Sohan's World

  • Home
  • Sohan's World

Sohan's World حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
🌸আল্লাহ আমার জন্য যথেষ্ট

17/09/2025

প্রিয়/আপন মানুষ বলতে কিছু হয় না,আসলে সবাই নিজ নিজ অবস্থানে স্বার্থ খোঁজে.🙂
আহারে দুনিয়া-🐸

#কবিতা

16/09/2025

"আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়"।
[সূরা আর-রাদের]
#ইসলাম

12/09/2025

"কদর বাড়ে দরকার পড়লে"
তিক্ত হলেও সত্যি..🙂

10/09/2025

"কিছু দিনের জন্য এসেছি,আপাদত আল্লাহ ইচ্ছে বাঁচি"
পরে নাহয় জান্নতে নিজের মতো চলবো🌸
#ইসলাম

10/09/2025

তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো, সে আমি নই। খেয়াল করে দেখো, ওই ছবিতে খুঁত নেই কোথাও। ওই ছবিটা সুন্দর! দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে। ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই, নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল, কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ। তুমি বলো, ওসব ছাড়া মানুষ হয় নাকি?

প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি।

তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আমি তার ধারে কাছেও নই। ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে। ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না। ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে😍
#ভালোবাসা
#কবিতা

04/09/2025

মরিনি,
আমি আসলে ঘুমিয়ে পরেছিলাম🖤
#কবিতা

26/08/2025

শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। কথাটা আসলেই সত্যি, সম্পর্কে যখন কথা বলা কমে আসে, তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে থাকি। দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাই বন্ধ হয়ে যায়। আর ওখানেই সম্পর্কের শেষ। এ শহরের অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে।🖤
#ভালোবাসা
#কবিতা

26/08/2025

আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।

'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না।
সেটা আমি জানি। টের পাই।

ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান।
তবুও একটু কথা পাঠান, প্লিজ!
আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব! 'বিষম ভীষণ' এর মতো!
"লেখক সালমান হাবীব"
#কবিতা
#ভালোবাসা

26/08/2025

জালেম শাসক ফেরাউন হওয়ার পরেও তার স্ত্রীর হযরত আসিয়া বিনতে মুজাহিম তাকে ছেড়ে যায় নাই!!
আচ্ছা আমি কি তার চেয়েও খারাপ ছিলাম??🖤

#ভালোবাসা

21/08/2025
17/08/2025

লোভী পুরুষ আর রাগী নারী কখনোই সুখ পায় না।

14/08/2025

সংসার আর সংসারে🤍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohan's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share