29/12/2024
★★★শীতল পাটির ব্যবহার ও ইতিহাস ★★★বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এক শিল্পের নিদর্শন হচ্ছে শীতলপাটি। মুর্তা নামক এক ধরনের বেতি বা পাতি দিয়ে শীতলপাটি বোনা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার (হিঙ্গানগর),কালিহাতী, ঘাটাইল, সিরাজগঞ্জের রায়গঞ্জ(আটঘরিয়া, দরবস্ত, চুনাহাটি, নেত্রকোনার মোহনগঞ্জ, সিলেটের বালাগঞ্জ, রাজনগর, বরিশালের স্বরূপকাঠি, ফরিদপুরের সাতৈর, নোয়াখালীর সোনাগাজী, ময়মনসিংহের মুক্তাগাছা প্রভৃতি স্থানে উন্নতমানের শীতলপাটি তৈরি হয়। আজকাল মানিব্যাগ, হাতব্যাগ, কাঁধে ঝোলানোর ব্যাগ, টেলিম্যাট প্রভৃতি কাজে ব্যবহৃত হয় শীতলপাটি।