22/09/2025                                                                            
                                    
                                                                            
                                            আল্লাহু বলেন আমার নবীর আদর্শের ভিতর আমি লুকায়িত আছি,আমার নবীর আদর্শেই রয়েছে পথের আলো…
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন—  
নিশ্চয়ই রাসূলুল্লাহ ﷺ এর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ।"* (সূরা আহযাব ৩৩:২১)
আমি যখন বিভ্রান্ত হই, হারিয়ে ফেলি পথ,  
তখন আল্লাহর পক্ষ থেকেই নবীজির ছিরত আমার সামনে আলো হয়ে আসে। আমি কোনো আলাদা পরিচয়ে গর্ব করি না। আমার পরিচয়, আমার আত্মা, আমার পথচলা—  
সবকিছুই লুকিয়ে আছে আমার নবী হযরত মুহাম্মদ ﷺ এর আদর্শে। তাঁর দয়া, ক্ষমা, বিনয়, সাহস ও সত্যবাদিতাই আমার জন্য জীবনের পাথেয়। আমি জানি, এই যাত্রায় ভুল করবো, পড়ে যাবো… তবুও আমি নবীজির আদর্শকে আঁকড়ে ধরেই উঠে দাঁড়াবো, কারণ আমি আমার নবীর আদর্শেই বাঁচতে চাই, মরতেও চাই। আমার চিন্তা, আমার নীতি, আমার জীবনচর্চা — সবকিছুর মাঝে আমি নবীজির আদর্শকে স্থান দিই,কারণ আমি জানি, *আল্লাহর সন্তুষ্টির পথ লুকিয়ে আছে সেই আদর্শেই।
 #নবীজিরআদর্শ  #আল্লাহরবাণী    
 #সুন্নাহরপথ      
     
     
 #আলোরপথ  #বাংলা_ইসলামিক_পোস্ট