Crush & Confession Sreemangal

  • Home
  • Crush & Confession Sreemangal

Crush & Confession Sreemangal 100%পরিচয় গোপন রেখে পোস্ট করা হবে

everything is fair in love and war ❤️

confession:19from: তোমার ফ্রেন্ড লিস্টে থাকা অচেনা কেউ to : ORpa RaHmanআমি হয়তো তোমার ইনবক্সে কখনো হ্যালো হাই বলিনি,তুমি...
12/08/2025

confession:19

from: তোমার ফ্রেন্ড লিস্টে থাকা অচেনা কেউ

to : ORpa RaHman

আমি হয়তো তোমার ইনবক্সে কখনো হ্যালো হাই বলিনি,
তুমি হয়তো আমি কে তা জানো না, কিন্তু তুমি আমার ছোট্ট স্বপ্নের বড় অংশ হয়ে গেছো…💖
তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিন থেকেই বুঝেছি সব সুন্দর জিনিস চোখে দেখা যায় না, কিছু অনুভব করেও বোঝা যায়।
তুমি আমার সেই অনুভূতি…💫
হয়তো এটা বলা ঠিক না,
কিন্তু আজ বলতে ইচ্ছা করছে—
তুমি আমার প্রিয় নোটিফিকেশন। 💙
পোস্টে হোক বা হঠাৎ প্রোফাইল পিকচারে,
তুমি আসলেই অন্যরকম।

Confession:18From: tomaTo: BelayatI know you don’t know me, and maybe this will come as a surprise, but I can’t keep thi...
09/08/2025

Confession:18

From: toma

To: Belayat

I know you don’t know me, and maybe this will come as a surprise, but I can’t keep this feeling to myself anymore. From the very first moment I saw you, something in my heart changed. I don’t know your world, and you don’t know mine, but somehow… my heart keeps choosing you.

I admire you from afar, quietly, wishing I could be a part of your life even for a little while. I don’t expect anything in return, I just wanted you to know that somewhere in this world, someone cares for you deeply, someone who smiles just thinking about you. And that someone… is me. ❤️

20/02/2025

confession :17

from :Apnar friend list er kew ek jon
to: Muhammad jubel islam

Priyo apnake niye kivabe likhbo khuje pacchi na kintu apni amr vabnay proti ta muhurte thaken.😌 chini apnake onk din dhore lokkho kori apnake onk din dhore tobe boli ni ar kunu din bolbo o na karon ami onno der moto moner vab prokash korte pari na amr moner kotha monei roye jay🙂. first d**e apnake niye eto serious chilam na emni valo lagto tobe ekhon mone hoy apnakei amr lagbe apnar kotha gula onk valo lage purai amr moner moto apni🥰. jani hoyto ami apnar moner moto na tai voye apnake bolte pari na Jodi apni na koren🙂. ami jani apni rls like koren na kintu apnake ami amr ses nissas porjonto chai 1 ,2 year jonno chai na sarajiboner jonno chai🤗❤. apnar mon moto howar jonno ja kora lagbe ami ta e korte raji tobuo apnakei amr lagbe🥺. Apnar sob kothar baddho hobo🙂. Apnar moto eto valo chele ami lakhe ekta dekchi🤗💝. Apnar proti eta amr valobasa ki na jani na tobe ekhon mone hoy amr apnakei lagbe ar kichu chai na😫🥰. Ami amr moner kotha gulu bolte perechi eto tuku vebei santi pabo ekhon😌💘.

30/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Pronoy Dash, Anamika Deb, তাবাসসুম তৃষা

22/09/2024

ছ্যাকা দিয়া গেছে গা😭😭

আজও আমাদের পেইজে অন্য পেইজের কনফেশন চুরি করে দেওয়া হয় নি যতো গুলো আছে সব গুলোই রিয়েল। অথচ অন্যান্য পেইজ এর চুর এডমিন ...
25/08/2024

আজও আমাদের পেইজে অন্য পেইজের কনফেশন চুরি করে দেওয়া হয় নি যতো গুলো আছে সব গুলোই রিয়েল। অথচ অন্যান্য পেইজ এর চুর এডমিন গুলো আমাদের পেইজ থেকে কনফেশন চুরি করে নিজেদের পেইজ এ দিচ্ছে।

Crush and confession Moulvhibazar namer akta Page amader page theke confessions churi Kore bodmaishi kortece se naki Aro onnano page theke O confessions churi Kore Sathe baje kotha add Kore meyeder K henosta korce aisob fake page dekhle apnara please report din ........batpar page tir admin er batparir SS fhas

https://www.facebook.com/100064933575648/posts/891909452983499/?app=fbl

15/08/2024

অনলাইনে যখনি প্রবেশ করি অধিকাংশ সময় মেয়েদের ধর্ষণ নিউজ মেয়েদের কে ছেলেরা বিরক্ত করার নানা নিউজ দেখতে পাই আমরা। এইগুলো দেখে দেখে জগতে ভালো ছেলে ও আছে তার প্রতি আমার বিশ্বাস চলে গিয়েছিল।এইগুলো দেখার পরে অধিকাংশ মেয়েদেরই ছেলেদের বিশ্বাস করতে অনেক টা সমস্যা হয়, বিশেষ করে অপরিচিত দের।

কিন্তু 7. এপ্রিল.২০২৪ আমার দৃষ্টিভঙ্গির বিশাল পরিবর্তন ঘটে।রোজার ঈদের কিছু দিন আগে আমি আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হই আমি বাস দিয়ে যাচ্ছিলাম। ঈদ টাইম সব গাড়িতেই সিট পাওয়া অনেক কষ্টের হয়। যারা ঈদের সময় যাতায়াত করেন তারা অবশ্যই জানেন।ভাগ্য করে আমার ভাই এর কারণে আমি একটা সিট পেয়ে যাই বাস এ, কিন্তু বাস এ এমন পরিমাণ এর ভিড় ছিলো বলার বাহিরে। আমার সামনে অনেক গুলো পুরুষ ছিলো দাঁড়িয়ে ছিলো রীতিমতো অনেক টা অসস্থী লাগছিল ,তখনই দেখতেপাই একটা দায়িত্বশীল ছেলের হাত যেই হাত কোনো স্বার্থের জন্য বাড়ানো হয় নি, বাড়ানো হয়েছিল একটা অপরিচিত মেয়ের সুরক্ষার জন্য! ছেলেটি আমার বাস এর সিট এর সামনের সিটে শক্ত করে ধরে ছিলো ,যেনো সামনে থাকা লোক গুলো বাস এর ঝাঁকুনি তে আমার উপরে না পরে যায়। আমার গায়ে যেনো ধাক্কা না লাগে এই জন্যে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের রাস্তা ছেলে টি একটি বারের জন্যে ও হাত সরায় নি।বাসের ঝাকুনিতে অনেক বার ছেলেটির হাতের উপরে লোক গুলো এসে পরে।খুব শক্তি দিয়ে তাও হাত ঐখানে টিকিয়ে রাখে ,ছেলেটি চাইলেই বাস এর উপরে ধরে শান্তি তে যেতে পারতো বাকি লোকদের মতো। সবার মাইন্ড এক হয় না তাই একটা কথা বলে রাখি ,কেউ আবার চিন্তা করতে পারেন ছেলেটি হয়তো মেয়ে দেখে ইম্প্রেস করার জন্য এমন করেছে, কিন্তু না আমার পরনে বোরখা ছিলো এমন বোরখা যা পড়লে দেখতে খালাম্মা লাগে ভিতরে মেয়ে আছে কি না বয়স্ক মহিলা তা সবাই বুঝতে পারে না।আর ছেলেটি একটিবার ও আমার দিকে তাকায় নি আমি অনেক ববার লক্ষ করেছিলাম সে সামনের দিকে নয়তো পিছনে তাকানো ছিলো। মন থেকে সম্মান জানাই ওই ভাই কে তিনি প্রমাণ করে দিয়েছেন দুনিয়াতে ভালো খারাপ দুটোই আছেন আমার দেখা একজন রিয়েল হিরো 💪🏻

Sent by nam prokasse onicchuk ek Apu.

07/07/2024

ব্রাজিল ফ্যান দের বর্তমান মুড, আগামী ম্যাচ গুলো তে আর্জেন্টিনা সাথে কচু গাছ টিম খেললে আমি কচু গাছ সাপোর্ট করুম 🤝

আর নাক গলাবি পেনাল্টি নিয়া 😾

13/06/2024

life is too short to argue...........just blame your pura kopal and move on🥱

confession:16From : প্রতিনিয়ত পথে দেখা হওয়া একজনTo: Saiful Chowdhuryহ্যালো মোস্ট প্রশংসনীয় ব্যাক্তি আপনার পরিচিত যাকেই আ...
12/06/2024

confession:16

From : প্রতিনিয়ত পথে দেখা হওয়া একজন
To: Saiful Chowdhury
হ্যালো মোস্ট প্রশংসনীয় ব্যাক্তি আপনার পরিচিত যাকেই আপনার কথা জিজ্ঞাসা করি সেই প্রশংসার ঝড় তুলে দেয় 😱 বিষয় টা অনেক অবাক করে আমায় আর আমার এক বান্ধবী তো এইগুলা শুনে বলে আপনি নাকি পরিচিত দের প্রশংসা করার জন্য ঘুষ দিয়ে রেখেছেন😂ওকে জোকস এ পার্ট 🤭 পয়েন্ট এ আসি আপনাকে আমি প্রায় রাস্তায় দেখি হয়তো আপনি নামাজে যান দেখতে দেখতে আপনার প্রতি আমার ভালো লাগা কাজ করা শুরু হয়েছে 😔 প্রথমত আমি যখন আপনাকে দেখতাম তখন সিরিয়াসলি নেই নি বিষয় টা জাস্ট ভালো লাগতো দেখতে আর এখন এই ভালো লাগা টা ভালোবাসায় পরিণত হয়েছে 😔 আমি আপনাকে বলার অনেক চেষ্টা করেছি আপনার ফেসবুক আইডি ও আছে আমার কাছে তাও বলতে পারি না কারণ আপনার খুব কাছের পরিচিত একজন বলেছে আপনি নাকি প্রেম ভালোবাসা এইগুলা লাইক করেন না তাই বলিনি কখনো বলবো ও না হয়তো কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি যে মনের কথা মনে বেশী দিন চাপা রাখলে কষ্ট বেড়ে যায় তাই কনফেশন এর মাধ্যমে নিজের মনের কথা গুলা প্রকাশ করার ছোট্ট একটা চেষ্টা করলাম জানি না কতো টুকু বুঝিয়ে প্রকাশ করতে পেরেছি.. তাও আমি ধন্য অবশেষে বলতে তো পেরেছি আপনি এইটা দেখবেন কি না জানি না যদি দেখেন তা হলে আমার দিকে নয় আমার মনের দিকে একটু দয়ার দৃষ্টি তে বুঝার ট্রাই করবেন প্লিজ 😔

12/06/2024

যাদের কনফেশন পাওয়ার এক আকাশ পরিমাণ শখ তারাই কনফেশন পায় না 🫠

এই বিষয় টা আমার বান্ধবী বুঝতে পেরে নিজের ফেইক আইডি দিয়ে নিজের নামে কনফেশন দিয়ে আমাকেই মামু বানিয়ে দিলো! 🙂

10/06/2024

শ্রীমঙ্গলবাসি এটেনশন

কিভাবে আপনারা ও confession পেতে পারেন আজকে আপনাদের টিপস দেওয়া হবে

1. confession পেতে হলে তো সবার প্রথম আমাদের পেইজ এ ফলো দিয়ে রিঅ্যাক্ট কমেন্ট করতে হবে।

2. বিশ্বাস করো প্রথম এ আমার মুড ছিলো টিপস গুলা বলার দেন মনে হলো তোমরা তো স্বার্থপর আমাদের পেইজ এ মেম্বারস অ্যাড দাও নাই তো তোমার সাথে আমার কিসের এতো দরদ কেনো বলবো আমি টিপস 😏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share