বার)
* লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকূ ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর(১বার)
একবার আয়াতুল কুরসি
একবার ইয়া মুক্বাল্লিবাল কুলুবি সাব্বিত ক্বালবী আলা দীনিক।
( জামে তিরমিজি, হা.২১৪০)
একবার। সুবহানাল্লাহি ওয়াবি হামদীহি, আদাদা খলকিহী,ওয়ারিদা নাফসিহী , ওয়া ঝিনাতা আরশিহী, ওয়া মিদাদা কালিমাতিহ।
একবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, ওয়া রিঝক্বন তয়্যিবা, ওয়া আমালান মুতাকব্বিলা
একবার রদ্বিতুবিল্লাহি রব্বা, ওয়াবি ইসলামি দ্বীনা,ওয়াবি মুহাম্মাদিন নাব্যিয়া।
একবার রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরতি হাসানা ওয়া কিনা আযাবান্নার
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ : হে আমার রব! আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তিনবার আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
শুভ সকাল... 🥰