
17/05/2025
অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন আমার আগের পেইজ Mim's diary নেই কেনো? আসলে আমার 2 লাখ 26 হাজারের আগের পেইজ টা আর নেই।অইটা কেউ একজন নষ্ট করে দিয়েছে। তবে আমি বিশ্বাস করি কারো রিজিক নষ্ট করে বা কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনা।আপনি আজকে যার ক্ষতি করেতেছেন সে হয়তো চুপ করে আছে কিন্তু একজন আছে যে সবকিছু দেখতেছে।সব কিছু তার উপরেই না হয় ছেড়ে দিলাম। 😊