B'Diary

B'Diary My new page please follow & like❤️

পৃথিবীতে একজন মানুষ বাদে বাকি সকল মানুষের জন্যে ভালো হতে‌ পারলেও কিন্তু ঐ একজনের জন্যে শেষ নিঃশ্বাস অব্দি সবচেয়ে খারাপ ...
02/11/2024

পৃথিবীতে একজন মানুষ বাদে বাকি সকল মানুষের জন্যে ভালো হতে‌ পারলেও কিন্তু ঐ একজনের জন্যে শেষ নিঃশ্বাস অব্দি সবচেয়ে খারাপ মানুষ রয়ে যাবো! কারণ সে আমার সাথে ক্ষমার অযোগ্য প্রতারণা করেছে। তার প্রতারণার কারণে আমার জীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো সে আমার সাথে চরম প্রতারণা করে যতোই সুখের আশা করুক কিংবা সুখের স্বপ্ন বুনুক কিন্তু সে কি জানে না? নিউটনের তৃতীয় গতি সূত্রের বাস্তবতা।

23/08/2024

তোমাকে এখন আর আগের মতন খুব বেশি মনে পড়ে না। কারণ তোমার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে পাওয়া কিছু গতিহীনো ধারা আমাকে বারবার নির্বাক করে তোলে। আমি কখনো ভাবিনি যে তুমি তেমনটাই করতে পারবে! ভাবিনি কখনো তুমি সেভাবেই আবর্তিত হয়ে যাবে!
তবুও আমার মন বলে, দীর্ঘ সময়ের পরেও কোন এক মন খারাপের বিষণ্ণ রাতে শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবেনা। সেদিন তোমার আর আমার অতীতের সব স্মৃতিগুলো একাকার হয়ে কল্পনাতেই ভেসে উঠবে। প্রচণ্ড চাপা কষ্ট যন্ত্রণায় হৃদয়ে রক্তক্ষরণ হবে সেদিন। আর সেই যন্ত্রণাটা দুজনকে কাঁদাবে নিঃশব্দে নিভৃতে। কিন্তু প্রকৃতি ব্যাতীত সে কান্নার কথা কেউ জানবে না, কেউ না। মানুষের স্বার্থের কাছে ভালোবাসা নিতান্ত অসহায়।

এই যে, এই কান্নাও কি আসলে হৃদয় গভীরের সংযুক্ত কান্না ছিলো? নাকি শুধুমাত্র আবেগের কান্না ছিলো? এই উত্তর নিজের কাছেও অজানা!

ছলনাকারীর ছলনা বুঝা‌, সাইকোলজি বিষয়ের মধ্যে সবচেয়ে কঠিন একটি বিষয়।বিষাক্ত সাপের ছলনা বুঝতে যতটা না সময় লাগবে, কিন্তু...
06/05/2024

ছলনাকারীর ছলনা বুঝা‌, সাইকোলজি বিষয়ের মধ্যে সবচেয়ে কঠিন একটি বিষয়।

বিষাক্ত সাপের ছলনা বুঝতে যতটা না সময় লাগবে, কিন্তু তারপরও ছলনাকারীকে চেনা যায় না।
কারণ মানুষ হাতে হাত রেখে ছলনা করে,
বুকে জড়িয়ে ধরে ছলনা করে, চোখে চোখ রেখে ছলনা করে, নিজের ইচ্ছায় শরীর বিলিয়ে দিয়ে ছলনা করে, অগণিতবার ভালোবাসি বলে ছলনা করে, কথায় কথায় ছেড়ে যাবো না কথা দিয়েও ছলনা করে!
এই মানুষ গুলো বাইরেরটা দেখতে খুবই সাধাসিধে ক্যাটাগরি টাইপের। কিন্তু উপরে দেখতে সাধাসিধে মনে হলেও আসলে তারা ভেতর থেকে অন্যের মন নিয়ে ছলনা করার যেন জাত অভিনেতা।
তাদের উপরের ইনোসেন্ট আবরণটার জন্য বুঝা মুশকিল যে একটা মানুষ এতোটা ছলনা করতে পারে!
এরা একজনকে এই মুহুর্তে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে ভাবনায় চলে যায়। একজনের সাথে এখন ভালোবাসা দেখিয়ে, একটু পরে আবার অন্যজনকে নিয়ে রেস্টুরেন্টে, পর্যটনে ঘুড়ে বেরাতে যায়। একজনের সাথে রাত্রি যাপন করে সকালে অন্যজনকে নিয়ে রুম ডেইটে যায়। তাদের এসব নিখুঁত ছলনা নিজের চোখে দেখার পরও নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। তখন নিজের বিশ্বাসকে যেন ঘনকুয়াশার মতো ঝাপসা লাগে, তবে মেনে নিতে না চাইলেও এটাই সত্যি।
আর যখন এসব নিয়ে তার সাথে কথা বলতে গেলে, তখন নিজেই সব থেকে বেশি খারাপ ব্যক্তি! এরা নিজ থেকে ঝগড়া সিচুয়েশন ক্রিয়েট করতে প্রস্তুত থাকে। কারণ একজনের সাথে ঝগড়া হলে তাদের আরো অন্য অপশন থাকে মন ভালো করার জন্য।

ছলনাকারীর সবকিছু ছলনা যেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোন কিছুই আর আগের মতো ঠিক হয় না। গ্রামের লোক মুখে এখনো একটা কথা প্রচলিত আছে, যতোই ঘী দিয়ে ডলো কুত্তার লেজ কখনো সোজা হয় না।
ঠিক সেটাই, নিজ থেকে সব ঠিক করে নিতে চাইলেও কোন কিছুই আর ঠিক হয় না।
তারপর একটা সময় পর শত অজুহাত দিয়ে একজনের সাথে ছলনার অভিনয় সমাপ্ত করে, আবার নতুন কোন ঠিকানায় অভিনয়ে ব্যস্ত থাকে!

কে ভালো থাকলো, কে আঘাত পেলো এদের এসব নিয়ে চিন্তা করার মেন্টালিটি কাজ করে না। সত্যটা হচ্ছে দিন শেষে নিজের ভালো নিজেকেই রাখতে হয়। কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয়।
নিজেকে নিজে ভালো রাখার ক্যারিশমাটা একবার অর্জন করতে পারলে তারপর একটা পর্যায়ে ঠিকই ভালো থাকা সম্ভব।
কিন্তু এটা সত্য যে, একবার ছলনার শিকার হলে তাহলে আগের মতো আর কাউকে বিশ্বাস করা যায় না। আস্থা রাখাতো দূরের কথা। বিশ্বাসটা তো একেবারই মরে যায়।

সুতরাং ছলনার শিকার হলে নিজেকে ডিএক্টিভেটেড করে না রেখে, সবচেয়ে উত্তম কাজ হলো নিজেকে নতুন করে সাজিয়ে তোলা। কারণ একটা ড্রেসে সবসময় যেমনি নিজেকে স্মার্ট দেখায় না, ঠিক নিজের ব্যবহার্য পুরোনো জিনিস নিয়ে পড়ে না থেকে নিজেকে আপডেট ড্রেস দিয়ে ফিট করা। বরং নিজের ব্যবহার করা জিনিস ফিট নাহলে তা অসহায়কে দান দেওয়া শ্রেয়। অযথা রেখে লাভ নেই।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when B'Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share