Rafia Mafuz Model High School

  • Home
  • Rafia Mafuz Model High School

Rafia Mafuz Model High School This is a secondary school established in a remote rural area.
(1)

এই বিদ্যালয়টি একটি প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে আর কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা ৫/৬ টি গ্রামের ছেলেমেয়ের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি উচ্চ শিক্ষার পথ সুগম করাই এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ। It was established so that the backward community of the village can easily receive secondary education and their path to higher education becomes smooth. A

young dreamer teacher Shafiullah Suman has established this school and is working tirelessly to establish it well.

Congratulations (কন-গ্র্যাচু-লে-শনস) – অভিনন্দনCongrats (কন-গ্র্যাটস) – অভিনন্দনWell done (ওয়েল ডান) – খুব ভালো করেছGoo...
02/12/2025

Congratulations (কন-গ্র্যাচু-লে-শনস) – অভিনন্দন
Congrats (কন-গ্র্যাটস) – অভিনন্দন
Well done (ওয়েল ডান) – খুব ভালো করেছ
Good job (গুড জব) – দারুণ কাজ
Bravo (ব্রা-ভো) – বাহবা
Best wishes (বেস্ট উইশেজ) – শুভকামনা
Felicitations (ফে-লি-সি-টে-শনস) – শুভেচ্ছা
Great work (গ্রেট ওয়ার্ক) – চমৎকার কাজ
Awesome (অসাম) – অসাধারণ
Impressive (ইম-প্রে-সিভ) – প্রশংসনীয়
Remarkable (রি-মার্ক-অ্যাবল) – লক্ষণীয়
Hat’s off (হ্যাটস অফ) – স্যালুট
You nailed it (ইউ নেল্ড ইট) – নিখুঁতভাবে করেছ
You made it (ইউ মেড ইট) – তুমি পেরেছ
Excellent (এক-সেল-লেন্ট) – দারুণ
Amazing (অ্যামেজিং) – অবিশ্বাস্য
Kudos (কিউ-ডোস) – বাহবা
Many thanks (মেনি থ্যাংকস) – অনেক ধন্যবাদ
Cheers! (চিয়ার্স) – শুভেচ্ছা
Good going (গুড গোয়িং) – ভালো এগোচ্ছ
Well played (ওয়েল প্লেড) – ভালো খেলেছ
Splendid (স্প্লেন-ডিড) – দারুণ
Superb (সু-পার্ব) – চমৎকার
Champion (চ্যাম্পিয়ন) – বিজয়ী
You deserve it (ইউ ডিজার্ভ ইট) – তুমি এর যোগ্য
Perfect (পার-ফেক্ট) – নিখুঁত
Marvelous (মার্ভেলাস) – অসাধারণ
Proud of you (প্রাউড অফ ইউ) – তোমার ওপর গর্ব
Blessings (ব্লেসিংস) – আশীর্বাদ
Glorious (গ্লো-রি-আস) – গৌরবময়
Outstanding (আউট-স্ট্যান্ডিং) – অনন্য
Spot on (স্পট অন) – একদম ঠিক
Top class (টপ ক্লাস) – সেরা মানের
High five (হাই ফাইভ) – অভিনন্দন
Superstar (সুপারস্টার) – তারকা
Way to go (ওয়ে টু গো) – এগিয়ে যাও
Great effort (গ্রেট এফর্ট) – ভালো চেষ্টা
You rock (ইউ রক) – তুমি দারুণ
Good luck (গুড লাক) – শুভকামনা
Immaculate (ইম্যাকি-লেট) – নিখুঁত
Magnificent (ম্যাগ-নি-ফি-সেন্ট) – মহিমান্বিত
Brilliant (ব্রি-লিয়ান্ট) – উজ্জ্বল
Uplifting (আপ-লিফ-টিং) – অনুপ্রেরণাদায়ক
Respect (রি-স্পেক্ট) – সম্মান
Admire (অ্যাড-মায়ার) – প্রশংসা করা
Honour (অনর) – সম্মাননা
Triumph (ট্রাই-আম্ফ) – বিজয়
Victory (ভিক-টরি) – বিজয়
Salute (স্যা-লুট) – সালাম
Applause (অ্যাপ-লজ) – করতালি

★আজ ২ ডিসেম্বর! আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা!১৮০৪ - নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।১৮১৫ - নেপালের রাজা ও ব্রিটিশদ...
02/12/2025

★আজ ২ ডিসেম্বর! আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা!

১৮০৪ - নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮১৫ - নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ - স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৮৫২ - তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
১৮৫৬ - ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৯ - আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪২ - স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।
১৯৪২ - শিকাগোতো বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলক ভাবে শুরু হয়,
১৯৪৬ - ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
১৯৪৭ - ফিদেল কাস্ত্রো ঘোষণা দেন তিনি মার্কসিস্ট-লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজতন্ত্র।
১৯৪৮ - ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
১৯৫৪ - এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ - কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ - পাক বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।
১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৫ - বিকালে চেয়ারম্যান মাও সেতুং সফররত মার্কিন প্রেসিডেন্ট কেরালড রুডোলফ ফোর্ড, তার স্ত্রী বেটি ফোর্ড এবং তার সফরসংগীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৭৮ - রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দফতর স্থাপিত হয়।
১৯৮২ - ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।
১৯৮৪ - ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৮৯ - বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯০ - একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৫ - লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ - মার্কিন ইন্টার কোম্পানি শক্তিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন।
১৯৯৭ - পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত

02/12/2025

শুভ সকাল!🌸
​ইংরেজি: ২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
​বাংলা: ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ।
​আরবি (হিজরি): ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি।

01/12/2025

এডমিশন -২০২৬

★আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা!৬৩১ - হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।১৪২০ - ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্য...
01/12/2025

★আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা!

৬৩১ - হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।
১৪২০ - ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।
১৬২৬ - জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৬৪০ - স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
১৭৬৮ - দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।
১৮২১ - স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৪ - কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
১৮৩৫ - হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।
১৮৫২ - নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।
১৯১৮ - সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯১৯ - প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহণ করেন।
১৯২০ - পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৪৮ - ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করেছিলো।
১৯৫৮ - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৮ - আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
১৯৫৯ - অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
১৯৬৩ - নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।
১৯৬৪ - মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশ সমুহ জাতিসংঘের সদস্যপদ পায়।
১৯৬৭ - রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
১৯৭১ - ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।
১৯৭৬ - এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।
১৯৮০ - বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৮১ - এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
১৯৮৮ - বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।
১৯৯০ - কর্মীরা বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরও চার বছর সময়ের প্রয়োজন ছিলো।
১৯৯৮ - তুরষ্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।
২০০২ - বাংলাদেশের গাইবান্ধায় জাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।

★প্রশ্ন করতে এই বাক্যগুলো প্রয়োজন! তুমি কি সেখানে? - Are you there?তুমি কি নিশ্চিত? - Are you certain?তুমি কি বিরক্ত? - ...
01/12/2025

★প্রশ্ন করতে এই বাক্যগুলো প্রয়োজন!

তুমি কি সেখানে? - Are you there?
তুমি কি নিশ্চিত? - Are you certain?
তুমি কি বিরক্ত? - Are you annoyed?
তুমি কি ঠিক আছো? - Are you okay?
তুমি কি সিরিয়াস? - Are you serious?
তুমি কি শুনছো? - Are you listening?
তুমি কি বিরক্ত হচ্ছো? - Are you bored?
তুমি কি আগ্রহী? - Are you interested?
তুমি কি ইতিবাচক? - Are you positive?
তুমি কি মজা করছো? - Are you joking?
তুমি কি পরে ব্যস্ত? - Are you busy later?
তুমি কি ভালো আছো? - Are you alright?
তুমি কি প্রেমে পড়েছো? - Are you in love?
তুমি কি এখন অবসর? - Are you free now?
তুমি কি স্বপ্ন দেখছো? - Are you dreaming?
তুমি কি উচ্চস্বরে কথা বলো? - Are you loud?
তুমি কি অপেক্ষা করছো? - Are you waiting?
তুমি কি উপলব্ধ আছো? - Are you available?
তুমি কি মন খারাপ করেছো? - Are you upset?
তুমি কি একা যাচ্ছো? - Are you going alone?
তুমি কি এটাতে ক্লান্ত? - Are you tired of this?
তুমি কি শীঘ্রই যাচ্ছো? - Are you leaving soon?
তোমার কি ভালো লাগছে? - Are you having fun?
তুমি কি এখানে থাকছো? - Are you staying here?
তোমার কি খাওয়া শেষ? - Are you finished eating?
তুমি কি নিশ্চিত? - Are you sure?
তুমি কি একজন ভক্ত? - Are you a fan?
তুমি কি পথ হারিয়েছো? - Are you lost?
তোমার কি দেরি হয়েছে? - Are you late?
তোমার কি গরম লাগছে? - Are you hot?
তুমি কি জেগে আছো? - Are you awake?
তোমার কি ঠান্ডা লাগছে? - Are you cold?
তোমার কি ঘুম পাচ্ছে? - Are you sleepy?
তুমি কি খুঁজে পেয়েছো? - Are you found?
তুমি কি একজন নার্স? - Are you a nurse?
তুমি কি একজন রাঁধুনি? - Are you a cook?
তুমি কি এখানে নতুন? - Are you new here?
তুমি কি ঘুরতে এসেছো? - Are you visiting?
তুমি কি একজন চালক? - Are you a driver?
তুমি কি একজন ছাত্র? - Are you a student?
তুমি কি একজন গায়ক? - Are you a singer?
তুমি কি একজন লেখক? - Are you a writer?
তুমি কি একজন ডাক্তার? - Are you a doctor?
তুমি কি একজন শিক্ষক? - Are you a teacher?
তুমি কি একজন নৃত্যশিল্পী? - Are you a dancer?
তুমি কি একজন খেলোয়াড়? - Are you a player?
তুমি কি সময় মতো এসেছো? - Are you on time?

★ আবহাওয়া সম্পর্কিত ভোকাবুলারি!⭕ Fog (ফগ) - কুয়াশা⭕ Climate (ক্লাইমেট) - জলবায়ু ⭕ Pollution (পলিউশন) - দূষণ⭕ Disaster (ড...
01/12/2025

★ আবহাওয়া সম্পর্কিত ভোকাবুলারি!

⭕ Fog (ফগ) - কুয়াশা
⭕ Climate (ক্লাইমেট) - জলবায়ু
⭕ Pollution (পলিউশন) - দূষণ
⭕ Disaster (ডিজাস্টার) - দুর্যোগ
⭕ Desert (ডেজার্ট) - মরুভূমি
⭕ Strom (স্ট্রম) - ঝড়
⭕ Sunshine (সানশাইন) - রৌদ্র
⭕ Earthquake (আর্থকুয়েক) - ভূমিকম্প
⭕ Breeze (ব্রীয) - মৃদুমন্দ বাতাস
⭕ Atmosphere (এটমসফিয়ার) - বায়ুমন্ডল
⭕ Dust (ডাস্ট) - ধুলিকনা
⭕ Humidity (হিউমিডিটি) - শৈত্য
⭕ Surface (সারফেস) - পৃষ্ঠতল
⭕ Frontier (ফ্রন্টিয়ার) - সীমান্ত
⭕ Horizon (হরাইযন) - দ্বিগন্ত
⭕ Snow (স্নৌ) - তুষার
⭕ Environment (এনভায়রনমেন্ট) - পরিবেশ
⭕ Global warming (গ্লোবাল ওয়ার্মিং) - বৈশ্বিক উষ্ণতা
⭕ Deforestation (ডিফরেস্ট্রেশন) - অরণ্যবিনাশ

01/12/2025

★Daily use sentence!

আমি দেখছি। – I see. (আই সি)
​আমি ছেড়ে দিলাম। – I quit. (আই কুইট)
​ছেড়ে দাও। – Let go. (লেট গো)
​আমিও। – Me too. (মি টু)
​হে ঈশ্বর! – My god! (মাই গড)
​অসম্ভব! – No way! (নো ওয়ে)
​এসো। – Come on. (কাম অন)
​থামো। – Hold on. (হোল্ড অন)
​আমি রাজি। – I agree. (আই এগ্রি)
​মন্দ না। – Not bad. (নট ব্যাড)
​এখনো না। – Not yet. (নট ইয়েট)
​দেখা হবে। – See you. (সি ইউ)
​চুপ করো! – Shut up! (শাট আপ)
​বিদায়। – So long. (সো লং)
​কেন নয়? – Why not? (হোয়াই নট)
​অনুমতি দিন। – Allow me. (অ্যালাও মি)
​চুপ থাকো! – Be quiet! (বি কোয়াইট)
​আনন্দিত হও! – Cheer up! (চিয়ার আপ)
​ভালো কাজ! – Good job! (গুড জব)
​মজা করো! – Have fun! (হ্যাভ ফান)
​কত দাম? – How much? (হাউ মাচ)
​এখানে আসো। – Come here. (কাম হিয়ার)
​ওখানে যাও। – Go there. (গো দের)
​বসো। – Sit down. (সিট ডাউন)
​দাঁড়াও। – Stand up. (স্ট্যান্ড আপ)
​শান্ত হও। – Calm down. (ক্যাম ডাউন)
​দ্রুত করো। – Hurry up! (হারি আপ)
​মনোযোগ দিয়ে শুনো। – Listen carefully. (লিসেন কেয়ারফুলি)
​আবার চেষ্টা করো। – Try again. (ট্রাই অ্যাগেইন)
​চিন্তা করো না। – Don’t worry. (ডোন্ট ওর্রি)
​ভেতরে আসো। – Come in. (কাম ইন)
​ফিরে যাও। – Go back. (গো ব্যাক)
​মনোযোগ দাও। – Pay attention. (পে এটেনশন)
​যত্ন নাও। – Take care. (টেক কেয়ার)
​এটা দেখো। – Check this. (চেক দিস)
​পাশের দিকে সরো। – Move aside. (মুভ অ্যাসাইড)
​সোজা যাও। – Go straight. (গো স্ট্রেইট)
​বাম দিকে মোড় নাও। – Turn left. (টার্ন লেফট)
​ডান দিকে মোড় নাও। – Turn right. (টার্ন রাইট)
​আমাকে কল করো। – Call me. (কল মি)
​আমাকে মেসেজ করো। – Text me. (টেক্সট মি)
​এখানে অপেক্ষা করো। – Wait here. (ওয়েইট হিয়ার)
​দ্রুত আসো। – Come quickly. (কাম কুইকলি)
​নড়ো না। – Don’t move. (ডোন্ট মুভ)
​সাবধান হও। – Be careful. (বি কেয়ারফুল)
​এখানে বসো। – Sit here. (সিট হিয়ার)
​বাইরে যাও। – Go out. (গো আউট)
​চারপাশ দেখো। – Look around. (লুক অ্যারাউন্ড)
​আমাকে দাও। – Give me. (গিভ মি)
​আমাকে দেখাও। – Show me. (শো মি)
​এটা নিয়ে আসো। – Bring it. (ব্রিং ইট)
​এটা নাও। – Take it. (টেক ইট)
​এটা ছেড়ে দাও। – Leave it. (লিভ ইট)

01/12/2025

শুভ সকাল!🌸
​ইংরেজি: ১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
​বাংলা: ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ।
​আরবি (হিজরি): ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি।

30/11/2025

★ "রং (Colours)” সম্পর্কিত শব্দার্থ ১০০টি!

🎨 Colour (কালার) – রং
⚪ White (হোয়াইট) – সাদা
⚫ Black (ব্ল্যাক) –?
🔴 Red (রেড) – লাল
🔵 Blue (ব্লু) – নীল
🟢 Green (গ্রিন) – সবুজ
🟡 Yellow (ইয়েলো) – হলুদ
🟠 Orange (অরেঞ্জ) – কমলা
🟣 Purple (পার্পল) – বেগুনি
🟤 Brown (ব্রাউন) – বাদামি
🔘 Grey (গ্রে) – ধূসর
💗 Pink (পিংক) – গোলাপি
🌸 Magenta (ম্যাজেন্টা) – গাঢ় গোলাপি
💛 Gold (গোল্ড) – সোনালি
🤍 Silver (সিলভার) – রুপালি
💙 Sky Blue (স্কাই ব্লু) – আকাশি
💚 Lime (লাইম) – হালকা সবুজ
💜 Violet (ভায়োলেট) – বেগুনি-নীল
❤️‍🔥 Maroon (মারুন) – গাঢ় লাল
🌰 Chocolate (চকোলেট) – চকলেট রং
🌾 Beige (বেইজ) – মাটিরঙা
🪶 Ivory (আইভরি) – হাতির দাঁতের রং
☁️ Off-white (অফ-হোয়াইট) – ধবধবে সাদা
🌑 Jet Black (জেট ব্ল্যাক) – গভীর কালো
🌋 Crimson (ক্রিমসন) – রক্তলাল
🔥 Scarlet (স্কারলেট) – উজ্জ্বল লাল
🍊 Amber (অ্যাম্বার) – হালকা কমলা
💠 Turquoise (টারকয়েজ) – ফিরোজা
🌿 Olive (অলিভ) – জলপাই রং
🌅 Peach (পিচ) – পিচ রং
🐚 Pearl (পার্ল) – ঝিনুক রং
🫐 Navy Blue (নেভি ব্লু) – গাঢ় নীল
🐦 Teal (টিল) – নীল-সবুজ
🌫️ Ash (অ্যাশ) – ছাই রং
🌾 Khaki (খাকি) – ফ্যাকাশে বাদামি
🌻 Mustard (মাস্টার্ড) – সরিষা রং
💎 Ruby (রুবি) – লাল রত্ন রং
💎 Sapphire (স্যাফায়ার) – নীল রত্ন রং
💎 Emerald (এমেরাল্ড) – পান্না সবুজ
💎 Topaz (টোপাজ) – হালকা বাদামি-হলুদ
🍂 Rust (রাস্ট) – মরিচা রং
🐫 Tan (ট্যান) – ফ্যাকাশে বাদামি
🌸 Rose (রোজ) – গোলাপি
🏜️ Sand (স্যাণ্ড) – বালুরঙা
🍃 Mint (মিন্ট) – হালকা পাতার সবুজ
🟪 Lavender (ল্যাভেন্ডার) – হালকা বেগুনি
🌊 Aqua (অ্যাকুয়া) – পানির নীল
🧊 Ice Blue (আইস ব্লু) – বরফ নীল
💫 Neon (নিয়ন) – উজ্জ্বল রং

30/11/2025

★জানা প্রয়োজন!

➲ আপাতত। - For now. (ফর নাও)
➲ চলো দেখা করি। - Let's meet. (লেটস মিট)
➲ আমি ভুলে গেছি। - I forgot it. (আই ফরগট ইট)
➲ শীঘ্রই আবার দেখা হবে। - See you soon. (সি ইউ সুন)
➲ কিভাবে? - How come? (হাউ কাম?)
➲ করতে থাকো বা চালিয়ে যাও। - Keep going. (কিপ গোয়িং)
➲ চলে আসো। - Come on. (কাম অন)
➲ একটু একটু করে। - Little by Little. (লিটল বাই লিটল)
➲ আমি সেখানে ছিলাম। - I was there. (আই ওয়াজ দেয়ার)
➲ কয়টা বাজে। - What time is it. (হোয়াট টাইম ইজ ইট)
➲ ধূমপান করো না। - Don't smoke. (ডোন্ট স্মোক)
➲ খাবার আনুন। - Bring up food. (ব্রিং আপ ফুড)
➲ ভিতরে আসো। - Come in. (কাম ইন)
➲ ধূমপান নিষেধ। - No smoking. (নো স্মোকিং)
➲ এটা ঠিক না। - That's not right. (দ্যাটস নট রাইট)
➲ ফ্যানটি চালু কর। - Turn on the fan. (টার্ন অন দ্য ফ্যান)
➲ আর কিছু। - Anything else. (এনিথিং এলস)
➲ এক্ষুনি না। - Not right now. (নট রাইট নাও)
➲ বুঝেছি। - Got it. (গট ইট)
➲ কখন ঘটেছে? - When happened? (হোয়েন হ্যাপেন্ড?)
➲ তোমার এটা ছিল। - You had this. (ইউ হ্যাড দিস)
➲ ফ্যানটি বন্ধ কর। - Turn off the fan. (টার্ন অফ দ্য ফ্যান)
➲ সে কোথায়? - Where is she? (হয়্যার ইজ শি?)
➲ যে কোন খাবার নিয়ে এসো। - Bring any food. (ব্রিং এনি ফুড)
➲ দয়া করে বসুন। - Sit down please. (সিট ডাউন প্লিজ)
➲ কোনটা ভালো? - Which is better? (হুইচ ইজ বেটার?)
➲ তাদেরকে উৎসাহিত কর। - Encourage them. (এনকারেজ দেম)
➲ দাঁড়াও। - Stand up. (স্ট্যান্ড আপ)
➲ অল্প কিছু। - A few. (আ ফিউ)
➲ সে এখনো আসেনি। - He hasn't come yet. (হি হ্যাজেন্ট কাম ইয়েট)
➲ ভিতরে আসো। - Come in. (কাম ইন)
➲ কত টাকা? - How much money? (হাউ মাচ মানি?)
➲ উৎসাহিত করা। - Cheer up. (চিয়ার আপ)
➲ ভালো করেছ! - Well done! (ওয়েল ডান)
➲ ভিতরে আসো। - Come in. (কাম ইন)
➲ পৌঁছে ফোন দিও। - Call when you arrive. (কল হোয়েন ইউ এরাইভ)
➲ সাধ্যমত চেষ্টা কর। - Do your best. (ডু ইয়োর বেস্ট)

30/11/2025

⚠️ Oppression (অপ্রেশন) – জুলুম
💣 Torture (টরচার) – নির্যাতন
🚫 Abuse (অ্যাবিউজ) – অপব্যবহার
✊ Injustice (ইনজাস্টিস) – অবিচার
🔥 Brutality (ব্রুটালিটি) – নিষ্ঠুরতা
🔗 Bo***ge (বন্ডেজ) – দমন
😣 Harassment (হ্যারাসমেন্ট) – হয়রানি
🔨 Domination (ডমিনেশন) – দমন-পীড়ন
💥 Violence (ভায়োলেন্স) – সহিংসতা
🌪️ Cruelty (ক্রুয়েলটি) – নৃশংসতা
⛓️ Tyranny (টায়ারানি) – অত্যাচার
🩸 Persecution (পারসিকিউশন) – নিপীড়ন
🚷 Suppression (সাপ্রেশন) – দমন
🛑 Repression (রিপ্রেশন) – নির্যাতন
⚔️ Hostility (হস্টিলিটি) – শত্রুতা
💢 Assault (অ্যাসল্ট) – আক্রমণ
🔫 Attack (অ্যাটাক) – হামলা
⚡ Force (ফোর্স) – জোরজবরদস্তি
🧨 Explosion (এক্সপ্লোশন) – বিস্ফোরণমূলক হামলা
🔒 Captivity (ক্যাপটিভিটি) – বন্দীকরণ
💔 Misconduct (মিসকনডাক্ট) – অনাচার
🤐 Oppress (অপ্রেস) – অত্যাচার করা
⛔ Threat (থ্রেট) – হুমকি
😡 Abusive (অ্যাবিউসিভ) – গালি/অপমান
🏴‍☠️ Exploitation (এক্সপ্লয়টেশন) – শোষণ
🏚️ Deprivation (ডেপ্রাইভেশন) – বঞ্চনা
💣 Violent Act (ভায়োলেন্ট অ্যাক্ট) – সহিংস কাজ
💔 Torment (টরমেন্ট) – যন্ত্রণা দেওয়া
🕳️ Misrule (মিসরুল) – কুব্যবস্থা
💢 Outrage (আউটরেজ) – মারাত্মক অপমান
📛 Illegality (ইলিগ্যালিটি) – অবৈধতা
🪤 Trap (ট্র্যাপ) – ফাঁদ
💣 Detention (ডিটেনশন) – আটক
🩹 Beating (বিটিং) – প্রহার
🔪 Assassination (অ্যাসাসিনেশন) – হত্যাচেষ্টা
📌 Oppressive Act (অপ্রেসিভ অ্যাক্ট) – জুলুমমূলক কাজ
🛑 Violation (ভায়োলেশন) – লঙ্ঘন
🗡️ Abduction (অ্যাবডাকশন) – অপহরণ
🚔 Terror (টেরর) – আতঙ্ক তৈরি
💤 Neglect (নেগলেক্ট) – অবহেলা
💣 Intimidation (ইনটিমিডেশন) – ভয় দেখানো
🔒 Enslavement (এনস্লেভমেন্ট) – দাসত্বে আবদ্ধ করা
🛑 Harshness (হার্শনেস) – কঠোরতা
🪓 Penalty (পেনাল্টি) – শাস্তি
🚫 Ban (ব্যান) – নিষেধাজ্ঞা
💥 Conflict (কনফ্লিক্ট) – সংঘর্ষ
🔥 Assaultive (অ্যাসল্টিভ) – আক্রমণাত্মক
📛 Corruption (করাপশন) – দুর্নীতি/অবিচার
⚠️ Misuse (মিসইউজ) – অপব্যবহার
🧨 Chaos (কেওস) – বিশৃঙ্খলা

Address

Raghurampur, Goatala, Dhobaura

2410

Alerts

Be the first to know and let us send you an email when Rafia Mafuz Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafia Mafuz Model High School:

  • Want your business to be the top-listed Media Company?

Share