Arif I- Cartoon Chronicle

  • Home
  • Arif I- Cartoon Chronicle

Arif I- Cartoon Chronicle Arif Iqbal, cartoonist of Unmad Satire Magazine. "All characters and events published on this page,

06/07/2025

একটা ভাইরাল ফেসবুক পোস্ট দেখলাম যে ইয়াজিদের বাহিনী যে মসুলিম ছিল এইটা নাকি অনেক বাঙ্গালী সাচ্চা মুসলমানরা জানে না। আবার এই সাচ্চা মুসলমানদের একজন, যে সিরিয়ায় আসাদ পতন হবার কারনে খুশীতে লাফালাফি করে চেয়ার টেবিল ভেঙ্গে ফেলছিল, তার মনের অবস্থা চিন্তা করছি। কারন সিরিয়ার এখনকার আই এস নেতা কোন ইজরায়েলীর অফিসিয়ালের সাথে দেখা করতে গিয়ে বুলবুলি পাখির মত হিব্রু ভাষায় কথা বলছে।

এবসোলুটলী হোয়াট দ্য ফায ইজ গোয়িং অন।

যাই হোক, চরমোনাই নাকি দেশটারে আফগানস্থান বানাবে। কি যে হইতাসে কিছুই বুঝি না।

06/07/2025

ভাই আমি NTV কে আর নিতে পারছি না।

একটা নিউজ শুনার আগে মিনিমাম ৫ মিনিট তার ছোটকালে কি হয়েছিল, আকাশে কিসের গন্ধ পাওয়া গেছে ইত্যাদি কিচ্ছা কাহিনী বলে। তুই খবর পড়বি খবর পড়?

উদাহরনঃ

NTV: এক্সিডেন্টের খবরের আগে, 'ছোট্য আঁখি তার বাবাকে অনেক ভালোবাসে, বাবা কাজে যাবার সময় বাবাকে আদর করে দেয়, অনেক খুনসুটি করে......(Add 5 minutes of এইসব আজাইরা প্যাচাল) ... কিন্তু আঁখি জানত না আজকেই বাবার সাথে তার শেষ দেখা।'

আসল খবরঃ ঢাকার মহাসড়কে একজনের মৃত্যু (তারপরে লোকেশন টাইম, পিপল ইনভল্ভড, কি হেল্প পাঠানো হয়েছে - এই সব থাকবে)।

ফাইটার প্লেন নিয়ে রিপোর্টে বলছে কোটি বাঙ্গালীর স্বপ্ন নাকি বাংলাদেশের আকাশে নিজেদের ফাইটার প্লেন। যেই দেশে তিন মিলিয়নের উপরে শিশু বাস্তুহারা রাস্তায় না খাইয়া কাটায় সেই দেশে কোন আক্কেলে কোটি মানুষের স্বপ্ন হবে ফাইটার প্লেন দেখা নিচে দাঁড়ায় দাঁড়ায়? আবার বলে 'আমরা চাই জ্যা ট্যান সি।' যে টেন সি গাধা।

ইচ্ছা করতাসে NTV এর অফিসে গিয়া সবগুলার পাসায় লাথি মারতে।

06/07/2025

Nature Insights: Planet Blue Edition is Live on the website.

We’re diving deep into the ocean crisis, revealing what’s at stake, who’s affected, and how bold solutions are surfacing….
All brought to life by Change Initiative’s thought leadership.



Visit: https://www.natureinsights.earth/

04/07/2025
04/07/2025

🌊 The next issue of Nature Insights is making waves!
We’re heading into The Blue, unpacking the ocean crisis, its global impact, and the bold solutions shaping our future.
Dive in with us to discover the untold stories beneath the surface.

04/07/2025

Day 635

04/07/2025

🌊 The next issue of Nature Insights is making waves!
We’re heading into The Blue—unpacking the ocean crisis, its global impact, and the bold solutions shaping our future.
Dive in with us to discover the untold stories beneath the surface.

Friday Morning Drawing
04/07/2025

Friday Morning Drawing

The murderers at U.S. Embassy Dhaka, watch this motherf**kers.
03/07/2025

The murderers at U.S. Embassy Dhaka, watch this motherf**kers.

Sky's Special Correspondent Alex Crawford presents a documentary about British doctors working on the frontline of the war in Gaza.Doctor Victoria Rose and T...

02/07/2025

প্রথম আলো, বব ভিলান, হাসবারা, মেটা:

আমার ফেসবুক-এর ফ্রেন্ড সাজেশনে ইদানিং অনেক আই ডি (ও) এফ মেয়েদেরকে দেখছি। জাওয়ান সব আই ডিএফ মেয়ে, প্রোফাইল পিকে ইউনিফরম পড়া, ইজ্রায়েলি ফ্ল্যাগ লাগানো। আমার ফ্রেন্ড সাজেশনে এরা আসবে কেন? একটা ধারনা হল মেটা আর পিস(পেশাব)রায়েলীদের সমপৃক্ততার কথা তো আমরা জানি, সেই হিসেবে এরা হয়ত হাসবারা চালাচ্ছে পিস্রায়েলের হয়ে যেন যায়নিস্টদের জন্য সহানুভুতি বাড়ে। সুন্দর মেয়ে দেখিয়ে সহানুভুতি বাড়ান আরকি।

যাইহোক, সম্প্রতি ব্রিটিশ র‍্যাপার বব ভিলান গ্লাস্টনব্যারী ফেস্টিভ্যাল এ 'ডেথ, ডেথ, টু আই ডি এফ' স্লোগান তুলে ঝড় তুলেছেন। ওয়েলডান ড্যুড।

প্রথম আলো, লিডিং গনমাধ্যম এটা নিয়ে দেখলাম নিউজ করছে। গ্লাস্টনব্যারী নিয়ে নিউজ না করার দেশে এক্কেবারে বব ভিলান নিয়ে নিউজ?! ওয়াও। নিউজটা শুনার জন্য গেলাম। কিন্তু একি?!

ন্যাকা নাক ডাকা গলায় রিপোরটার বলছে 'ডেট ডেট টু আই ডি'। ডেথ হয়ে গেছে ডেট আর আই ডি এফ থেকে তো এফ শব্দই বাদ। মদ্দাকথা হল বব ভিলানের স্লোগান নিয়ে খবর কিন্তু সেই স্লোগানটাই ভুল। ইন্টারন্যাশনাল খবর বলছে, তাহলে এই ভোদাই ইন্টারন্যাশনাল করেস্পনডেন্ট, আর এই বেটা, তাও আবার প্রথমআলোর, বাংলাদেশের বেস্ট নিউজ মিডিয়া, জানে না, আই ডি এফ কি! হোয়াট দ্য ফায ইজ আই ডি?

তখনি দুই দুই এ চার মিলালাম, হিয়ার মি আউট, আই থিনক-

এই ব্যাটার ফেসবুকেও অনেক আই ডি এফ মেয়েদের আই ডি দেখা গেছে, এবং সে এই আই ডি এর মালিকদের ডেট করতে চায়।

'ডেট ডেট টু আই ডি!'

With more sadness and grief, we mourn the Palestinian visual artist Amna Al-Salmi (France), who was killed in an Israeli...
01/07/2025

With more sadness and grief, we mourn the Palestinian visual artist Amna Al-Salmi (France), who was killed in an Israeli attack on Gaza, at the place of bombing of the displaced people on the side of the cafeteria in Gaza, alongside a photo documenting the moment she was killed, and it is mentioned that the artist painted a painting among hundreds of paintings that document the eternal war. And among the paintings is a painting as if she had painted herself.
We belong to Allah, and to Him we shall return

01/07/2025

Shared four of the 18 books I have worked in last few months. Check them out.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif I- Cartoon Chronicle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Disclaimer

"All characters and events published on this page, even those based on real people-- are entirely fictional. The page contains coarse language and due to its content it should not be viewed by anyone."