
26/07/2025
সকল পেরেশানি দূর করার দুআ
যে ব্যক্তি এই দুআটি সকালে ৭ বার ও বিকালে ৭ বার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন।
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর মাবুদ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের মালিক।
সুনানে আবু দাউদ, হাদীস ৫০৮১। হাদীসটি হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত।
Copied from Muslims Day Android App
Download Link:
নামাজের সময়সূচী, সাহরি-ইফতারের সময়, কুরআন-হাদীস, দুআ, মাসআলা, ক্বিবলা কম্পাস সহ অনেক ফিচার একটি অ্যাপে! Muslims Day App ইউজ কর...