29/12/2023
- পড়ন্ত এই বিকেলে রক্তিম সূর্যের লাল আভা যেনো চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রকৃতি এক ভিন্ন রুপ ধারণ করেছে আজ । সূর্যের আলোয় চারপাশ টা যেনো লাল লাল লাগছে । আকাশে ও আজ ভিন্ন ভিন্ন রং এর মেঘ যেনো মন খুলে ভেসে বেড়াচ্ছে । ব্যস্ত এই শহরে সকলেই নিজের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে । মানুষের কোলাহল , চারিদিকে গাড়ির র্হন , কালো ধোঁয়া, সবকিছু মিলিয়ে পরিবেশ টা একটু ভিন্ন রকমের লাগছে । এ ব্যস্ত শহরে সবাই নিজের আপন গতিতে ছুটে বেড়াচ্ছে প্রকৃতির এই মনো মুগ্ধময় পরিবেশ উপভোগ করার সময় টুকু যেনো নেই তাদের । ছাদের এক কোণে দাঁড়িয়ে এই ব্যস্ত নগরীর কথা ভাবছে আর খুব মনোযোগ সহকারে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে নাপসিন ।
- তার এই মনোযোগ এর ব্যাঘাত ঘটিয়ে চিৎকার করে ডাকতে থাকে তার মা (নাজমা বেগম)।গত ২০মিনিট ধরে নাজমা বেগম গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে কিন্তু তার কোনো হেলদোল নেই যে নাজমা বেগম ডাকছে তাকে । পরিবেশ উপভোগ করতে এতোটাই ব্যস্ত ছিল যে নাজমা বেগম এর চিৎকার তার কান পর্যন্ত পৌঁছে নি । মাগরিব এর আযানের শব্দ কানে আসতেই তার ঘোর ভাঙ্গে । তাই এক মূহুর্ত দেরি না করে ছাদ ত্যাগ করে নাপসিন । তার ধারণা আযানের সময় ভুতেরা সব বেরিয়ে আসে তাদের আস্তানা থেকে আর নির্জন কোনো জায়গায় কাউকে একা দেখলে খপ করে খেয়ে নেয়। তাই তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে আসে। এতক্ষণে নাজমা বেগম এর চিৎকার বন্ধ হয়েছে আযানের ধ্বনি শুনতে পেয়ে।
বাসার সামনে পৌঁছাতেই দেখে নাজমা বেগম ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে ।
-(নাপসিন): ( কী হলো আম্মু এখানে এই অসময়ে এই ভাবে দাঁড়িয়ে আছে কেন। দাঁড়িয়ে আছে ঠিক আছে কিন্তু এইভাবে কেনো । তাও আবার হাতে ঝাড়ু নিয়ে। আজ কি পুরো বিল্ডিং ঝাড়ু দিবে নাকি। নাকি এই খানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু বিক্রি করবে। আরে ধ্যাত ( হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিয়ে ) এখানে ঝাড়ু বিক্রি করতে যাবে কেন পৃথিবীতে এতো এতো জায়গা থাকতে । আর করলেই কিনবে টা কে হি হি হি আর একটা কথা আম্মু কেনোই বা ঝাড়ু বিক্রি করতে যাবে।
আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভাব নেই ।তাহলে আম্মু এই ভাবে?????? । ( মনে মনে )
-(নাজমা বেগম) : নাপসিন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে এসব , তখনি নাজমা বেগম নিচ থেকে বলে ওঠে , কী হলো ওখানে দাঁড়িয়ে আছিস কেন নিচে নামবি না নাকি । নাকি ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি। তখনি নাপসিন এর ধ্যান ভাঙ্গে । আর বলে ওঠে।
(নাপসিন): নিচে নামতে নামতে ,আম্মু একটা কথা বলো , তুমি এইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেনো ? পুড়ো বিল্ডিং কী ঝাড়ু দেবে নাকি? নাকি ঝাড়ু বিক্রি করবে ? কই আমাকে বা আব্বুকে তো কিছু বল্লে না।
(নাজমা বেগম): নাপসিন এর এসব কথা শুনে নাজমা বেগম তেলেবেগুনে জ্বলে ওঠে । ( প্রথমত এই সন্ধ্যা বেলায় ছাদে গিয়ে বসে ছিল এত বার ডাকলাম শুনতে পেলো কী না কে জানে । তার সাথে আবার আমাকে এতো এতো প্রশ্ন করছে ) (মনে মনে)
তবেরে দারা হত্তছাড়ি। নাজমা বেগম এগোতেই নাপসিন পাশ টিকিয়ে দেই ভৌ দোড় । দৌড়ে এসেই একাবারে রুমে ঢুকে যায় । আর বড় বড় শ্বাস নিতে থাকে।
(নাপসিন): হাঁপাতে হাঁপাতে , দরজায় হেলান দিয়ে দাড়িয়ে যাক বাবা এই যাত্রায় বেঁচে গেলাম। নাপসিনের বুঝতে একটু ও বাকি রইলো না যে নাজমা বেগম কেনো এমন করলো । ভাগ্যিস আম্মুর কাছে ধরা দেইনি না হলে কী জানি কি অবস্থা হতো আমার আজকে।
🥀🥰
এই যা বাবা পরিচয় টাই তো দিতে ভুলে গেলাম । আমার নাম স্নেহা তাবাসসুম নাপসিন । পড়ালেখার কথা পড়েই জানতে পারবেন । আমার একটা ছোট ভাই ও আছে নাম স্নেহ । আমরা বাবা মার ২মাএ সন্তান ।
বাবা পরিচয় : নাম ফারুক আহমেদ। চাকরি । রিটায়ার্ড আর্মি অফিসার । আর বকি পরিচয় পরে পেয়ে যাবেন
Writtre : NS Nupur
#রক্তিম_সূর্যের_আভা
পর্ব:১ (সূচনা)
(🥰 আসসালামুয়ালাইকুম সবাইকে । আশা করি সবাই ভালো আছেন। গল্পের শুরু মাএ নিজের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যা পারি সেটা নিয়ে চেষ্টা করছি ভালো কিছু করার । আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ও ভালো কিছু করতে পারবো , আর আপনাদের ও ভালো কিছু দিতে পারবো )
তো সবাই লাইক, ফলো, এবং ভালো ভালো কমেন্ট,করে আমাকে উৎসাহিত করুন । কেউ খারাপ মন্তব্য করে আমার মনোবল ভেঙে দিবেন না। ধন্যবাদ