03/08/2025
"আপা ফিরবে না কারণ গন অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক ফেরে না, তাদের বাচ্চাকাচ্চা ফিরতে পারে অন্নেক দিন পরে।"
গরীবের স্নোডেন তাসনীম খলিল
এই জ্ঞানের কথায় আপনারা কী বুঝলেন? হাসিনার বয়স কতো? হাসিনা তো নিজেই রিটায়ার করতো। পুতুলকে তৈরি করতেছিলো তার সাক্সেসর হিসেবে। হাসিনার বাচ্চাকাচ্চা কি বিএনপি হয়ে ফিরবে নাকি এনসিপি হয়ে ফিরবে? নাকি জামায়াত হয়ে ফিরবে? ফিরলে তো আওয়ামী লীগ হয়েই ফিরবে।
হাসিনা ব্যক্তি হিসেবে ফিরলো নাকি ফিরলো না, এইটা তো আলাপের বিষয়ই হইতে পারেনা। আলাপের বিষয় আওয়ামী লীগ ফিরবে কিনা। এই আওয়ামী লীগ ফ্রাকে মেটাফোর করেছে, "আপা ফেরা" নাম দিয়ে।শেখ মুজিবের বাকশাল ফিরেনি কিন্তু হাসিনার আওয়ামী লীগ নামে ফিরছে বাকশাল ২.০।
আওয়ামী লীগকে তাসনীম খলিলেরা ফেরাবে। এইটাই তার প্রজেক্ট। গোপালগঞ্জ নিয়া আহাজারি, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়া আহাজারি, আওয়ামী লীগকে ভোটে দাড়াতে দেয়া নিয়ে ওকালতি এইসবই আরও লীগকে ফেরানোর চেষ্টা।
আরও লীগের ফেরা অসম্ভব হবে আওয়ামী ন্যারেটিভকে সম্পুর্নভাবে পরাস্ত করার মাধ্যমে। এইটা একটা পালটা কালচারাল প্রজেক্ট।
হাসিনার পতন হইছে কালচারাল পালটা ন্যারেটিভে। এইটাই তাসনীম খলিলদের ভয়। এই পালটা কালচারাল ন্যারেটিভের সেন্টারে আছে বাঙালী মুসলমান আত্মপরিচয়। আসল ভয় এইটাই। বর্ষা বিপ্লবে রাস্তায় বৃষ্টিতে অবগাহন করে নামাজ, ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙ্গার সময়ে আল্লাহু আকবার ধ্বনি ওদের বুকে কাপন ধরিয়ে দেয়। ওরা জানে বর্ষা বিপ্লব ছিলো এক রুহানি প্লাবন। ওই প্লাবন লিবারাল স্যেকুলার আদর্শে উজ্জীবিত হয়ে মাঠে নামেনি। তাই ওদের আওয়ামী লীগকে দরকার। আবারো একশো বছর দাসত্বের শৃংখল যেন পড়াতে পারে।