দাদা ভাই

  • Home
  • দাদা ভাই

দাদা ভাই Assalamu Alaikum

ছাত্রদল, যুবদলের সহ-সভাপতিরা ক্ষে'"পে গেছে, দ্রুত পোস্ট ডিলেট করেন নাহলে সমস্যা হবে 🥹🥲🤧
12/07/2025

ছাত্রদল, যুবদলের সহ-সভাপতিরা ক্ষে'"পে গেছে, দ্রুত পোস্ট ডিলেট করেন নাহলে সমস্যা হবে 🥹🥲🤧

চিনেন এটা কি?এটাই সেই Murd*erw*eapon.যা দিয়ে মানুষ কে ভর্তা করা হইছে 🙂
12/07/2025

চিনেন এটা কি?
এটাই সেই Murd*erw*eapon.
যা দিয়ে মানুষ কে ভর্তা করা হইছে 🙂

ঘটনার মধ্যে একটু ঝাকি চলে আসলো তবে কি চাদা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ নাকি এক দল চাদার পক্ষে অন্য দল বিপক্ষে এই ইসু সামনে রেখে...
11/07/2025

ঘটনার মধ্যে একটু ঝাকি চলে আসলো
তবে কি চাদা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ নাকি এক দল চাদার পক্ষে অন্য দল বিপক্ষে এই ইসু সামনে রেখে এই হ*/ত্যা কমান্ড??
বিস্তারিত কমেন্ট 🤗

11/07/2025

শুরু হয়ে গেছে।
এবার বহিষ্কারের নাটক করে সন্ত্রাসী দের বানানো সব পথ বন্ধ হবে ইংশা আল্লাহ।
এদের বাসি সহ এর সাথে সম্পর্ক রাখা দল ও দলের সকল নেতা কর্মী দের সিল লাগায় দেয়ার সময় চলে এসেছে।
শুধু এক স্বৈরাচার জয়বাংলা হবে কেন, এদের সাথে নিয়েই হোক।

আমার বন্ধু শুভ বিকালে বলছেন আমি কেন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে প্রতিক্রিয়া জানাই না। এরকম ঘটনা যদি আমার পরিবারের কা...
11/07/2025

আমার বন্ধু শুভ বিকালে বলছেন আমি কেন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে প্রতিক্রিয়া জানাই না। এরকম ঘটনা যদি আমার পরিবারের কারো সঙ্গে ঘটতো তবুও নীরব থাকতাম?

প্রথমেই বলি আজকের ভাইরাল পৈশাচিক ঘটনায় খারাপ লেগেছে তবে ততোটাও নয় যতোটা প্রতিক্রিয়া দেশের বাইরে থাকা আমার বন্ধুরা বা ছোট ভাইয়েরা দেখাচ্ছে। কারন হিসেবে বলবো আপনি হঠাৎ হঠাৎ যখন দুএকটা পশু জবাই করতে দেখবেন আপনার ফিলিংস আর নিয়মিত জবাই দেওয়া কশাইয়ের দোকানের কর্মচারী ছেলেটার ফিলিংস একরকম হবে না। আশাকরি বুঝতে পেরেছেন।

আরো একটু ডিপলি বোঝাই- আজকের ভাইরাল ঘটনাটিকে পাশে রেখে আমি দুসপ্তাহ আগে ঘটে যাওয়া একটা জাহেলিয়া যুগের ঘটনাকে কোড করছি। ঘটনাটি ঘটেছে ভোলা জেলায় এবং প্রেক্ষাপট সেই একই চাঁদা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন ভুক্তভোগীকে ধরে নিয়ে আটকে রেখে তার স্ত্রীর কাছে ফোন দেওয়া হয়। লোকটির স্ত্রী দ্রুত কিছু টাকা কালেক্ট করে ছুটে যান স্বামীকে ছাড়িয়ে আনতে।‌ টাকা পেয়ে লোকটাকে ছাড়ার পরিবর্তে ওই ভদ্রমহিলাকে অন্য একটি ঘরে আটতে রেখে দফায় দফায় ধ'র্ষ'ণ করে নরপিশাচেরা।

এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি ভুক্তভোগী হতে চাইলে কোনটার শিকার হতে চাইবেন? প্রথমটা নাকি দ্বিতীয়টা? আজকের ঘটনাটা দুদিন আগের - ভিডিও ভাইরাল না হলে আপনি এটার ভয়াবহতা সম্পর্কে কিছুই জানতেন না। পত্রিকায় নিউজ দেখতেন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। ঝটপট পড়ে পাতা উল্টাইতেন কোন প্রতিক্রিয়া আসতো না। বিস্বাস হচ্ছে না? যেকোন একটা পত্রিকা ওপেন করুন এবং অপরাধ কলামটি খুলুন। এরকম ঘটনা কি পরিমান ঘটছে প্রমাণ পেয়ে যাবেন।

আমি আবারও বলছি আজকের ভিডিও দেখে আমার খুব বেশি খারাপ লাগেনি। বরং আমি ভীত প্রথম ঘটনাটি নিয়ে যেটা খুব একটা প্রচার প্রচারণা হয়নি, কারন ওটার কোন ফুটেজ নেই। আমি ভুক্তভোগী হলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আমাকে যেন দ্বিতীয়টা দেওয়া হয়। এ দেহে প্রান থাকতে কখনোই চাইবো না আমার জীবন বাঁচাতে গিয়ে আমার প্রাণপ্রিয় স্ত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের হতে হোক।

শেষ লাইনে লিখবো অনেকেই বলে অপপ্রচার - আমি বলি ক্ষুদ্র প্রচার। বাস্তবতা হলো এদেশে যতোটা অপরাধ সংঘটিত হচ্ছে তার মধ্যে খুব কম সংখ্যকই প্রকাশিত হচ্ছে।

মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানাবো আজকের এই ভুক্তভোগী ব্যবসায়ী ভাইয়ের পরিবার শুকরিয়া আদায় করে এবং মৃত স্বামীর জন্য গর্বিত হয়। কারন সে বীরের মতো জীবন দিয়েছে- অন্যায়ের কাছে মাথানত করেনি, বা নিজের জীবনের বিনিময়ে পরিবারকে সঙ্ঘবদ্ধ ধ'র্ষ'ণের মুখে ঠেলে দেননি।
R Akash

মা করে প/র/কীয়া আর প্রাণ গেলো মেয়ের কারণ,,,ময়নার বাবা বিদেশ থাকায় মা প/র/কী/য়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে ...
10/07/2025

মা করে প/র/কীয়া আর প্রাণ গেলো মেয়ের
কারণ,,,ময়নার বাবা বিদেশ থাকায় মা প/র/কী/য়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উ/ল/ঙ্গ অবস্থায় অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান ময়না।

ময়না তাদের আ/কাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন। দেখা গেলো ময়না মরে না!তাই চাচা ময়নার ল/জ্জা/স্হা/নের ভিতরে রড ঢুকিয়ে দেন তখন ময়না মুহূর্তে মৃ/ত্যু বরণ করেন😭

তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লা/শ রেখে আসেন।মসজিদের ছাঁদে লা/শ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃ/ত্যুর সংবাদ পেয়ে। বাবা সংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন,আমার মেয়ে কোন একটা বিষয় জেনে গেছে,যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো।এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হ/ত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করেছেন।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম।
এমন নিষ্ঠুর মা যেন কারো না হয়।

অবশ্যই দুনিয়ার সব বাবা-মা ভালো কিন্তু কিছু কিছু তো অবশ্যই আছে যারা বাবা-মা হবার যোগ্যতা রাখেই না।
#মর্মান্তিক

জীবনে কি করলাম আজকে এগুলিও দেখা লাগে../🤣 অরজিনাল পিক কমেন্টে../👇
09/07/2025

জীবনে কি করলাম আজকে এগুলিও দেখা লাগে../🤣 অরজিনাল পিক কমেন্টে../👇

কেউ নিচে তাকাবি না🙄🤣( আসল ছবি কমেন্টে ) 🤣
09/07/2025

কেউ নিচে তাকাবি না🙄🤣( আসল ছবি কমেন্টে ) 🤣


Address


Telephone

+8801719429296

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাদা ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share