Hazrat. Vlogs

  • Home
  • Hazrat. Vlogs

Hazrat. Vlogs

�,,,,,প্রিয়!! �
��-!!তোমাকে!! মেনে!!নিতে!!নয়,,,,�
�—মানিয়ে!! নিতে!!চাই!!—�
��–তোমার!!মতো!! অন্য!!কাউকে!!না–�
��– শুধু!! তোমাকে!!চাই!!–� ��

01/02/2025



�,,,,,প্রিয়!! �
��-!!তোমাকে!! মেনে!!নিতে!!নয়,,,,�
�—মানিয়ে!! নিতে!!চাই!!—�
��–তোমার!!মতো!! অন্য!!কাউকে!!না–�
��– শুধু!! তোমাকে!!চাই!!–� ��

31/01/2025

রিজিকের মালিক কে

02/03/2024
27/01/2024

আজ যদি Online থেকে
Offline এ হারিয়ে যাই আমি,
কাল হয়তো আমাকে কেউ আর খুঁজবে না।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে।

শহর তোকে আশকারা দেয় খুব
তাইতো ওমন মিথ্যে করিস জেদ
একটাই তো দাম্পত্য কথা
তার ভিতরেও প্রচুর বিচ্ছেদ।

তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি, অহংকারী।

আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।

এতো বেশি ভালোবেসেও
জানি নেই অধিকার,
তুমি বুকের কাছে রেখেছো
অভিমানের কাঁটাতার।

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে।

যদি আমি আর না থাকি
নাম ধরে না ডাকি,
করবি কি তুই তখন?
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।

শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও,
হাতটা ধরে বসবো নদীর তীরে
রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে।

হারিয়ে ফেলা খুব সোজা
জড়িয়ে ফেলা নয়,
মানুষগুলো স্মৃতিতে পোড়ে
একাকীত্বে নয়।

যাকে ভালোবাসো
তাকে বেঁচে থাকতেই সুখ দিও,
কারন তাজমহল সারা পৃথিবী দেখলেও
মমতাজ দেখে নি।

যদি কমে যায় ভালোবাসা
আর বাড়ে দূরত্ব,
বুঝে নিও প্রয়োজনের বেশি
তুমি দিয়েছিলে গুরুত্ব।

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা, সে জন সোনা চেনে না।

জ্বলে নিভে জোনাকী
দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি
কেমনে থাকি ভালো।

থাকলে কাছে কে আর বোঝে
কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে।

যে ঠকায় সে হয়তো চালাক
কিন্তু যে ঠকে সে বোকা নয়,
সে বিশ্বাসী।

তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।

তুমি বদলে গেলেও
আমি ছেড়ে আসবো না,
আমি সেই আমিই আছি
কেন তা বিশ্বাস করোনা।

যে কলমের ঢাকনা হারিয়েছে
শক্ত করে আঁকড়ে ধরো তাকে,
সে কখনো তোমার ছিলোনা
আজও আপন ভাবো যাকে।

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো,
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো,
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো।

ছায়ার কাছে ঋণ বেড়ে যায়
যখন ফুরিয়ে আসে আলো,
পেয়ে হারিয়ে ফেলার চাইতে
একাই থাকা ভালো।

তুমি আসবে বলে
আজও চোখ দুটো তোমায় খোঁজে,
দুই প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেনের লাইন
আর আমি দাঁড়িয়ে ওভারব্রিজে।

সম্পর্ক যখন নতুন হয়
মানুষ তখন অজুহাত

27/01/2024

জান গো আর রাগ করে থেকোনা ..😡😡😡

𝙇𝙞𝙛𝙚 𝙞𝙨 𝘽𝙚𝙖𝙪𝙩𝙞𝙛𝙪𝙡 𝙬𝙝𝙚𝙣 𝙔𝙤𝙪 𝘼𝙧𝙚 𝙍𝙞𝙜𝙝𝙩 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣:)🐰🍒 জীবন সুন্দর যদি তুমি সঠিক মানুষ এর সাথে থাকো:)💚🌺
21/01/2024

𝙇𝙞𝙛𝙚 𝙞𝙨 𝘽𝙚𝙖𝙪𝙩𝙞𝙛𝙪𝙡 𝙬𝙝𝙚𝙣 𝙔𝙤𝙪 𝘼𝙧𝙚 𝙍𝙞𝙜𝙝𝙩 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣:)🐰🍒 জীবন সুন্দর যদি তুমি সঠিক মানুষ এর সাথে থাকো:)💚🌺

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat. Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share