Tawhider alow islamic media

  • Home
  • Tawhider alow islamic media

Tawhider alow islamic media হকের বাণী পৌছে দেওয়াই আমার প্রত্যয়

23/04/2024

আচ্ছা ট্রেনে ওঠে আমরা টিটিকে যে টাকাটা দেই সেটা কি সরকারী তহবিলে পৌঁছে...???
নাকি তাদের পকেটে ঢুকে....🤔🤔🤔

,,,,হযরত হানযালা রাযিঃ এর শহিদ হওয়া,,,,,উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। একেক জনের লাশ মোবারক এনে এক জায়গায় রা...
22/04/2024

,,,,হযরত হানযালা রাযিঃ এর শহিদ হওয়া,,,,,
উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। একেক জনের লাশ মোবারক এনে এক জায়গায় রাখা হচ্ছে। রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখলেন ৬৮ টি লাশ মোবারক। ২ টি নেই, একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সকল সাহাবিদেরকে পাঠালেন লাশ মোবারক খোজার জন্য।

হঠাৎ বোরখা পড়া এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির সামনে। মহিলা আরয করলেন; ইয়া রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু য়ালাইহি ওয়াসাল্লাম আজ আপনি একটা বিয়ে পড়িয়েছেন? রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু য়ালাইহি ওয়াসাল্লাম বলেন; হা আমি তো হানজালা রাঃ বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। মহিলা বললেন; ইয়া রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মেহেদী এখনও শুকায় নি।

কাল বিকেলে বিয়ে হয়েছে আর রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হাঞ্জালা রাঃ। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। আল্লাহু আকবার

মহিলা বললেন ইয়া রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে লজ্জায় আমি তাঁকে বলতেও পারিনি যে আপনার জন্য গোসল ফরজ। পেয়ারা নবি উম্মতের কান্ডারী স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদতে লাগলেন।

একজন সাহাবি দৌড়ে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাঃ কে পাওয়া গেছে। রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সময় দুই হাত দিয়ে ভীড় ঠেলে (যদিও পুরা জায়গাই ফাকা ছিলো, সাহাবারা প্রশ্ন করলে নবিজী বলেন যে হানযালা রাঃ কে গোসল দিতে আকাশ থেকে ফেরেশতারা এসেছেন) লাশ মোবারকের কাছে গিয়ে দেখলেন লাশ মোবারকের মাথায় পানি। নবীজি মাথা হাত বুলিয়ে দিলেন।

জিবরাঈল আঃ এসে বললেন ইয়া রাসুলাল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার রাঃ কোরবানিতে আল্লাহ্ এতটাই খুশি হয়েছেন যে তিনি ফেরেশতাদের আদেশ করলেন জমজমের পানি দিয়ে গোসল করাতে এবং তাঁর শরীরে যে সুগন্ধ দেখছেন এটি বিশেষ খুসবু মিশক আম্বর আতর যা কাফনের কাপড়ে ঢোকানো হয়েছে। সুবহানআল্লাহ।

আল্লাহু আকবার। হানযালা রাঃ এর কদমে লক্ষ সালাম। কতইনা ভালোবাসতেন তারা আল্লাহ ও তার রাসুল স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসুলের স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বাসর রাতে নিজের নতুন স্ত্রীকে ফেলে দিয়ে যুদ্ধে চলে গেলেন। আল্লাহ তার ভালোবাসার কিছু অংশ আমাদের দান করুন। আমিন।

21/04/2024

পার্ট ৬
আচ্ছা কোন নামাজে ইক্বামত নেই.....????

20/04/2024

পার্ট ৫
হিজরি সনের প্রবর্তক কে.....?

20/04/2024

পার্ট ৪
কোন যুদ্ধে আমাদের প্রিয় নবী صل لله عليه وسلم এর দাত মোবারক শহিদ হয়েছিল....???

19/04/2024

পার্ট ৩
বাসর ঘরে স্ত্রীকে রেখে কোন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহিদ হয়েছিলেন......?????

19/04/2024

🤔🤔🤔🤔🤔🤔
ইসলামে প্রথম শহিদ কোন
নারী....?????

18/04/2024

,,,,,,আপনার কাছে সব ছেয়ে প্রিয় মানুষ কে.....????????

17/04/2024

,,,,ইসলামিক কুইজ,,,
আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,, কোন সাহাবীকে আল্লাহর তরবারি উপাদি দিয়েছিলেন....??????

12/04/2024
29/03/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawhider alow islamic media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share