Abra's vlog

Abra's vlog Traveling

09/08/2025
03/08/2025

"আপা ফিরবে না কারণ গন অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক ফেরে না, তাদের বাচ্চাকাচ্চা ফিরতে পারে অন্নেক দিন পরে।"

গরীবের স্নোডেন তাসনীম খলিল

এই জ্ঞানের কথায় আপনারা কী বুঝলেন? হাসিনার বয়স কতো? হাসিনা তো নিজেই রিটায়ার করতো। পুতুলকে তৈরি করতেছিলো তার সাক্সেসর হিসেবে। হাসিনার বাচ্চাকাচ্চা কি বিএনপি হয়ে ফিরবে নাকি এনসিপি হয়ে ফিরবে? নাকি জামায়াত হয়ে ফিরবে? ফিরলে তো আওয়ামী লীগ হয়েই ফিরবে।

হাসিনা ব্যক্তি হিসেবে ফিরলো নাকি ফিরলো না, এইটা তো আলাপের বিষয়ই হইতে পারেনা। আলাপের বিষয় আওয়ামী লীগ ফিরবে কিনা। এই আওয়ামী লীগ ফ্রাকে মেটাফোর করেছে, "আপা ফেরা" নাম দিয়ে।শেখ মুজিবের বাকশাল ফিরেনি কিন্তু হাসিনার আওয়ামী লীগ নামে ফিরছে বাকশাল ২.০।

আওয়ামী লীগকে তাসনীম খলিলেরা ফেরাবে। এইটাই তার প্রজেক্ট। গোপালগঞ্জ নিয়া আহাজারি, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়া আহাজারি, আওয়ামী লীগকে ভোটে দাড়াতে দেয়া নিয়ে ওকালতি এইসবই আরও লীগকে ফেরানোর চেষ্টা।

আরও লীগের ফেরা অসম্ভব হবে আওয়ামী ন্যারেটিভকে সম্পুর্নভাবে পরাস্ত করার মাধ্যমে। এইটা একটা পালটা কালচারাল প্রজেক্ট।

হাসিনার পতন হইছে কালচারাল পালটা ন্যারেটিভে। এইটাই তাসনীম খলিলদের ভয়। এই পালটা কালচারাল ন্যারেটিভের সেন্টারে আছে বাঙালী মুসলমান আত্মপরিচয়। আসল ভয় এইটাই। বর্ষা বিপ্লবে রাস্তায় বৃষ্টিতে অবগাহন করে নামাজ, ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙ্গার সময়ে আল্লাহু আকবার ধ্বনি ওদের বুকে কাপন ধরিয়ে দেয়। ওরা জানে বর্ষা বিপ্লব ছিলো এক রুহানি প্লাবন। ওই প্লাবন লিবারাল স্যেকুলার আদর্শে উজ্জীবিত হয়ে মাঠে নামেনি। তাই ওদের আওয়ামী লীগকে দরকার। আবারো একশো বছর দাসত্বের শৃংখল যেন পড়াতে পারে।

02/08/2025

ফ্লাইট এক্সপার্ট" (Flight Expert) নামক একটি অনলাইন ট্রাভেল এজেন্সির কথা উল্লেখ করছেন, যারা বাংলাদেশ থেকে শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে খবরে এসেছে। এই বিষয়ে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ফ্লাইট এক্সপার্ট নামের এই কোম্পানি, যারা ২০১৭ সাল থেকে বাংলাদেশে বিমানের টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছিল, তাদের অফিস বন্ধ পাওয়া গেছে এবং ওয়েবসাইটও উধাও হয়ে গেছে। অনেক এজেন্সি এবং গ্রাহক এই কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে জানা গেছে। তাদের ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট ছিল হজ ২০২৬-এর রেজিস্ট্রেশন নিয়ে, কিন্তু এরপর থেকে কোম্পানির কোনো যোগাযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় অনেকে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে, এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

02/08/2025

ক্ষমা করতে শিখুন, হৃদয় হবে হালকা,
আবেগের স্রোতে ভাসুক মানবতার আলো।

01/08/2025

゚viralシviralシfypシ゚viralシalシ

31/07/2025
স্বৈরাচার শেখ মুজিবের আত্মকাহিনী,
11/09/2024

স্বৈরাচার শেখ মুজিবের আত্মকাহিনী,

এই ভিডিওতে যেসব বইয়ের রেফারেন্স ব্যবহার করা হয়েছেঃ ১। জাসদের উত্থান পতন : অস্থির সময় এর রাজনীতি, ২। তাজউদ্দীন আহমদ...

25/08/2024

২০১৪, ২০১৮ এবং ২০২৪ ভোট চুরির নির্বাচনে সরাসরি জড়িত ছিলো এই আনসার বাহিনী।

ভোটচোরের সহযোগী, গনবিরোধী এই আনসার বাহিনীকে এখনই বিচারের আওতায় আনা উচিত।
দাবীদাওয়া তো বহুত পরের বিষয়!

25/08/2024

অনেকেই হয়তো জানেন না যে, দেশের বিভিন্ন নির্বাচনের সময় রাজনৈতিক অনেক মানুষকে আনসারের পোশাক দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে সে পোশাকগুলো প্রশাসন আদোও সংগ্রহ করেছে কিনা এটি একটু খতিয়ে দেখবেন। দেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আনসার বাহিনী তাদের দাবি নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে বিষয়টি খতিয়ে দেখা হোক যে তারা আদোও আনসার বাহিনী কিনা!!

25/08/2024

জন্মের পর থেকে আনসার বাহিনীর কোনো কাজ করতে দেখি নাই । আপনারা দেখেছেন ? বেতন বোনাস দিয়ে অযথা দেশের টাকা নষ্টের কারণ দেখি না। এই বিরাট জনশক্তি বসে বসে নষ্ট না করে , তাদের কে বিদেশ পাঠান, দেশের জন্য কিছু কাজের কাজ করুক । কি বলেন ?

25/08/2024

আনসার বিলুপ্ত করা হোক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abra's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share