
03/09/2025
নতুননতুন জিএসটি স্ল্যাবের ঘোষণা
মেডিক্লেমে জিএসটি থাকল না। লাইফ ইনস্যুরেন্সেও ছাড়
বেশিরভাগ খাবারের দাম কমবে। রুটি, ঘি, মাখন, পনির, দুধের জিএসটি প্রায় থাকছেই না। চকলেটের দাম কমবে
তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, সব কিছুরই দাম কমছে, ১৮ থেকে কমে ৫ শতাংশ জিএসটি
নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া টাইপ খাবারের দামও কমছে
বাচ্চাদের ন্যাপকিন, ডায়াপারের দাম কমছে।
খাতা, পেন, পেনসিল, রাবার, সবকিছুর দাম কমছে
জুতো, জামাকাপড়ের দামও কমবে
চাষবাসের জিনিসপত্র, কীটনাশকের দাম কমছে, ফলে সার্বিক ভাবে শাক সবজি ও কৃষিজাত পণ্যের দাম কমার কথা, দাম কমবে মাছের
জীবনদায়ী ওষুধের দাম কমবে
স্কুটার, বাইক, গাড়ির জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ, ফলে দাম কমবে
টিভি, এসি, ওয়াশিং মেশিনের মতো জিনিসের দাম কমছে
তবে কোল্ড ড্রিংস, গুটখা, বড় দামী গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে।
মোদ্দা কথা আমাদের মতো মধ্যবিত্তদের রোজকারের জিনিসপত্রের দাম কমার কথা
জিএসটির তিনটে স্ল্যাব থাকল । ৫%, ১৮% । ৪০% বড়লোকিয়া জিনিস আর সিন প্রোডাক্টে, মানে ওই সিগারেট, গুটখা, কোল্ড ড্রিংক এসবে