DailyLive.info

  • Home
  • DailyLive.info

DailyLive.info An online based alternative-media organization; committed to provide you guys authentic information through interactive digital content.

ডেইলি লাইভের পক্ষ থেকে সবাইকে 'ইদ মোবারক' 🍀
07/06/2025

ডেইলি লাইভের পক্ষ থেকে সবাইকে 'ইদ মোবারক' 🍀

সম্প্রতি চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধা*ক্কা*য় সিএনজিচালিত অটোরিকশা, সিএনজি, প্রাইভেটকার, ট...
05/06/2025

সম্প্রতি চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধা*ক্কা*য় সিএনজিচালিত অটোরিকশা, সিএনজি, প্রাইভেটকার, ট্রাক ও বেশকিছু বাইক দু*ম*ড়েমু*চ*ড়ে গেছে। এতে অনেকেই হ*তাহ*ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দু*র্ঘ*ট*না ঘটে।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুষার নামে এক অটোরিকশাচালক নি*হ*ত এবং গুরুতর আ*হ*ত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তির খবর পাওয়া গেছে। যারমধ্যে তিনজন হলেন—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। তবে তাদের কারো ঠিকানা জানা যায়নি।

জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় একটি অটোরিকশা। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সং*ঘ*র্ষ হয়। এছাড়াও মটর সাইকেল, প্রাইভেট কার, পিকাপসহ বেশকিছু গাড়িকে ট্রেনের সাথে দু*মড়েমু*চড়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, অন্তত চারজনের বেশি ওই দু*র্ঘ*ট*নায় আ*হ*ত হয়েছেন। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চা*পা পড়েছে।

এদিকে এক ভিডিও ফুটেজে দু*র্ঘ*টনা*য় নি*হ*ত এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে ঘুরতে দেখা গেলেও বিষয়টি দায়িত্বশীল কেউ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম সিভয়েস২৪’কে জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দু*র্ঘ*ট*নার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হ*তাহ*তদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হ*তাহ*তের পরিমাণ জানা নেই।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করে আ*হ*ত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে। তাই, এখুনি দু*র্ঘ*ট*নায় সঠিক কারণ জানা যায়নি। এছাড়াও হ*তাহ*তের সংখ্যা বাড়তে পারে বলে আ*শ*ঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: সংগৃহীত।

কোহিনূর শেখ ছিলেন গরুর সঙ্গে ট্রাকের পেছনে। আর ছেলে আরিফুলকে বসিয়ে দিয়েছিলেন চালকের পাশে। তাদের কথা ছিল, ঢাকার বছিলা গরু...
05/06/2025

কোহিনূর শেখ ছিলেন গরুর সঙ্গে ট্রাকের পেছনে। আর ছেলে আরিফুলকে বসিয়ে দিয়েছিলেন চালকের পাশে। তাদের কথা ছিল, ঢাকার বছিলা গরুর হাটে বাবা গরু বিক্রি করে বাড়ি চলে যাবেন। আর আরিফুল যাবে বিমানবন্দরে। বিদেশ থেকে খালা আসছেন, তাঁকে নিয়ে বাড়ি ফিরতে হবে। সাথে নতুন জামাকাপড়ও নিয়েছিল সে।

কিন্তু, একটি দুর্ঘটনা যেস সব হিসাব নিকাশ নিমেষেই পাল্টে দিল। টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় বাবা ঘটনাস্থলেই মারা গেলেন। সঙ্গে থাকা ব্যবসায়ীদের হাতে গরু রেখে বাবার লাশ নিয়ে রাজশাহী ফিরে যায় ছেলে আরিফুল। লাশ দাফন করে, নতুন জামাকাপড় রেখে পরদিন আবার ঢাকায় ছুটতে হয় তাকে। গরুগুলো যে বিক্রি করতেই হবে!

গতকাল, ৪ জুন সকালে বছিলা হাটে আরিফুলকে দেখা যায়। গরুর গলা ধরে দাঁড়িয়ে আছে। পাশে বাবা নেই। তার দিশাহারা চোখ দুটির দিকে তাকালেই বোঝা যায়, নবম শ্রেণির ছাত্রটির কাঁধে হঠাৎই পুরো সংসারের বোঝা এসে পড়েছে।

মৃ*ত কোহিনূর শেখের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নীচ পলাশী ফতেপুর গ্রামে। তাঁর তিন ছেলেমেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। নদীভাঙনে নিঃস্ব কোহিনূর নিবন্ধিত জেলে। পদ্মা নদীতে মাছ ধরে, কৃষিকাজ করে তিনি সংসার চালাতেন। ১০ থেকে ১৫ বছর হলো প্রতি কোরবানির ঈদে হাটে তোলার জন্য তিন–চারটি করে গরু পালতেন। এবারও তাঁর গরু ছিল তিনটি।

এ ঘটনায়, কোহিনূরের ভাগনে রেজাউল করিম জানালেন, প্রবাসী এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করে গরু পালতেন কোহিনূর। হাটে গরু বিক্রি করে টাকা ফেরত দিতেন। রেজাউল আরও বলেন, ‘স্থানীয়ভাবে বিক্রি করলে ব্যবসায়ীরা নগদ টাকা দেন না। কখনো এসে বলেন, লোকসান হয়েছে। ঠিকমতো টাকা দিতে চান না। আবার ব্যাপারী প্রভাবশালী হলে টাকা তুলতে সালিস–দরবারও করতে হয়। এই অভিজ্ঞতা থেকে কয়েকজন ব্যবসায়ী মিলে ট্রাক ভাড়া করে গরু নিয়ে সরাসরি ঢাকায় যান। নগদ টাকায় বিক্রি করে আবার ফিরে আসেন।’

কোহিনূরের মেয়ে আমেনা খাতুন জানান, গত ৩১ মে দিবাগত রাত ১২টার দিকে বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়। ফোনে কোহিনূর মেয়েকে বলছিলেন, ‘যমুনা সেতু পার হয়েছি, মা। আমার ফোনে টাকা নাই, তুমি ফ্লেক্সি দিয়ো। সকালে দিলেও হবে।’ সেই সকাল তাঁর জীবনে আর আসেনি। এর ঘণ্টাখানেক পরই দুর্ঘটনা ঘটে।

কয়েক বছর আগেও আরিফুলদের পরিবারের অবস্থা এমন ছিল না। নদীভাঙন এই পরিবারের স্বপ্নেও ভাঙন ধরিয়েছে।

আমেনা জানান, তাঁর বাবার ছয়–সাত বিঘা আবাদি জমি ছিল। সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যেকোনো সময় তাঁদের বাড়িটাও নদীতে ভেঙে যাবে। এবার ভাঙলে তাঁদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না।

শুধু মাছ ধরে সংসার চলে না। পদ্মা নদীতে আগের মতো আর মাছ পাওয়াও যায় না। তাই কোহিনূর জমি বর্গা নিয়ে সাড়ে চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। এবার পেঁয়াজের দাম ছিল না। প্রায় তিন লাখ টাকা লোকসান হয়েছে। সব ঋণের টাকা। ঋণ শোধ করতে হলে গরু তিনটি বিক্রি করতেই হবে। বাধ্য হয়ে এই গুরুদায়িত্ব কাঁধে নিতে হয়েছে স্কুলপড়ুয়া আরিফুলকে।

সাংবাদিকদের আমেনা বলেন, ‘ভাইডা আমার নিঃস্ব, এতিম হইয়া গেল। আমার বাপের কোনো ভাই ছিল না। আরিফুলও একা। আমাদের আর কোনো অভিভাবক নেই। কানতে কানতে মায়ের গলা ভাইঙি গিছে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না।’

কোহিনূর শেখের সঙ্গে সেদিন ট্রাকে ছিলেন আরেক ব্যবসায়ী মোবারক হোসেন। জানালেন, দীর্ঘ যাত্রাপথে গরুর গায়ে মাঝেমধ্যে পানি ছিটাতে হয়। লেজ টেনে দিতে হয়। না হলে গরু শুয়ে পড়ে। একটা গরু শুয়ে পড়লে অন্য গরুর আর দাঁড়ানোর জায়গা থাকে না। সে জন্যই গরুর সঙ্গে গেরস্তেরও দাঁড়িয়ে থাকতে হয়।

সেদিন, অর্থাৎ ১ জুন রাত সোয়া একটার দিকে তাঁদের ট্রাকটি মির্জাপুর থানার দেওহাটা এলাকায় থামানো হয়েছিল। এমন সময় একটি সবজিবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। গুরুতর আহত হন কোহিনূর শেখ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

৪ জুন সকালে যখন আরিফুলের সঙ্গে কথা হয়, তখনো তার একটি গরুও বিক্রি হয়নি। ক্রেতারা নাকি তার চাহিদার অর্ধেক দাম বলে হেঁটে চলে যাচ্ছেন।

তিন দিন আগেই বাবা হারানো ছেলেটার চোখেমুখে এখনো আতঙ্ক। সে রাতের কথা স্মরণ করে বলছিল, ‘আমি গাড়ি থাইকা লাফ দিয়ে নামলাম। ইশারায় এক ড্রাইভারের কাছ থেকে পানি চাইলাম। আব্বার মাথায় পানি দিলাম। ডাক পারলাম, আব্বা কথা কন। আব্বা কোনো কথা কয় না। আব্বা এমনি করে (হাত জোড় করে) চলে গেল।’

তথ্যসূত্র : প্রথমআলো

অ*বৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আ*টক করে কলাগাছের সঙ্গে বেঁ*ধে রেখেছে স...
04/06/2025

অ*বৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আ*টক করে কলাগাছের সঙ্গে বেঁ*ধে রেখেছে স্থানীয় জনতা।

বুধবার (৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয়রা জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আ*টক করে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এক বিএসএফ সদস্য জনতার হাতে আ*টক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এক বিএসএফ সদস্য। এ সময় গ্রামবাসী তাকে আ*টক করে এবং বেঁ*ধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

তথ্যসূত্র: আরটিভি

তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে? এমন প্রশ্নই করেছেন...
04/06/2025

তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে? এমন প্রশ্নই করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (০৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।

তিনি লিখেন, তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে?

সারজিস আরও লিখেন, মন্ত্রণালয়ের কাজ ছিল- মুক্তিযোদ্ধার নামে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা। কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়।

তিনি লিখেন, ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।

সূত্র: কালবেলা

সম্প্রতি আজ বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াব...
04/06/2025

সম্প্রতি আজ বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াবহ দু*র্ঘট*না ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আ*গু*ন ধরে গেলে অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বি*স্ফো*র*ণে*র ঘটনা ঘটে।

তবে, সৌভাগ্যবশত উক্ত ঘটনায় কেউ হ*তা*হ*ত হয়নি। যদিও ঘটনাস্থলে ব্যাপক আ*গু*ন, বি*স্ফো*র*ণের ভ*য়া*ন*ক শব্দ ও ধোঁয়ার কারণে চারপাশে আ*ত*ঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, সিলিন্ডারবাহী ট্রাকটি ঢাকার শাহবাগ থেকে ছেড়ে এসে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহর বাইপাসের বিরাসার এলাকায় বড় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নি*য়*ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সং*ঘ*র্ষে মুহূর্তেই ট্রাকটিতে আ*গু*ন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে। কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আ*গু*ন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শ*ব্দে আশপাশের ঘু*ম*ন্ত মানুষ আ*ত*ঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু দূর থেকেও বি*স্ফো*র*ণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আ*গু*ন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সম্ভবত প্রাইভেটকারের ইঞ্জিন থেকেই আ*গু*নের সূত্রপাত হয়েছে, যা পরে ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা সব সিলিন্ডারই বি*স্ফো*রিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষ*য়ক্ষ*তির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবই এই দু*র্ঘ*ট*নার মূল কারণ। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, “দু*র্ঘ*টনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উ*দ্ধা*র কাজ চলেছে। কেউ হ*তা*হ*ত না হলেও সড়কে বিশাল যানজট তৈরি হয়েছিল।”

ঘটনার পর শহরের ভেতর দিয়ে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক আত্মহ...
03/06/2025

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিক আত্মহ*ত্যা করেছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভা*ঙ*চু*রের চেষ্টা চালায়। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উত্তেজিত শ্রমিকরা পুলিশের এপিসিকার ভা*ঙ*চু*র করে। এঘটনায় পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন নি*হ*ত জাকির। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার করেন তারা। এতে তিনি অভিমানে আত্মহ*ত্যা করেছেন। লাফিয়ে পড়ার পর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৯টায় চিকিৎসকরা তাকে মৃ*ত ঘোষণা করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টি*য়ারশে*ল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় পুলিশের ১১ সদস্য ও ২০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার একেম জহিরুল ইসলাম।

আরএ

তথ্যসূত্র: দেশ টিভি

মায়ের মৃত্যুতেও প্যারোলে মুক্তি মেলেনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের। তবে কারাগারের ফটকে ...
03/06/2025

মায়ের মৃত্যুতেও প্যারোলে মুক্তি মেলেনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের। তবে কারাগারের ফটকে মৃত মায়ের মুখ দেখার অনুমতি মিলেছিল।

সোমবার (২ জুন) রাত সোয়া ৮টায় কারাফটকে শেষবারের মতো মায়ের মুখ দেখেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, মানবিক কারণে কারাফটকে শেষবারের মতো মায়ের মুখ দেখার অনুমতি দেয়া হয়েছিল।

স্বজনরা জানান, আসাদুজ্জামানের মা সালেহা বেগম ৮০ বছর বয়সে সোমবার বিকেলে মারা যান৷ তার বড় ছেলে আসাদুজ্জামানের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল৷ কিন্তু নিরাপত্তার কারণে তাকে মুক্তি দেয়া হয়নি। তবে কারাফটকে মায়ের মুখ একনজর দেখার সুযোগ দেয়া হয়েছিল।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আলোচিত সেই জাহাঙ্গীর

তারা আরও জানান, আসাদুজ্জামান রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা৷ তারা সাত ভাই-বোন৷ এর মধ্যে পাঁচ ভাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আসাদুজ্জামান কারাগারে, অন্য চার ভাইও আত্মগোপনে। তারাও মায়ের মুখ দেখার সুযোগ পাননি। শুধু এসেছিলেন সালেহা বেগমের তৃতীয় সন্তান আক্তারুজ্জামান। তিনি কোনো রাজনীতিতে জড়াননি।

স্বজনেরা জানান, বিকেলে বাড়ি গিয়ে মৃত মায়ের মুখ দেখেছেন আক্তারুজ্জামান। তবে নিরাপত্তার সংশয়ে তিনিও অংশ নিতে পারেননি মায়ের জানাজায়।

আসাদুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এখন বন্দি তিনি।

সূত্র: সময় নিউজ

ব্যাগভর্তি বিষধর প্রাণী নিয়ে দেশে ফেরা শুধু আইন ভা*ঙা নয়, এটি প্রকৃতির প্রতিও এক নি*র্মম অ*প*রাধ।থাইল্যান্ড থেকে ফিরছিলে...
02/06/2025

ব্যাগভর্তি বিষধর প্রাণী নিয়ে দেশে ফেরা শুধু আইন ভা*ঙা নয়, এটি প্রকৃতির প্রতিও এক নি*র্মম অ*প*রাধ।

থাইল্যান্ড থেকে ফিরছিলেন এক ভারতীয় যাত্রী। বাইরে ঝলমলে সূর্য, বিমানের যাত্রাও ছিল নির্বিঘ্ন- সবকিছুই ছিল এক নিখুঁত ভ্রমণের মতো। কিন্তু মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরপরই ভ্রমণটা রূপ নেয় এক রোমাঞ্চকর নাটকে।

কাস্টমস কর্মকর্তারা যখন তার ব্যাগ খুললেন, তখন কেউ কল্পনাও করতে পারেননি সে ব্যাগ যেন এক বি*ষ*ধ*র চি*ড়িয়াখানা! একে একে বেরিয়ে এলো ভ*য়*ঙ্ক*র সব সাপ ও বিরল প্রজাতির সরীসৃপ, মুহূর্তেই বিমানবন্দরে নেমে আসে চাঞ্চল্যের ঝড়।

রোববার (২ জুন) মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত যাত্রী থাইল্যান্ড থেকে আসছিলেন। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭টি বি*ষ*ধ*র সাপসহ বিভিন্ন প্রজাতির বি*প*জ্জ*নক সরীসৃপ। এসব প্রাণীকে ব্যাগের ভেতরে গোপনে বহন করা হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাণীগুলোর বেশিরভাগই অ*বৈ*ধভাবে পা*চা*রের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

মুম্বাই কাস্টমস কর্তৃপক্ষ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) কিছু ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, রঙিন বি*ষ*ধ*র সাপগুলো একটি ট্রেতে কিলবিল করছে। পোস্টে জানানো হয়, যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হয়- ৩টি স্পাইডার-টেইল্ড হর্নড ভাইপার, ৫টি এশিয়ান লিফ টার্টল এবং ৪৪টি ইন্দোনেশীয় পিট ভাইপার।

এই প্রাণীগুলোর মধ্যে অনেকগুলোই বিরল ও বি*প*জ্জ*নক হিসেবে চিহ্নিত। এসব প্রাণীর উৎস কী এবং পা*চা*র চক্রের সঙ্গে অভিযুক্ত যাত্রীর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এ ধরনের প্রাণী আমদানি বা পরিবহন সম্পূর্ণ নি*ষি*দ্ধ, যদি না সরকারের কাছ থেকে অনুমোদন ও লাইসেন্স থাকে। ফলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মা*ম*লা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি। তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার পক্ষ থেকে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

ভারতে বিমানবন্দর হয়ে বন্যপ্রাণী পাচারের ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডীয় যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি কুমিরের খু*লি।

ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে এক যাত্রী, যার ব্যাগ থেকে পাওয়া যায় পাঁচটি সিয়ামাং গিবন- এরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বনাঞ্চলে পাওয়া যায় এবং বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত।

গত নভেম্বরে ব্যাংকক থেকে ফেরা দুই যাত্রীর কাছ থেকে ১২টি বিদেশি কচ্ছপ জব্দ করে কাস্টমস। এর আগেও ২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় একাধিক বিদেশি প্রাণী- একটি হর্নড পিট ভাইপার, পাঁচটি ইগুয়ানা, চারটি ব্লু-টাং স্কিঙ্ক, তিনটি গ্রিন ট্রি ফ্রগ এবং ২২টি মিসরীয় কচ্ছপ।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এমন পা*চা*র শুধু পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের জন্য ক্ষ*তি*ক*র নয়, বরং এটি জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও হু*ম*কিস্বরূপ। বি*ষ*ধ*র সাপ বা বিপন্ন প্রজাতির প্রাণী অজ্ঞাত পরিবেশে নিয়ে গেলে তাদের আচরণ অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে, যা বি*প*জ্জ*নক।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, এই ধরনের পা*চা*র রোধে বিমানবন্দরে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে পা*চা*র চক্র ধ্বংসে কাজ চলছে।

তথ্যসূত্র: কালবেলা

সম্প্রতি পঞ্চগড়ে কবরস্থান থেকে থেকে পাঁচটি কঙ্কাল চু*রি করেছে দু*র্বৃ*ত্তরা। গত রবিবার রাতে পঞ্চগড় পৌর শহরের কাগজিয়াপাড়া...
02/06/2025

সম্প্রতি পঞ্চগড়ে কবরস্থান থেকে থেকে পাঁচটি কঙ্কাল চু*রি করেছে দু*র্বৃ*ত্তরা। গত রবিবার রাতে পঞ্চগড় পৌর শহরের কাগজিয়াপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটে।

উক্ত কবরগুলো ছিলো পৌর শহরের তেলিপাড়া এলাকার তসিরুল আলম (৭৫), রাইয়ান আজমী বিজয় (১৫), তোজো (৮০), দর্জিপাড়া এলাকার আব্দুস সাত্তার (৭০), কাগজিয়া পাড়া এলাকার হামিদা বেগমের (৭০)।

জানা যায়, তসিরুল আলম ২০২৪ সালে, রাইয়ান আজমী বিজয় ২০২২ সালে, তোজো ২০২৩ সালে, আব্দুস সাত্তার ২০২৪ সালে এবং হামিদা বেগম ২০২৩ সালে মা*রা যান।

স্থানীয়রা জানায়, সোমবার ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান আব্দুল কাদের নামের এক ব্যক্তি। ওই সময় তিনি একটি কবরের মধ্যে সুড়ঙ্গ দেখতে পান। পরে আশপাশের লোকজনসহ কবরটি দেখতে গেলে একে একে পাঁচটি কবরে সুড়ঙ্গ দেখা যায়। কবরগুলোতে কোনো ম*রদেহ নেই। এসময় একটি কবরের পাশ থেকে একটি কালো রংঙের লুঙ্গি পাওয়া যায়।

আব্দুল মঈম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি আর আমার ছোট ভাই প্রতিদিন সকালে আমার বাবার কবর জিয়ারত করতে যাই। আজকে আমার ছোটভাই আব্দুল কাদের আমার আগে কবর জিয়ারত করতে গেছে। গিয়ে দেখে বাবার কবরের পাশের পাঁচটা কবর খোঁড়া। তখন আমাকে কল দেয়। আমি সাথে সাথে আসি। এসে দেখি পাঁচটা কবরের কঙ্কাল নাই। পরে আমি কবরস্থানের সভাপতি, সেক্রেটারিকে জানাই। তারা পুলিশকে খবর দেয়।

স্থানীয় দুলাল হোসেন বলেন, আমার বাবা তসিরুল আলম ও ভাতিজা রাইয়ান আজমী বিজয়ের কবর আছে এই কবরস্থানে। কবরস্থান থেকে কঙ্কাল চু*রি হয়েছে এমন খবর পেয়ে এসে দেখি বাবা ও ভাতিজারও কঙ্কাল চু*রি করে নিয়ে গেছে।

স্থানীয় মাওলানা আবু তাহের ফিরোজ বলেন, খবর পেয়ে কবরস্থানে আসি। এটি চরম দুঃখজনক ঘটনা। এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নি*ষ্ঠু*রতম ও নিন্দনীয় কাজ।

কাগজিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ ও কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন, একটা মানুষের সর্বশেষ ঠিকানা তার কবরস্থান। এখান থেকে যদি কঙ্কালগুলো চু*রি হয়ে যায়, তাহলে আমরা কার কাছে চাইবো। প্রশাসনের প্রতি আমি অনুরোধ করছি তারা যেন সজাগ দৃষ্টি দেয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান কঙ্কাল চু*রির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করছি।

এমএএস

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ। আজ সোম...
02/06/2025

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ। আজ সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এ ঘটনায় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দিপ্তি। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।

এর আগে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এই ঘটনার ৫ দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‍্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়।

এর আগে, ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাত আসামি খালাস পান। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।

তথ্যসূত্র : কালবেলা

নরসিংদীতে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে শাহ পরান (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালক...
02/06/2025

নরসিংদীতে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে শাহ পরান (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

রবিবার (১ জুন) আসামি শাহ পরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে চালক শাহ পরান ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করলে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার (৩১ মে) মধ্যরাতে শাহ পরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

মোটরসাইকেল চালক শাহ পরান ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার আব্দুল আলীর ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ মে বিকালে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন এক সন্তানের জননী ওই ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে নির্জন স্থানে নিয়ে যান শাহ পরান। পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন পরান।

পরে ৯৯৯-এ সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে প্রধান আসামি হিসেবে মো. শাহ পরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে নরসিংদীর পলাশ থানায় মামলা করেন।

এরপর আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে থানা পুলিশ ও ডিবিসহ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো।

গত শনিবার (৩১ মে) মধ্যরাতে আসামি শাহ পরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর রোববার তাকে আদালতে পাঠানো হলে তিনি আদালতের কাছে অপরাধ স্বীকার করেন।

সূত্র: কালবেলা

Address


Alerts

Be the first to know and let us send you an email when DailyLive.info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DailyLive.info:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share