Ideal Korean Language Training Center

  • Home
  • Ideal Korean Language Training Center

Ideal Korean Language Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ideal Korean Language Training Center, Digital creator, .

সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গা*জা'র মু"সলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ😮‍💨😒কিন্তু আপনি দাঁড়িয়েছেন...
20/06/2025

সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গা*জা'র মু"সলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ😮‍💨😒
কিন্তু আপনি দাঁড়িয়েছেন—মেরুদণ্ড সোজা করে, নিঃস্বার্থভাবে।আমরা আপনাকে সেলুট জানাই🫡

হয়তো আপনাকেও হারাবো আমরা খুব শীঘ্রই...😭
তবু আমাদের দোয়া থাকবে আপনার জন্য।
আল্লাহ আপনাকে নেক হায়াত আর দীর্ঘ দিন বেচ থাকেন গায়েবী হেফাজতে রাখুন আমিন সুমমা আমিন।🇮🇷🇧🇩🇦🇪🥰।

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকা  যাচ্ছে।  পথের  মধ্যে  ড্রাইভার এবং হেলপারের চায়ের  নেশা  ধরলো। তাই...
04/06/2025

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।

হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।

কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।

কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ

হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?

হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?

এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!

বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!

হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!
সত্যি করে বলেন মন খুলে কত দিন পর হাসলেন? পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।

Beautiful moments in life  piece of Saidpur      🌿🇰🇷⚘
28/01/2025

Beautiful moments in life piece of Saidpur 🌿🇰🇷⚘

23/01/2025

২০২৫ সালের ইপিএস কর্মীর জন্য কোরিয়ান মালিকদের আবেদনের সময়সূচী:

প্রথম ধাপ: ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে ফেব্রুয়ারি ২১তারিখ।

দ্বিতীয় ধাপ: এপ্রিল ২১ তারিখ থেকে মে ২ তারিখ।

৩য় ধাপ: জুলাই ৭ তারিখ থেকে জুলাই ১৮ তারিখ।

চতুর্থ ধাপ: সেপ্টেম্বর ১৫ তারিখ থেকে সেপ্টেম্বর ২৬ তারিখ।

পঞ্চম ধাপ: নভেম্বর ২৪ তারিখ থেকে নভেম্বর ২৮ তারিখ।

전라북도 부안 -এর মাছের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যবসায়ীদের ক্ষতি এবং  আহাজারি전라북도 부안 প্রদেশের 변산면-এর 격포항 মাছের বাজারে ভয়া...
22/01/2025

전라북도 부안 -এর মাছের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যবসায়ীদের ক্ষতি এবং আহাজারি

전라북도 부안 প্রদেশের 변산면-এর 격포항 মাছের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টা ১৫ মিনিটে এই আগুন শুরু হয় এবং তা নেভাতে প্রায় দেড় ঘণ্টার মতো সময় লাগে।

অগ্নিকাণ্ডে ২৬টি দোকানের মধ্যে ১০টি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ, অ্যাকোয়ারিয়াম, রেফ্রিজারেটরসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় ফায়ার বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী ১৩০ মিলিয়ন ওয়ন ক্ষতি হয়েছে।

যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি,তবে মাছের মজুদ ধ্বংস হওয়ায় ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সল্লালের ছুটির আগে বড় বিক্রির আশা নিয়ে অতিরিক্ত সামুদ্রিক মাছ মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু এই দুর্ঘটনা তাদের সব আশা ভেঙে দিয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে অ্যাকোয়ারিয়াম হিটারের তার থেকে এই আগুন লাগে।

স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যবসায়ীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল প্রদানের পাশাপাশি পুনরুদ্ধারের জন্য রিজার্ভ তহবিল ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। অস্থায়ী বাজার স্থাপনের কথাও বিবেচনা করছে প্রশাসন।

দুর্ঘটনাগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে সহায়তা চেয়ে বলেছেন, "আমাদের জীবিকা নির্বাহের জন্য অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন।"

전라북도 এবং 부안-গান প্রশাসন একত্রে কাজ করে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

🖤 The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
21/01/2025

🖤


The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

이 사람은 누구입니다?
15/01/2025

이 사람은 누구입니다?

15/01/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Korean Language Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share