Hygee

Hygee One should be creating a warm atmosphere and enjoying the good things in life with good people...

29/06/2025

মায়ের ভালোবাসা ব্যাখ্যাতীত—
অন্তহীন, নিঃস্বার্থ, আর ত্যাগে পূর্ণ।
সব হারালেও তা টেকে,
এক অলৌকিক সৌন্দর্য-
যেন ঈশ্বর আপন হাতে ছুঁয়েছেন হৃদয়।

A Mother’s love is something
that no one can explain,
It is made of deep devotion
and of sacrifice and pain,

It is endless and unselfish
and enduring come what may
For nothing can destroy it
or take that love away . . .

It is patient and forgiving
when all others are forsaking,
And it never fails or falters
even though the heart is breaking . . .

It believes beyond believing
when the world around condemns,
And it glows with all the beauty
of the rarest, brightest gems . . .

It is far beyond defining,
it defies all explanation,
And it still remains a secret
like the mysteries of creation . . .

A many splendored miracle
man cannot understand
And another wondrous evidence
of God’s tender guiding hand.

23/06/2025

ইলশে গুঁড়ি
সত্যেন্দ্রনাথ দত্ত

ইলশে গুঁড়ি। ইলশে গুঁড়ি।
ইলিশ মাছের ডিম।
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম।
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি
রোদ্দুরে রিম ঝিম।

হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
ইলশে গুঁড়ির নাচ,
ইলশে গুঁড়ির নাচন দেখে
নাচছে ইলিশ মাছ।

কেউবা নাচে জলের তলায়
ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,
নদীতে ভাই জাল নিয়ে আয়,
পুকুরে ছিপগাছ।
উলসে ওঠে মনটা, দেখে
ইলশে গুঁড়ির নাচ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hygee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share