
08/08/2025
জীবন তখনই সুন্দর ছিল যখন কারো প্রতি ভালোবাসা এবং যত্ন নেওয়ার দায়িত্ব ছিল না। যখন নিজেকে অন্যের চোখে আকর্ষণীয় করার দায়িত্ব ছিল না। জীবন তখনই সুন্দর ছিল যখন আনমনা হয়ে খেলতে খেলতে বেলা চলে যেত ভাবতাম দিনটা আরেকটু বড় হলো না কেন? রাতটা তো আর একটু ছোট হতে পারত তাতে কি এমন ক্ষতি হতো। জীবন তখনই সুন্দর ছিল যখন সামান্য তে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খেতাম। এখন সুড়সুড়িতে অত হাসি পায় না। বিনা কারণেই জীবনটা রংহীন হয়ে যাচ্ছে। ভালো খারাপ জীবনে যাই ঘটুক না কেন যেন মন থেকে আনন্দিত হতে পারি না। টের পাচ্ছি বয়স হচ্ছে। যতই বলি না কেন বয়স একটা সংখ্যা মাত্র। বয়সের ভারে আনন্দগুলো , স্বপ্নগুলো, শরীর, কর্তব্যবোধ, সবই বোধহয় নুয়ে পড়ে। 🌟💫🌠