প্রেমের মরা জলে ডুবেনা

  • Home
  • প্রেমের মরা জলে ডুবেনা

প্রেমের মরা জলে ডুবেনা Its a Entertainment page. So kew kharap comment korben na. Asha kori sobar valo lagbe.. And apnader valo lagay amader prerona..

04/08/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন, সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে।

ছেলে বৌ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করেতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে ।তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |
- সংগৃহীত
#জীবন_চক্র

28/07/2025
চরম সত্য বচন।  🥺
28/07/2025

চরম সত্য বচন। 🥺

05/07/2025

Life is short but not easy. So think carefully about what you do.
🤔🤔🤔

জীবনের গল্প আছে বাকি অল্প...... 🥺🥺🥺
05/07/2025

জীবনের গল্প আছে বাকি অল্প......
🥺🥺🥺

এখন থেকে বাবা মা রা মেয়ে জন্ম দিলে ৩০/৪০ লক্ষ টাকা গুছিয়ে তার পরে বিয়ে দিবেন। নয় তো মেয়েরা শাশুড়ী কথা শুনতে শুনতে মরে যা...
06/06/2025

এখন থেকে বাবা মা রা মেয়ে জন্ম দিলে ৩০/৪০ লক্ষ টাকা গুছিয়ে তার পরে বিয়ে দিবেন। নয় তো মেয়েরা শাশুড়ী কথা শুনতে শুনতে মরে যাবে। মেয়েদের সংসার ঠিক রাখতে গেলে মেয়েদের এমন ভাবে ভরিয়ে দিবেন শাশুড়ী ছেলে সহ শাশুড়ী কে কিনে নিতে পারেন।
আগে কালের মানুষ এত ছিলো না সংসার ভাঙ্গা গড়া তেমন ছিলো না। এখন মানুষ থেকে চাওয়া পাওয়া শেষ নেই।
শত শত সংসার লোভে পরে সংসার অশান্তি ভেঙ্গে যায় নয় তো একজন মরে যায়।

08/04/2025

গর্ভধারণের জন্য পরিবারের অন্য সদস্যদের করনীয় কি কি?
What responsibilities or actions should other family members take when a woman conceives or becomes pregnant?

07/04/2025

ছেলের সাথে বাবা মা এর সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে ।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রেমের মরা জলে ডুবেনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share