15/08/2025
পুরুষের জন্য নারী সংসার, সন্তান সামলেও পরিপাটি থাকে,সুগন্ধি ব্যবহার করে, সুন্দর পোশাক পরে সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করে।কিন্তু পুরুষের নিজেকে পরিপাটি, সুন্দর ভাবে প্রেজেন্ট করতে হয়না।ঘর্মাক্ত শরীরেও নারী ভালোবাসা খুঁজে পায়।
পুরুষ সারাদিন পরিশ্রম করে তাই বাইরে থেকে বাসায় আসার সাথে সাথে নারী তাকে অভিযোগ, অভিমান করে না।কিন্তু সারাদিন নারী সংসারের অনেক কাজ করার পরেও তাকে কিছু বলার আগে,কোন পুরুষ ভাবে না।
পুরুষের টাকার সমস্যা থাকলে,নারী ভালো ব্যবহার করে পাশে থাকে, সঙ্গ দেয়।অপেক্ষা করে ভালো সময়ের।কিন্তু কখনো একটু খারাপ ব্যবহার করলেও পুরুষ তা মনে পুষে রাখে।অথচ নারীর সাথে শত সহস্র খারাপ ব্যবহার করলেও সে ভুলে যায় সহজেই, মনে রাখে না।
পুরুষের সাথে কোনো বিষয় আলোচনা করার আগেও নারী ভাবে,তার মনমানসিকতা ভালো আছে কিনা,ফ্রী আছে কিনা।কিন্তু পুরুষ কখনো নারীর ক্ষেত্রে ভাবে না,মন চাইলেই বলে দেয়,যখন যা ইচ্ছা হয় তা!
পুরুষের জন্য নারী নিজের শখ,চাহিদা অনেক কিছুই বিসর্জন দেয়।কিন্তু খুব কম পুরুষ তার নারীর জন্য এসব করে।
নারী অপেক্ষা করে একটু কথা বলতে,সময় কাটাতে,ঘুরতে যেতে।কিন্তু পুরুষ অপেক্ষা করে না।বরং অন্য কোনো ভাবে, অন্য কোনো নারীর সঙ্গ খুঁজে নেয়।
পুরুষের অসুস্থতায় নারী সেবা করে, ভেঙে পরে মানসিক ভাবে, দুশ্চিন্তা করে।কিন্তু খুব কম পুরুষ নারী অসুস্থ হলে তার সেবা করে। বরং অসুস্থতার জন্য কথা শুনিয়ে দিতে স্বাচ্ছন্দবোধ করে।
মনমালিন্য হলে নারী কান্না করে, না খেয়ে অসুস্থ হয়ে যায়।কিন্তু পুরুষের ক্ষেত্রে তারা কান্না করা,খাওয়া বন্ধ কিছুই করে না। তাদের সবকিছুই চলে নিয়ম মত।তাদের নারীর মত এতো কষ্ট হয়না।
কথা গুলো সব পুরুষ কিংবা সব নারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।তবে বেশিরভাগের ক্ষেত্রে এমনই হয়।কথা গুলোর সাথে আপনারা কে কে একমত?সবার সাথে মিলবে না এটাই স্বাভাবিক।দ্বিমত থাকলে সেটাও যুক্তি সহকারে জানাতে পারেন, ধন্যবাদ।
©সাদিয়া আফরিন মার্জান