12/11/2024
💠নামাযের পর কিছু প্রয়োজনীয় আমলসমূহ💠
১) রাসূসুল্লাহ (সাঃ) প্রত্যেক ফরয নামায শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﺍﻟﻠَّﻪ
বলতেন। (মুসলিম,১২২১)
২) তারপর “আল্লা-হুম্মা আংতাস সালাম ওয়া মিংকাস সালাম, তাবা-রকতা ইয়া যাল জালা-লী ওয়াল ইকর-ম” اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
–এই দোয়াটি পরতেন। (মুসলিম,১২২২)
৩)ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন। তাহলো-> سُبْحَانَ الله (সুবহানাল্লাহ)- ৩৩বার;> اَلْحَمْدُ لله (আলহামদুলিল্লাহ)- ৩৩বার; এবং> اَللهُ اَكْبَر (আল্লাহু আকবার)- ৩৪বার।
লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া'হদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল 'হামদু ওয়া হুওয়া 'আলা- কুল্লি শাইয়িং ক্বদীর"
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
(১ বার) এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়। (মুসলিম,১২৩৯)
৪) আয়াতুল কুরসী (সূরা বাক্বারা আয়াত-২৫৫) ১ বার পড়া,ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন দূরত্ব থাকেনা।[নাসাঈ]
(৫) সুরা ইখলাস, ফালাক্ব ও নাস ১ বার করে। (আবু দাঊদ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)
ফজর ও মাগরিবের পর তিনবার করে পড়িতে হইবে। (আবু দাউদ, হাদিস : ৫০৮২)
৬/ একবার ‘আল্লাহুম্মা আ ই’ন্নি আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা’ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”। -(আবু দাউদ ১৫২২)
৭/ দূরুদ ও ইসতেগফার পড়িবো
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক্ব দান করুন