Chuadanga-প্রথম রাজধানী

  • Home
  • Chuadanga-প্রথম রাজধানী

Chuadanga-প্রথম রাজধানী নিত্য বাজার All Information Send you

26/08/2025

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘ'র্ষে সোহাগ (১৯) নামের যুবক নি'হ'ত, আ'হ'ত-৩

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গা...
26/08/2025

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরণ।

এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
📍চুয়াডাঙ্গা

এই জিনিসটার আসল নাম কি
25/08/2025

এই জিনিসটার আসল নাম কি

স্কুলের সামনে এমন দোকান দেখলেই ছোট বেলার হারানো দিনের অনেক কথা মনে পড়ে যায়! ভ্রাম্যমাণ এই দোকানে চানাচুর মুড়ি, ছোলা মুড়ি...
25/08/2025

স্কুলের সামনে এমন দোকান দেখলেই ছোট বেলার হারানো দিনের অনেক কথা মনে পড়ে যায়! ভ্রাম্যমাণ এই দোকানে চানাচুর মুড়ি, ছোলা মুড়ি, চটপটি, চানাচুর ইত্যাদি ভাজা পাওয়া যায়।
📍এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
চুয়াডাঙ্গা।

23/08/2025

মায়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেলো ছেলে!

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনের নিচে লা-শ ঘরের পাশে স্বেচ্ছাসেবী টনিক ভায়ের সহযোগিতায় কয়েকদিন ধরে অবস্থান করছিলেন...
23/08/2025

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনের নিচে লা-শ ঘরের পাশে স্বেচ্ছাসেবী টনিক ভায়ের সহযোগিতায় কয়েকদিন ধরে অবস্থান করছিলেন অজ্ঞাত বৃদ্ধ। তিনি মানসিক ভারসাম্যহীন ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। শনিবার আনুমানিক ভোরের দিকে তিনি মারা যান।

লা-শটি এখন ম*র্গে রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে আঞ্জুমান মফিদুল চুয়াডাঙ্গার মাধ্যমে লা-শ দা-ফন সম্পন্ন হবে বলে জানা যায়।

আজকের রেটঃ ১২৫ টাকা শাহাপুর ড্রাগন ফল বাজারশাহাপুর,জীবননগর,চুয়াডাঙ্গা
23/08/2025

আজকের রেটঃ ১২৫ টাকা
শাহাপুর ড্রাগন ফল বাজার
শাহাপুর,জীবননগর,চুয়াডাঙ্গা

 #শোক_সংবাদ  জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ড পুরাতন লক্ষ্মীপুর পাড়া নিবাসী  মোঃ-জিয়া হোসেন এর পুএ মালয়েশিয়া প্রবাসী অনিক ...
23/08/2025

#শোক_সংবাদ
জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ড পুরাতন লক্ষ্মীপুর পাড়া নিবাসী মোঃ-জিয়া হোসেন এর পুএ মালয়েশিয়া প্রবাসী অনিক হাসান (২৪) বাংলাদেশ সময় সকাল ৮ ঘটিকায় মালয়েশিয়ার একটি বেসরকারি হাসপাতালে ই-ন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন! অনিক হাসান লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যু-তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পারিবারিক সূত্রে জানা গেছে, তার লা-শ আনতে প্রসেসিং শুরু হয়েছে।
-সামিউল ইসলাম

হারভেস্টার মেশিনে ধান কাটার সময় ইবাদত আলী নামে এক জনের মৃত্যুআজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার সদরে পদ্মবিল...
21/08/2025

হারভেস্টার মেশিনে ধান কাটার সময় ইবাদত আলী নামে এক জনের মৃত্যু

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার সদরে পদ্মবিলা ইউনিয়নের ছয়মাইল মিলপাড়ার আপাগাড়ির মাঠে ধান কাটা হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে ইজিবাইক চালক ইবাদত মিয়ার (৪২) করুন মৃত্যু ।

নিহত ইবাদত মিয়া মৃত আজগার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, হারভেস্টার মেশিনে ধান কাটার সময় ইবাদত আলী ঘাস নিতে মেশিনের পিছনে গেলে। মেশিনের চালকের মেশিন পিছনে নিলে তিনি মেশিনের নিচে চাপা পড়ে নিহত হন।

এতো সুদর পরিবেশ শুধু গ্রামে দেখা জায়।লোকেশনঃসুজায়েত পুর গ্রামের মাঠ থেকে।
20/08/2025

এতো সুদর পরিবেশ শুধু গ্রামে দেখা জায়।
লোকেশনঃসুজায়েত পুর গ্রামের মাঠ থেকে।

সুজায়েতপুরে বৃষ্টি 💦 #চুয়াডাঙ্গা
19/08/2025

সুজায়েতপুরে বৃষ্টি 💦

#চুয়াডাঙ্গা

19/08/2025

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chuadanga-প্রথম রাজধানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share