Osman Usuf

Osman Usuf Shares natural beauty, reality & positivity of life.

সকল পেরেশানি দূর করার দুআযে ব্যক্তি এই দুআটি সকালে ৭ বার ও বিকালে ৭ বার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তাভাবনার জন্য...
26/07/2025

সকল পেরেশানি দূর করার দুআ

যে ব্যক্তি এই দুআটি সকালে ৭ বার ও বিকালে ৭ বার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন।

حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর মাবুদ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের মালিক।

সুনানে আবু দাউদ, হাদীস ৫০৮১। হাদীসটি হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত।

Copied from Muslims Day Android App
Download Link:

নামাজের সময়সূচী, সাহরি-ইফতারের সময়, কুরআন-হাদীস, দুআ, মাসআলা, ক্বিবলা কম্পাস সহ অনেক ফিচার একটি অ্যাপে! Muslims Day App ইউজ কর...

15/07/2025
10/07/2025

মুসলিম জাতি আল্লাহর কুরআন পড়ে শুধু পূণ্য লাভে আর অবিশ্বাসীরা গবেষণা করে!

06/07/2025

মুসলিম জাতি প্রতি বছরই কারবালা দিবস পালন করে,শিক্ষা নেয়নি বলে মুুসলিম দেশে বারবার কারবালা আসে,আর ফিলিস্তিনে প্রতিদিনই কারবালা চলছে

03/07/2025

এর বিভিন্ন ব্যবহার;

ইংরেজি ভাষায় 'get' একটি অত্যন্ত বহুমুখী এবং বহুল ব্যবহৃত শব্দ। এর অর্থ পরিস্থিতিভেদে পরিবর্তিত হয় এবং বিভিন্ন প্রসঙ্গে এটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। নিচে 'get'-এর কিছু প্রধান ব্যবহার আলোচনা করা হলো:
১. কিছু অর্জন করা বা গ্রহণ করা (To obtain or receive)
এটি 'get'-এর সবচেয়ে সাধারণ ব্যবহারগুলোর মধ্যে একটি।
* উদাহরণ:
* I got a new phone. (আমি একটি নতুন ফোন পেয়েছি।)
* Did you get my email? (আপনি কি আমার ইমেল পেয়েছেন?)
* She gets a good salary. (সে একটি ভালো বেতন পায়।)
২. কেনা (To buy)
কিছু কেনা বোঝাতেও 'get' ব্যবহার করা হয়।
* উদাহরণ:
* I need to get some groceries. (আমার কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে।)
* Let's get a new car. (চলো একটি নতুন গাড়ি কিনি।)
৩. বোঝা বা উপলব্ধি করা (To understand)
কোনো কিছু বোঝা বা উপলব্ধি করা অর্থে 'get' ব্যবহার করা হয়, বিশেষ করে কথোপকথনে।
* উদাহরণ:
* I don't get it. Can you explain again? (আমি এটা বুঝতে পারছি না। আপনি কি আবার ব্যাখ্যা করতে পারেন?)
* Do you get what I mean? (আপনি কি আমার কথা বুঝতে পারছেন?)
৪. পৌঁছানো (To arrive)
কোনো স্থানে পৌঁছানো বোঝাতেও 'get' ব্যবহার করা হয়।
* উদাহরণ:
* How do I get to the station? (আমি স্টেশনে কিভাবে যাবো?)
* We got home late last night. (আমরা গতরাতে দেরিতে বাড়ি পৌঁছেছি।)
৫. হওয়া বা পরিণত হওয়া (To become)
কোনো অবস্থা পরিবর্তন বা কোনো কিছুতে পরিণত হওয়া বোঝাতে 'get' ব্যবহার করা হয়।
* উদাহরণ:
* It's getting dark. (অন্ধকার হয়ে আসছে।)
* She got angry. (সে রেগে গিয়েছিল।)
* He got sick. (সে অসুস্থ হয়ে পড়েছিল।)
৬. করানো বা কোনো কাজ সম্পন্ন করানো (To cause something to happen/get something done)
এটি একটি কার্যকারণ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়।
* উদাহরণ:
* I need to get my hair cut. (আমার চুল কাটাতে হবে।)
* Can you get this report finished by tomorrow? (আপনি কি এই রিপোর্টটি কালকের মধ্যে শেষ করাতে পারবেন?)
৭. ধরা বা পাকড়াও করা (To catch)
বিশেষ করে পরিবহন বা রোগে আক্রান্ত হওয়া বোঝাতে 'get' ব্যবহার করা হয়।
* উদাহরণ:
* Let's get a taxi. (চলো একটা ট্যাক্সি ধরি।)
* She got the flu. (সে ফ্লু-তে আক্রান্ত হয়েছিল।)
৮. সরানো বা সরিয়ে নেওয়া (To remove)
কোনো কিছু সরানো বোঝাতেও 'get' ব্যবহার করা হয়।
* উদাহরণ:
* Please get your feet off the table. (অনুগ্রহ করে টেবিল থেকে আপনার পা নামান।)
* Can you get that box out of the way? (আপনি কি সেই বাক্সটি সরিয়ে দিতে পারেন?)
৯. যোগাযোগ করা (To contact)
কারো সাথে যোগাযোগ করা বোঝাতেও 'get' ব্যবহৃত হতে পারে।
* উদাহরণ:
* I'll try to get him on the phone. (আমি তাকে ফোনে ধরার চেষ্টা করব।)
১০. শুরু করা (To start)
বিশেষ করে কোনো কাজের শুরু বোঝাতে।
* উদাহরণ:
* Let's get started. (চলুন শুরু করা যাক।)
Phrasal Verbs এর সাথে 'Get'
'Get' অসংখ্য Phrasal Verb-এ ব্যবহৃত হয়, যা এর অর্থকে আরও প্রসারিত করে। কিছু উদাহরণ:
* Get up: বিছানা থেকে ওঠা। (I get up at 6 AM.)
* Get over: সুস্থ হওয়া/কোনো কিছু কাটিয়ে ওঠা। (It took him a while to get over the flu.)
* Get along/on with: কারো সাথে সদ্ভাব রাখা। (Do you get along with your siblings?)
* Get by: কোনোমতে চালিয়ে নেওয়া। (We can get by on a tight budget.)
* Get away: পালানো। (The thief got away.)
* Get down to: কোনো কাজ মনোযোগ সহকারে শুরু করা। (Let's get down to business.)
এই বিভিন্ন ব্যবহারগুলো 'get' শব্দটিকে ইংরেজি ভাষার একটি অপরিহার্য অংশে পরিণত করেছে। এর সঠিক ব্যবহার শেখা ইংরেজি fluency উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

26/06/2025

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধ হয়নি, জাস্ট ক্লান্তি দূর করতে বিরতি;

23/06/2025

যুক্তরাষ্ট্র পালাক্রমে মুসলিমদেশ, চীন- রাশিয়া খাওয়ার পর ভয়ংকর ক্ষুধার্ত হয়ে একদিন বৃটিশদের মতো দালাল ইউরোপকেও গিলে খাবে

22/06/2025

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন জঙ্গি ও সন্ত্রাসী হামলা

21/06/2025

💝“সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম!’’ 💝

🌸আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ🌸

১/লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদুহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহ ই ওয়া ইয়ু মিত ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদির।
২/রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।🌷
৩/রাব্বানা- আতিনা- মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যিই লানা- মিন আমরিনা- রাশাদা
৪/হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
৫/আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।💐

৬/রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির
৭/আল্লাহুম্মা খিরলি ওয়াখতার লি
৮/লা ইলাহা ইল্লালাহ দাখালাল জান্নাহ
৯/আল্লাহুমা ইন্নী আসআলুকাল জান্নাহ
১০/আল্লাহুমাগফিনিহীম বিমা সিকতা🌼

১১/রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।
১২/রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান।
১৩/লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ🌺

—তওবা—🌸
❝আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম❞❤️

#আলহামদুলিল্লাহ

20/06/2025

মুসলিম বিশ্ব বা আরব বিশ্বকে ইসরাইলের তৈরি আনবিক বোমার বিষয়ে জাতিসংঘে আলোচনা ও ধ্বংসের উদ্যোগ
নিতে হবে

19/06/2025

ইরান জিততে এই লড়াইয়ে সাথে আছে বিশ্বময় মজলুমের চোখের পানি!

19/06/2025

বিশ্বময় খনিজসম্পদ লুটপাটে আমেরিকার দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রবণতা শুধু ছোট দেশ নয় রাশিয়া ও চীনের জন্যেও হুমকি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Osman Usuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share