Sohan's World

  • Home
  • Sohan's World

Sohan's World حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
🌸আল্লাহ আমার জন্য যথেষ্ট

11/06/2025

তোমাকেও কেউ কষ্ট দিবে,অবহেলা করবে..!
আচ্ছা, তুমি কি দেখো না যে কলমের কালি শেষ হয়ে যাওয়ার পরে কলমের জায়গা হয় ডাস্টবিনে?অথচ যে কলম কিছু সময় পূর্বেও বুকপকেটে ছিল!!
#শেষ_চিঠিツ

11/06/2025

তারপর দেখলাম আমার থেকে তৃতীয় ব্যক্তির গুরুত্ব বেশি🖤

09/06/2025

যদি অন্যের সিদ্ধান্তে নিজের জীবন অটল রাখতে হয়,তাহলে এই জীবনকে ধিক্কার জানাই🖤

06/06/2025

ঈমান আর জীবনের ব্যাপারে দুনিয়াতে সেক্রিফাইস করা মানে দুনিয়াতে হেরে যাওয়া। [মুকাররম বারী]

03/06/2025

তারপর টাকা দিয়ে ঘুমের ট্যাবলেট কিনতে দেখেছি কিন্তু টাকার মধ্যে ঘুম দেখতে পাই নাই।

02/06/2025

একদিন গরম পানি আর বরই পাতা; পৃথিবীর সব মায়া কেড়ে নিবে।
@ #কবর 😢

02/06/2025

-একটা ভুল করে দেখো,নিজের পরিবারও তোমার পরিচয় দিতে দ্বিধাবোধ করবে!
-নিজের সিদ্ধান্তে অটল থেকে দেখো,তোমার কাছের মানুষগুলা তোমার শত্রু হয়ে যাবে!!
-মাত্র চার দিনের জন্য নিজেকে আড়াল করে দেখ,তোমার সবচেয়ে কাছের মানুষটাও তোমাকে ভুলে যাবে!! কবরের কথা বাদই দিলাম।
-অতএব আল্লাহর জন্য জীবন গড় এবং আল্লাহর জন্যই ভালোবাসো🌸
@ #কবর😢

02/06/2025

আল্লাহ আমার জন্য যথেষ্ট,
তিনি আমার উত্তম অভিভাবক।

01/06/2025

(আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)।

১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]

[1] মুসলিম ৪/২৩০০, নং ৩০০৫।

31/05/2025

আল্লাহর নবী (সাঃ) বলেন-
আমি যা জানি,তা যদি তোমরা জানতে তাহলে কখনোই হাসতে না।

28/05/2025

হে আল্লাহ,আমি শুধুমাত্র তোমার ভয়ে তোমার সন্তুষ্টি পাওয়ার আশায় আমি জিনা থেকে বেরিয়ে হয়ে আসলাম। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এবং তুমার রাস্তায় বেহিসাবি রিজিক দাও, ঈমান দাও, আমল দাও, এবং কুমারী,গুণবতীর রূপবতী, নেককার দ্বীনদার, পরহেজগার,প্রেমময়ী,তাকওয়াবান একজন পবিত্র স্ত্রী দান করো আমিন🌸
ISLAM POST

27/05/2025

নাস্তিকতা পরিহার করুন,মনে রাখবেন আপনার শেষ গন্তব্য কবর।
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
রিজিকের মালিক আল্লাহ রিজিক নিয়ে কামড়াকামড়ি বাদ দেন। যদি খাদিজা(রাঃ) সাথে তুলনা দেন তাহলে আগে ইসলামের ইতিহাস ঘেঁটে আসুন। হযরত মোহাম্মদ(সাঃ) এর বিয়ের পর খাদিজা(রাঃ) আর কর্মক্ষেত্রে ছিলেন না। 🌸

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohan's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share