05/12/2024
উত্তরঃ
ট্রান্সফর্মার এক ধরনের পিউর ইন্ডাক্টিভ ডিভাইস। অর্থাৎ ট্রান্সফরমারের উভয় সাইডে কয়েল প্যাচানো থাকে। এখন এই কয়েলের ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স ফ্রিকুয়েন্সি পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্সের সূত্রানুসারে,
XL = 2πfL
উপরোক্ত সূত্রানুসারে, ফ্রিকুয়েন্সি যত বাড়বে, ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স তত বৃদ্ধি পাবে।
আর ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স যত বৃদ্ধি পাওয়া মানেই প্রবাহিত কারেন্টকে বেশি বাধা দিতে চাইবে।
আর কারেন্ট ত নাছোড়বান্দা। প্রবাহিত হবার জন্য শক্তি বা এনার্জি খরচ করবেই। ফলশ্রুতিতে ভোল্টেজ ড্রপ বেশি হবে। লোড সাইডে কাঙ্ক্ষিত ভোল্টেজ পাওয়া যাবেনা, ব্যাপারটি খুব স্বাভাবিক।
মনে করুন, আপনি একজন রিং বক্সার। আজ আপনার বক্সিং কম্পিটিশন আছে। এখন আপনি আপনার বক্সিং রিং এ যাবার সময় কিছু ডাকাত আপনার কাছ থেকে লুটপাট করতে চাইল। এখন আপনি তাদের সাথে লড়াই করে নিজেকে রক্ষা করলেন। নিজেকে ত রক্ষা করলেন ঠিকাছে কিন্তু নিশ্চয়ই পূর্ণ উদ্যমে বক্সিং কম্পিটিশনে অংশ নিতে পারবেন না। কারণ ইতোমধ্যেই অনেক এনার্জি খরচ হয়ে গেছে। আর এখানে এনার্জি হল ভোল্টেজ এবং ডাকাত দল হল ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স। এটা আপনার বিরোধী পক্ষের চক্রান্তও হতে পারে।
তাছাড়া ফ্রিকুয়েন্সি বাড়ার সাথে সাথে হিস্টেরেসিস লস অনেক বেড়ে যায়।
আর হিস্টেরেসিস লসের ফর্মূলা থেকে আমরা জানি,
P(hysteresis) = 1.6*Bmax*f* V
এই সূত্র থেকেই স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, হিস্টেরেসিস লস 50Hz এর জন্য যা হবে, 500Hz এর জন্য তার তুলনায় দশগুণ বেশি হবে।
আর লোড সাইডে ভোল্টেজ কমে গেলে মূল পাওয়ার ঠিক রাখতে লোড সাইডের কারেন্ট অনেক বেড়ে যাবে। ফলশ্রুতিতে কপার লস এবং এডি কারেন্ট লসও বেড়ে যাবে।
অর্থাৎ, 50 Hz এর ট্রান্সফরমার 500 Hz এ চালনা করলে হিস্টেরেসিস, কপার, এডি কারেন্ট লস বৃদ্ধি পাবে।
ডিপ্লোমা/বিএসসি চলাকালীন শুধুমাত্র পাস করাটাকেই গুরুত্ব দেয়ার কারণে অনেকেই ব্যাসিক জিনিসগুলো রপ্ত করতে পারেনা। তবে চিন্তা নয়। সময় এখনো আছে। গল্পের ছলে খুব সহজবোধ্যভাবে ব্যাসিক এবং ইন্ডাস্ট্রিয়াল কাজের নূন্যতম ধারণাটুকু গুলে খাইয়ে দেয়ার জন্য আমার লিখা ১০টি ই-বুকঃ
📘ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘ই-বুক ৫ঃ চায়ের আড্ডায় পি এল সি
📘ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
📘ই-বুক ৭ঃ ডিসি সার্কিট নিয়ে মজার বই
📘ই-বুক ৮ঃ ইলেকট্রনিক্স এত মধুর কেন?
📘ই-বুক ৯ঃ Mr Generator এর খুটিনাটি
📘ই-বুক ১০ঃ Telecommunication এর ম্যাজিক
সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (PDF/softcopy) পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা What's app +8801741994646