05/09/2025
আমি যখন অনেক ছোট তখন বাবা তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে আমায় শখ করে একটি হারমোনিয়াম কিনে দিয়েছিলেন,যেন আমি গান শিখতে পারি।
পরবর্তীতে গান শিখেছি , গান উপস্থাপনও করেছি।
হঠাৎ করেই আমার বিয়ে হয়ে গেল, বাবাকে ছেড়ে ভালোবেসে আগলে রাখা হারমোনিয়াম কে রেখে চলে আসতে হলো স্বামীর গৃহে বাংলাদেশ থেকে অনেক দূরে কানাডাতে।
আমার এখনো বাবার দেওয়া হারমোনিয়াম এর কথা খুব মনে পড়ে, অনেক মিস করে হারমোনিয়ামটাকে। প্রায় ছয় বছর হয়ে গেল কানাডাতে রয়েছি, অনেকবার মনে হয়েছে হারমোনিয়ামটা হাতের কাছে পেলে কতই না ভালো হতো।
চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত নতুন একটি হারমোনিয়াম কিনেই নিলাম ।
তাও আমার বাবার দেওয়া পুরনো হারমোনিয়ামটার কথা খুব মনে পড়ে। আমি তোমায় অনেক ভালবাসি বাবা ❤️
゚