Aaka & Araf's blog

Aaka & Araf's blog keep us in your prayers.
(1)

09/09/2025

কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়,
কিন্তু মানুষ মেলে না।
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

একটা জনমজুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ।

আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এইসব একাকীত্ব।

কারণ, আমাদের কথা কইবার মানুষ মেলে না,
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

- সাদাত হোসাইন। 🙏

আমরা বুঝি যে আমাদের কিছু জায়গা থেকে সরে আসা উচিত জেনেও সরে আসতে পারিনা।কিন্তু অনেকেই সেট মানেনা বা মানতে পারে না। সবকিছু...
05/09/2025

আমরা বুঝি যে আমাদের কিছু জায়গা থেকে সরে আসা উচিত জেনেও সরে আসতে পারিনা।
কিন্তু অনেকেই সেট মানেনা বা মানতে পারে না। সবকিছু জেনে, বুঝে সেখানেই বারবার ফিরে যায়। এই ফিরে যাওয়াটা হয়তো অনেক ভালোবাসার জন‍্য নাহলে অনেক মায়ার জন‍্য।
অপর পাশের ব‍্যক্তিটি এই বারবার ফিরে যাওয়াটাকে দুর্বলতা বা নির্লজ্জতা ভেবে ভুল করে বসে। তারা হয়তো এটা একবারও ভেবে দেখেনা আত্মসম্মানবোধটা কম বেশি সবারই থাকে। কিন্তু এই ফিরে আসাটা হচ্ছে ভালোবাসার জন‍্য মায়ার জন‍্য।
যেদিন আর সে ফিরেও তাকাবেনা বারবার আপনার কাছে আর ছুটে আসবে না, সেদিন বুঝতে পারবেন এটা তার দুর্বলতা বা নির্লজ্জতা ছিলো না এটা ছিলো তার এক আকাশ পরিমাণ আপনার প্রতি অগাধ ভালোবাসা যেটার কদর করতে পারেননি। আর কদর করতে না জানলে আল্লাহ সেই জিনিস নসিব থেকে উঠিয়ে নেয়। এমন ভালোবাসা সবার ভাগ‍্যে জোটেনা সময় থাকতে যত্নে আগলে রাখতে হয়। 💖🌸

- নিজের অনুভূতি কাউকে বলে বোঝানোর থেকে, চুপ থেকে ক'ষ্ট গুলো উপভোগ করাই ভালো!🖤🌸
03/09/2025

- নিজের অনুভূতি কাউকে বলে বোঝানোর থেকে, চুপ থেকে ক'ষ্ট গুলো উপভোগ করাই ভালো!🖤🌸

একটা জিনিস খেয়াল করলাম, আমি যত যত্ন নিয়ে যাকে আপন করি,ততটা যত্ন কেউ আমার জন্য জমা রাখে না।আমি কেমন আছি,আমার ভিতরে কেমন ঝ...
27/08/2025

একটা জিনিস খেয়াল করলাম,
আমি যত যত্ন নিয়ে যাকে আপন করি,
ততটা যত্ন কেউ আমার জন্য জমা রাখে না।
আমি কেমন আছি,
আমার ভিতরে কেমন ঝড় বয়ে যায়-
সেটা জানার আগ্রহ কারো মাঝে নেই।

আমি সহজেই সবার পাশে দাঁড়াই,
তাদের কষ্ট নিজের মতো করে ভাগ করি,
কিন্তু আমার ক্লান্তি বোঝার মতো কারো সময় নেই।

আমার কথায় যদি কারো রাগ হয়,
আমি রাত জেগে ভেবে যাই-
কীভাবে মিটবে সেই দূরত্ব।
কিন্তু আমার প্রতি কেউ
ততটা উদগ্রীব হয় না কোনোদিন।

সব শেষে বুঝলাম-
আমি যতটা মন দিয়ে মানুষকে আঁকড়ে ধরি,
আমাকে ততটা দৃঢ়ভাবে
কেউ আঁকড়ে ধরতে জানে না।

• ❐ একতরফা যত্ন
• লেখক: মাহবুব সরদার সবুজ

15/08/2025

পুরুষের জন্য নারী সংসার, সন্তান সামলেও পরিপাটি থাকে,সুগন্ধি ব্যবহার করে, সুন্দর পোশাক পরে সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করে।কিন্তু পুরুষের নিজেকে পরিপাটি, সুন্দর ভাবে প্রেজেন্ট করতে হয়না।ঘর্মাক্ত শরীরেও নারী ভালোবাসা খুঁজে পায়।

পুরুষ সারাদিন পরিশ্রম করে তাই বাইরে থেকে বাসায় আসার সাথে সাথে নারী তাকে অভিযোগ, অভিমান করে না।কিন্তু সারাদিন নারী সংসারের অনেক কাজ করার পরেও তাকে কিছু বলার আগে,কোন পুরুষ ভাবে না।

পুরুষের টাকার সমস্যা থাকলে,নারী ভালো ব্যবহার করে পাশে থাকে, সঙ্গ দেয়।অপেক্ষা করে ভালো সময়ের।কিন্তু কখনো একটু খারাপ ব্যবহার করলেও পুরুষ তা মনে পুষে রাখে।অথচ নারীর সাথে শত সহস্র খারাপ ব্যবহার করলেও সে ভুলে যায় সহজেই, মনে রাখে না।

পুরুষের সাথে কোনো বিষয় আলোচনা করার আগেও নারী ভাবে,তার মনমানসিকতা ভালো আছে কিনা,ফ্রী আছে কিনা।কিন্তু পুরুষ কখনো নারীর ক্ষেত্রে ভাবে না,মন চাইলেই বলে দেয়,যখন যা ইচ্ছা হয় তা!

পুরুষের জন্য নারী নিজের শখ,চাহিদা অনেক কিছুই বিসর্জন দেয়।কিন্তু খুব কম পুরুষ তার নারীর জন্য এসব করে।

নারী অপেক্ষা করে একটু কথা বলতে,সময় কাটাতে,ঘুরতে যেতে।কিন্তু পুরুষ অপেক্ষা করে না।বরং অন্য কোনো ভাবে, অন্য কোনো নারীর সঙ্গ খুঁজে নেয়।

পুরুষের অসুস্থতায় নারী সেবা করে, ভেঙে পরে মানসিক ভাবে, দুশ্চিন্তা করে।কিন্তু খুব কম পুরুষ নারী অসুস্থ হলে তার সেবা করে। বরং অসুস্থতার জন্য কথা শুনিয়ে দিতে স্বাচ্ছন্দবোধ করে।

মনমালিন্য হলে নারী কান্না করে, না খেয়ে অসুস্থ হয়ে যায়।কিন্তু পুরুষের ক্ষেত্রে তারা কান্না করা,খাওয়া বন্ধ কিছুই করে না। তাদের সবকিছুই চলে নিয়ম মত।তাদের নারীর মত এতো কষ্ট হয়না।

কথা গুলো সব পুরুষ কিংবা সব নারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।তবে বেশিরভাগের ক্ষেত্রে এমনই হয়।কথা গুলোর সাথে আপনারা কে কে একমত?সবার সাথে মিলবে না এটাই স্বাভাবিক।দ্বিমত থাকলে সেটাও যুক্তি সহকারে জানাতে পারেন, ধন্যবাদ।

©সাদিয়া আফরিন মার্জান

চোখ যে মনের কথা বলে💞চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই💞💞
15/08/2025

চোখ যে মনের কথা বলে💞
চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই💞💞

কেউ কখনোই জানতে চায় নি,আমি আসলে কি চাই!আমি কেমন আছি, আমার ভেতরে ঠিক কি চলছে!এসব জানার কারো আগ্রহ হয় নি।সবাই ভেবেছে, আমি ...
24/07/2025

কেউ কখনোই জানতে চায় নি,
আমি আসলে কি চাই!
আমি কেমন আছি, আমার ভেতরে ঠিক কি চলছে!
এসব জানার কারো আগ্রহ হয় নি।
সবাই ভেবেছে, আমি হয়তো সব সহ্য করতে পারি-
সব হাসি মুখে মেনে নিতে পারি।
কিন্তু আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন
সবটাই নিরবতার আড়ালে হারিয়ে গেছে!

কপি~সন্ধ্যাবাতি

👍
17/07/2025

👍

Address

দৌলতপুর,মানিকগঞ্জ
মানিকগঞ্জ

Telephone

01612743002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaka & Araf's blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share