Eng.Emran Hossain Khan

Eng.Emran Hossain Khan ⚡(B.S.C in - EEE) 🎯 ....
Eng.

Emran Hossain Khan
Electrical & Electronic Engineering
Founder : Hallowtec Engineering
Member Of 'IDEB'
mail: [email protected]
7+ Years Experience In the Power Sector

Want a professional substation health report?Message now or WhatsApp: wa.me 01918-834521
06/11/2025

Want a professional substation health report?
Message now or WhatsApp: wa.me 01918-834521

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা'ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবে না। 💔
01/11/2025

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা'ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবে না। 💔

হায়রে দেশের টাইফয়েড ভ্যাকসিন !এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল  এফিকেসি ডেটা নাই, নিজে দেখুন, WHO নিজেও কিন্তু এক্সাক্টলি তাই ব...
27/10/2025

হায়রে দেশের টাইফয়েড ভ্যাকসিন !
এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল এফিকেসি ডেটা নাই, নিজে দেখুন, WHO নিজেও কিন্তু এক্সাক্টলি তাই বলছে !!!!দেশে ৫ কোটি শিশু-কিশোর কি টাইফয়েড টিকার ট্রায়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে?💔 কত বড় জালেম এরা। দয়া করে কেহ এই টিকা দেওয়াবেন না।

1 প্রশ্ন: VFD কী?উত্তর: VFD (Variable Frequency Drive) হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা মোটরের গতি (Speed) ও টর্ক (Torq...
27/10/2025

1 প্রশ্ন: VFD কী?
উত্তর: VFD (Variable Frequency Drive) হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা মোটরের গতি (Speed) ও টর্ক (Torque) নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, ইনপুট ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ পরিবর্তনের মাধ্যমে।

2 প্রশ্ন: VFD এর মূল কাজ কী?
উত্তর: মোটরের RPM নিয়ন্ত্রণ করা, এনার্জি সেভ করা, মোটরের স্টার্টিং কারেন্ট কমানো এবং সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি করা।

3 প্রশ্ন: VFD এর প্রধান অংশগুলো কী কী?
উত্তর:Rectifier (AC → DC) DC Link / DC Bus Inverter (DC Variable AC)
Control Circuit.
4 প্রশ্ন: VFD ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায়?
উত্তর:বিদ্যুৎ সাশ্রয় হয় মোটরের আয়ু বৃদ্ধি পায়
Soft Start ও Soft Stop সম্ভব Mechanical Stress কমে প্রক্রিয়া নিয়ন্ত্রণ (Process Control) উন্নত হয়
5 প্রশ্ন: VFD কীভাবে মোটরের স্পিড নিয়ন্ত্রণ করে?
উত্তর: মোটরের স্পিড নির্ভর করে ফ্রিকোয়েন্সির ওপর।
Speed = (120 x Frequency) / No. of Poles VFD ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে মোটরের স্পিড নিয়ন্ত্রণ করে।80
6 প্রশ্ন: কোন ধরণের মোটরের সাথে VFD ব্যবহার করা যায়?
উত্তর: সাধারণত Three-phase Induction Motor এর সাথে VFD ব্যবহার করা হয়।
7 প্রশ্ন: VFD ব্যবহারে কোন সমস্যা হতে পারে?
উত্তর: হারমোনিক সৃষ্টি কেবলের EMI/Noise সমস্যা
সঠিক Earthing না থাকলে ট্রিপ হতে পারে
মোটরের ইনসুলেশন ক্ষতি হতে পারে
8 প্রশ্ন: VFD-র মধ্যে কোন প্রটেকশন ফিচার থাকে?
উত্তর:
Overload Protection
Over Voltage / Under Voltage ProtSyste
Over Voltage / Under Voltage Protection
Over Current Protection
Ground Fault Protection
Over Temperature Protection.
9 প্রশ্ন: VFD এবং Soft Starter এর পার্থক্য কী?
উত্তর: Soft Starter শুধু স্টার্ট ও স্টপের সময় কারেন্ট কমায়। VFD মোট স্পিড কন্ট্রোল করে, এনার্জি সেভ করে, টর্ক ও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে।
10 প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে VFD বেশি ব্যবহার হয়?
উত্তর: Fan, Blower, Pump, Conveyor System
Compressor,HVAC System.

যুদ্ধে যাওয়া ঘোড়া 🔥কখনো বিয়েতে নাচে না 👉🏅
24/10/2025

যুদ্ধে যাওয়া ঘোড়া 🔥
কখনো বিয়েতে নাচে না 👉🏅

কথার ক্ষুধা ভাতে মিটলে মানুষ আর অপেক্ষা করতো না। 💔
23/10/2025

কথার ক্ষুধা ভাতে মিটলে মানুষ আর
অপেক্ষা করতো না। 💔

একটা কথা তিতা হলেও সত্যি কেহ কখনো কোণ প্রজেক্ট বেসিস  কাজ করবেন না প্রয়োজনে রিমোট জব করবেন! কারন কোন প্রজেক্ট আপনাকে ভেল...
22/10/2025

একটা কথা তিতা হলেও সত্যি কেহ কখনো কোণ প্রজেক্ট বেসিস কাজ করবেন না প্রয়োজনে রিমোট জব করবেন! কারন কোন প্রজেক্ট আপনাকে ভেলু দিতে পারবে না, ৬-৭ টা বছর প্রজেক্টে কাজ করেছি, না হয়েছে পদোন্নতি না হয়েছে প্রমোশন শুধু টাইম ওয়েস্ট হয়েছে, তবুও কিছু সৃতি বাদ দিতে পারি না 💔 স্যারদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

মিথ্যা ছড়িয়ে দেওয়া যায় প্রতিষ্ঠিত করা যায় না, সত্য লুকিয়ে রাখা যায় বিলুপ্ত করা যায় না।
20/10/2025

মিথ্যা ছড়িয়ে দেওয়া যায় প্রতিষ্ঠিত করা যায় না, সত্য লুকিয়ে রাখা যায় বিলুপ্ত করা যায় না।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ,বিমানবন্দরের যেই যায়গায় অ*গ্নিকাণ্ড ঘটেছে সেই কার্গো এলাকায় একজন প্রবাসী বাক্সবন্দি লা*শ এ...
18/10/2025

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ,বিমানবন্দরের যেই যায়গায় অ*গ্নিকাণ্ড ঘটেছে সেই কার্গো এলাকায় একজন প্রবাসী বাক্সবন্দি লা*শ এসেছিল।

পরিবার অপেক্ষা করছে তাদের প্রিয়জনের লা*শটা দাফন করবে বলে অথচ তারা এখন জানেন না সেই বাক্সবন্দি লা*শের কি অবস্থা!

ইয়া আল্লাহ, সহায় হোন।

Address

Barishal Sadar , Barishal
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng.Emran Hossain Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share