
11/11/2024
"ঝরে যাওয়া গোলাপ মুনতাহা"
লেখাঃ Farhad Ahmed Ovi
বাকরুদ্ধ আমি কি বলিবো
ভাষা নাহি খোঁজে পাই।
হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ–
ফুল পাখি'টা যে আর নাই!
তোমার মুখের পাকা বুলি
শুনবো না কি আর মোরা?
হৃদয় মাঝে তোমার সৃতি
দিচ্ছে ভিষন পিড়া !!
মানুষ রুপি জানোয়ারগুলো
দিলো না তোমায় বাঁচতে।
এই জীবনে আর কভু মোরা
দেখবো না তোমায় হাসতে।
কোন দন্দ্বের প্রতিশোধ নিতে
তোমাকে-ই নিলো বেছে?
আপন তুমি ভাবতে তাদের
জানতে কি সব মিছে !?
সদ্যা ফোটা ফুলের সাথে
কিসের লেনাদেনা! ?
স্তব্ধ আমার কলমখানি
হিসেব তো মিলে না!!
"ঝরে যাওয়া গোলাপ মুনতাহা"লেখাঃ Farhad Ahmed Oviআবৃত্তি মুহাম্মদ বিন আনিস ভিডিও অডিও প্রসেসর বান্দা মুহাম্মদ তত্ত্বা....