01/02/2024
Part 3
পরের দিন সকালে সাকিব আমায় সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমার শশুর মশাই কে দেখে মনে হচ্ছে না সে আমার প্রতি সন্তুষ্ট।
জয়েন্ট ফ্যামিলি সবসময়ই আমার কাঙ্খিত। তাই নিজেকে যথেষ্ট মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমি আর রেণু সাহেদের বাসরের খাট সাজাচ্ছি। হ্যাঁ, সাহেদের বিয়ে হয়ে যাচ্ছে সেই মেয়েটির সাথে যাকে ও প্রেগন্যান্ট করে ফেলেছে। রেণু বলল সেই জন্যই হয়তো আমার শশুর মশাই এর মন মেজাজ ভালো নেই।
৩ মাস পর :
আজ তিন মাস হয়ে গেল আমার আর সাকিবের বিয়ের। শশুর বাড়ি তেই আছি। গ্রামের মধ্যে শশুর বাড়ি আমার।বাইরের দুনিয়ার সাথে আমার যোগাযোগ নেই বললেই চলে। আমার জা সবিতা বেশ ভালো মেয়ে। চার মাসের অন্তঃস্বত্তা সে। আমি যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি মেয়েটার। এখানে এসে যা বুঝলাম তা হলো এই পরিবারের ছেলেরা মেয়েদের অতটা সম্মান করে না। সাহেদ সবিতার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। মেয়ে টা প্রায়ই কান্নাকাটি করে। ভাবলাম সাহেদের সাথে কথা বলি। সাহেদ এর সাথে কথা বলতে গিয়ে দেখি সাকিব আর সাহেদ কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করছে। আমি সাহেদ কে ডাকতেই সাকিব চিৎকার দিয়ে উঠল, "দেখছ না আমরা দুই ভাই কথা বলছি? এর মাঝে কথা বলতে আসো কেন?"
আমি ভয়ে থমকে দাড়ালাম। "সাহেদ এর সাথে একটু কথা ছিল।"
"দেওর এর সাথে আবার কিসের কথা! যাও ভেতরে যাও!"
আমি কান্না করতে করতে ভেতরে চলে গেলাম। কখনো কল্পনাও করতে পারিনি সাকিব আমার সাথে এমন টা করতে পারে!
অনেক কিছু বলার ছিল সাকিব কে। কিন্তু আমি বলব না। রাগ করে ঘুমিয়ে পড়লাম। সে কখন ঘরে এসেছে তা বুঝতেও পারিনি।
২ দিন পর-
আজ কয়েকদিন ধরেই প্রেগন্যান্সির সিম্পটম দেখা দিচ্ছে। সাকিবের সাথে এ বিষয়ে কথা বলার সময়ই পাচ্ছি না। ও কেমন যেন হয়ে গেছে। আমার আগের সাকিব এখন আর ও না। এ যেন অন্য কেউ। মাঝে মাঝে চেনা লাগে, আবার মনে হয় অচেনা।
আজ সব অভিমান ভেঙে সাকিবকে কথা টা বলেই দিলাম। ও প্রথমে বিষয় টা বুঝতে না পারলেও কিছুক্ষণ পর আনন্দে আত্মহারা হয়ে গেল। সাকিবের খুশি মুখ দেখে মনে হলো আমি আবার আমার সাকিবকে ফিরে পেয়েছি। আমার হাস্যজ্জ্বল সাকিব, যে কিনা তার মায়ার জন্য পাগল ছিল।
সেদিন সারা রাত সাকিব আমাকে জড়িয়ে ধরে রেখেছিল। আমি ভাবতেও পারিনি সাকিব এতটা খুশি হবে।
---
৫ মাস পর।
আমার জা এর একটা ছেলে হয়েছে আজ ৩ দিন। বাড়িতে প্রায় উৎসব মতো লেগে গেছে। শাশুড়ি মা বলেছিলেন ডাক্তারের কাছ থেকে আল্ট্রাসাউন্ড করিয়ে আনতে, আমার সন্তান ছেলে নাকি মেয়ে জানার জন্য। আমি রাজি হয়নি। বলেছিলাম, যাই ই হোক, আমার সন্তান সে। মা আর বেশি জোর করেন নি। তবে আমার বাহ্যিক ভঙ্গিমায় নাকি মনে হয় আমার মেয়ে হবে।