13/07/2025
২০১৮ ইং সাল থেকে ফরিদপুর ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা!! ৪ লেন উন্নতি করন প্রকল্পের ৪৫০ কটি জেলা প্রশাসকের ফান্ডে? জমি অধিগ্রহণ পরিমাণ ৬৭ একর কার্যক্রম কেনো থেমে আছে? জনগণের দুর্ভোগ!! ফরিদপুর হইতে ভাঙ্গা পর্যন্ত রাস্তা খানা খন্দ ভরা চলাচলের অবস্থা নেই!! প্রতি দিন ঘটছে দুর্ঘটনা মৃত্যুর কোলে ঢলে পরছে মানুষ!! স্বজন হারানোর ঘটনা ঘটেছে প্রতিদিন !! ফরিদপুর হইতে ভাঙ্গা দুইটি প্যাকেজ টেন্ডার হয়েছে !! কার্যাদেশ ইস্যু হয়েছে প্যাকেজ ওয়ান ২৯/০৫/২০২৫ ইং তারিখে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম রিলায়বল বিল্ডার্স লিঃ কার্যাদেশ ইসু অনুযায়ী ০৯ মাসে কাজ সমাপ্ত করার কথা!!প্যাকেজ টু কার্যাদেশ হয়েছে!! ৩০/০৬/২০২৫ইং তারিখে কাজ সমাপ্তির সময় ০৯ (নয় মাস )কার্যাদেশ অনুযায়ী!! টোটাল দুইটা প্যাকেজে ৪৯ কোটি টাকায় দরপত্র দরে একই ঠিকাদার কাজ দুইটি পেয়েছেন!! ঠিকাদার প্রতিষ্ঠানের নাম রিলাইয়বল বিল্ডার্স লিঃ ঠিকানা বরিশাল !! কার্যাদেশ পাওয়ার পর থেকে ঠিকাদার প্রতিষ্ঠান এখন পর্যন্ত কাজ শুরু করেন নাই? এই কাজ কেনো ঠিকাদার প্রতিষ্ঠান এখন পর্যন্ত শুরু করেনি? জনগণের দুর্ভোগের কথা রোডর্স এন্ড হাইওয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,কেন শুরু হয়নি বা রাস্তার কেন এ অবস্থা তিনি বলেন আমি এই ডিপার্টমেন্টের প্রধান তাই সকলেই আমাকে গালমন্দ করছে কিন্তু আমার প্রকল্পের যে অর্থ বরাদ্দ জেলা প্রশাসকের কার্যালয়ে আছে সেই প্রকল্পের টাকা অলসভাবে পড়ে আছে !!এর কোন কার্যক্রম এখন পর্যন্ত শুরু করা হয় নাই!! সেহেতু আমরা ও ঠিকাদার কাজ করতে পারছেনা!! নির্বাহী প্রকৌশলী বলেন এ ব্যাপারে জরুরী সমস্যা সমাধানের জন্য কার্যক্রম চলছে।