মাটির দেয়াল - Matir Deyal

  • Home
  • মাটির দেয়াল - Matir Deyal

মাটির দেয়াল - Matir Deyal মনের দেয়ালে আটকে থাকা না বলা কথা গুলো ? Matir Deyal -(মাটির দেয়াল) is Leading a art, design and photography community for creative people.

Our submission platform helps artists and creators turn their stories into must-read viral content.

23/11/2024

পবিত্র বন্ধন । তামিল ছবি বাংলা ডাবিং 2024 | Tamil Movie Bangla Dubbed,

যারা ডেসপারেটলি চাকরি খুঁজছেন তাদের উদ্দেশ্যে কিছু বিষয় .....জব / ভাইভা সমাচারঃ১.জব সার্কুলার যেদিন হয় ঠিক সেই দিন আবেদ...
01/10/2024

যারা ডেসপারেটলি চাকরি খুঁজছেন তাদের উদ্দেশ্যে কিছু বিষয় .....

জব / ভাইভা সমাচারঃ

১.জব সার্কুলার যেদিন হয় ঠিক সেই দিন আবেদন করুন।কারন একটা সার্কুলারের বিপরীতে মিনিমাম ৫০০ আবেদন করে।
২.অনলাইন আবেদনের পাশাপাশি সুযোগ থাকলে অফিসে গিয়ে এক কপি সিভি জমা দিয়ে আসুন।
৩.আপনাকে ইন্টারভিউ এর জন্য ফোন কল এর পর এস.এম.এস পাঠালে আপনি well received লিখে ফিটব্যাগ দিবেন।এসব কার্টেসি খুব কাজে দেয়। ইন্টারভিউ এর দিন দেখবেন এই ছোট কাজটির জন্য আপনাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে।
৪.ইন্টারভিউ এ ফোন কল পাওয়ার ক্ষেত্রে লোকেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কক্সবাজার থেকে ঢাকায় ইন্টারভিউ এর জন্য আবেদন করেন তাহলে আপনি ফোন কল পাবেন না।
৫.ইন্টারভিউ এর দিন কলম এবং সাথে পানি নিয়ে যাবেন।ইন্টারভিউ দিতে গিয়ে আপনি সাথে সাথে মানব সম্পদ কর্মকর্তার কাছে পানি খাওয়ার জন্য অনুরোধ করতে পারেন না।কারন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত এবং পিয়ন নাও থাকতে পারে।
৬.আমার অভিজ্ঞতায় দেখেছি ইচ্ছে থাকলেও সঠিক সময় ভাইভা শুরু করা সম্ভব হয় না।আধা ঘন্টা বা এক ঘন্টা দেরি হয়ে যায় বিভিন্ন কারনে।বাংলাদেশের টপ গ্রুপ অফ কোম্পানিতে ভাইভা দেওয়ার সুযোগ হয়েছিল, সেখানেও একই অবস্থা। সুতরাং টেক ইট ইজি।
৭.ভাইভা দিতে গিয়ে দেরিতে ভাইবা শুরু হওয়ার খারাপ এক্সপেরেশন দিবেন না।বা কোম্পানি সম্পর্কে অন্য ক্যান্ডিডেট এর কাছে দূর্নাম করবেন না।কারন দিন শেষে চাকরি আপনার প্রয়োজন। যাদের প্রয়োজন নেই বা নিজেকে যাচাই করতে এসেছে তাদের সাথে আপনার হিসাব মিলবে না।
৮.ভাইভা বোর্ডে সব জান্তা শমিপেষু বলে নিজের জাহির করার দরকার নাই।
৯.ভাইভার সময় - হতে পারে,চেষ্টা করবো,মনে হয়,সুযোগ দেন,এসব গরিব ভাষা ব্যবহার করবেন না।
১০.সিভিতে যা লিখেছেন তা যেন সঠিক হয় এবং সিভি থেকে কিছু জিজ্ঞেস করলে তা যেন বলতে পারেন সেটা নিশ্চিত করবেন।না বলতে পারলে লিখার দরকার নাই।ইংরেজিতে একটা প্রবাদ আছে এমন যেন না হয়।Water water everywhere not a drop to drink.
১১.কোম্পানি সম্পর্কে জেনে যাবেন।কোম্পানির কোন একটা নিদিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন।এমন কোন কথা বলবেন যাতে করে আপনার সম্পর্কে পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়।
১২.সুযোগ থাকলে ভালো এবং প্রজেনটেবল লাগে এমন আউটফিট পরে যাবেন।দিন শেষে সবাই চায় তার অফিসে একজন স্মাট মানুষ যোগদান করুক।
১৩.ভাইভা দিয়ে চলে যাবার পর - পরের দিন অফিস শুরু হওয়ার আগে সেই অফিসে একটা টেক্স করুন। আপনার কেমন লেগেছে ইন্টারভিউ দিয়ে, কি কি শিখলেন, ইত্যাদি ইত্যাদি।এই কার্টেসি খুব কাজে দেয়।
১৪.ভাইভা বোর্ডে একজন ক্যান্ডিডেট কমন কিছু মিস্টেক করে,যেমনঃ
*রুমে ঠোকার সময় পকেটে হাত দিয়ে থাকে
*সালাম বা গ্রেটিংস দেয় না
*একটু বয়স বেশি হলে না বলেই বসে পড়ে।
*চেয়ার টেনে শব্দ সৃষ্টি করা।
*চেয়ারে বসেই হাত টেবিলে রাখা
*কথা বলার সময়ে জড়তা অাসা
১৫.Last but not the least আমার Approach যদি আপনার ভালো না লাগে আপনি আমার কোম্পানিতে জব করবেন না ঠিক একইভাবে আপনার Approach যদি আমার ভালো না লাগে তাহলে আমিও আপনাকে নিয়োগ দিব না।দিন শেষে কোনটা করা যাবে কোনটা যাবে না এটা আপনাকে বুঝতে হবে।আশা করছি উপরে যে বিষয়গুলো তুলে ধরেছি সেগুলো একটু হলেও আপনাদের সাহায্য করবে।

এই হালারপুতকে উট পাখির সবচেয়ে বড় ডিম দিয়ে থেরাপি দেয়া হোক ।
16/09/2024

এই হালারপুতকে উট পাখির সবচেয়ে বড় ডিম দিয়ে থেরাপি দেয়া হোক ।

সংবিধানে কিভাবে হাত দিতে হবে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম | Mahfuz Alam
31/08/2024

সংবিধানে কিভাবে হাত দিতে হবে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম | Mahfuz Alam

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন। নেতাকর্মীদের তা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ব...
30/08/2024

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন। নেতাকর্মীদের তা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘পদ্মাসেতু প্রকল্প থেকে সাশ্রয় হয়েছে ১,৮৩৫ কোটি টাকা’----- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির ...
30/08/2024

‘পদ্মাসেতু প্রকল্প থেকে সাশ্রয় হয়েছে ১,৮৩৫ কোটি টাকা’

----- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

‘বাদ হবে বিদ্যুৎ মিটারের অযৌক্তিক চার্জ’ উপদেষ্টা : M Fouzul Kabir Khan
28/08/2024

‘বাদ হবে বিদ্যুৎ মিটারের অযৌক্তিক চার্জ’
উপদেষ্টা : M Fouzul Kabir Khan

‘বাদ হবে বিদ্যুৎ মিটারের অযৌক্তিক চার্জ’ উপদেষ্টা : M Fouzul Kabir Khan
28/08/2024

‘বাদ হবে বিদ্যুৎ মিটারের অযৌক্তিক চার্জ’

উপদেষ্টা : M Fouzul Kabir Khan

গতকাল থেকে চালু হয়েছে মেট্রোরেল। সাদা শার্ট-সাদা চুলের যেই ভদ্রলোককে দেখছেন উনি ড. ফাওজুল কবির খান। সড়ক, সেতু ও রেল মন্ত...
26/08/2024

গতকাল থেকে চালু হয়েছে মেট্রোরেল। সাদা শার্ট-সাদা চুলের যেই ভদ্রলোককে দেখছেন উনি ড. ফাওজুল কবির খান। সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। ভদ্রলোক নিজেই আজকে মেট্রোরেলে করে যাত্রা করেছেন। উনি মন্ত্রণালয়ের দায়িত্ব পান ১৬ আগস্ট, আর আজকে ২৬ আগস্ট।❤️He deserves praise for this work

collected

ন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিল চীন |  #
25/08/2024

ন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিল চীন |

#

স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিচার শুরু। দোষ পাইনি তাই মামলা খারিজ।আওয়ামী লীগ হলে এতক্ষনে রিমান্ড শুরু হয়ে যেত।News: ডিজি...
22/08/2024

স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিচার শুরু। দোষ পাইনি তাই মামলা খারিজ।
আওয়ামী লীগ হলে এতক্ষনে রিমান্ড শুরু হয়ে যেত।

News: ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মো. সোহাগ মল্লিক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। পরে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় আদালত তা খারিজের আদেশ দেন।

তোমাদের জন্য এই ঋণ আমি রেখে গেলাম আবার দেখা হবে🧐🤓😎👹
21/08/2024

তোমাদের জন্য এই ঋণ আমি রেখে গেলাম
আবার দেখা হবে🧐🤓😎👹

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মাটির দেয়াল - Matir Deyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাটির দেয়াল - Matir Deyal:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share