06/07/2025
একটা ভাইরাল ফেসবুক পোস্ট দেখলাম যে ইয়াজিদের বাহিনী যে মসুলিম ছিল এইটা নাকি অনেক বাঙ্গালী সাচ্চা মুসলমানরা জানে না। আবার এই সাচ্চা মুসলমানদের একজন, যে সিরিয়ায় আসাদ পতন হবার কারনে খুশীতে লাফালাফি করে চেয়ার টেবিল ভেঙ্গে ফেলছিল, তার মনের অবস্থা চিন্তা করছি। কারন সিরিয়ার এখনকার আই এস নেতা কোন ইজরায়েলীর অফিসিয়ালের সাথে দেখা করতে গিয়ে বুলবুলি পাখির মত হিব্রু ভাষায় কথা বলছে।
এবসোলুটলী হোয়াট দ্য ফায ইজ গোয়িং অন।
যাই হোক, চরমোনাই নাকি দেশটারে আফগানস্থান বানাবে। কি যে হইতাসে কিছুই বুঝি না।