08/03/2025
আমার বন্ধু আশিক আজ চলে যাচ্ছে দেশের বাহিরে। আমিও দেশের বাহিরে। দেশে থাকতে একসাথে অনেকগুলো ট্যুর দিয়েছি দেশের বিভিন্ন প্রান্তে। আমার বেশিরভাগ ট্যুরের সঙ্গী ছিল আশিক। আমার জীবনের সবচেয়ে বেস্ট ট্যুর পার্টনার ছিল আশিক। সবাই ট্যুরের জন্য পারফেক্ট না। এজন্য সবাইকে নিয়ে আমি সফরে বের হতাম না। কিন্তু আশিক প্রাই সব ট্যুরেই আমার সঙ্গে ছিল। হয়তো আর কখনো এভাবে ট্যুর দেওয়া হবেনা। এভাবে একসাথে আড্ডা দেওয়া হবেনা। দেশে গেলে খুব মিস করব। তবে এতটুকু বলতে পারি, অচিরেই মক্কায় আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।
Ashikul Islam Asif