
28/08/2024
আমিনুল হক একটি নাম নয়, একটি ইতিহাস
সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনকে একটা লোকের কথা বলি যে আমাদের দেশকে ২০০৩ সালে বিশ্ব দরবারে নামটা গর্বের সাথে চিনিয়ে ছিলেন, এনে দিয়েছিলেন বাংলাদেশের ফুটবলের প্রথম ও একমাত্র আন্তজার্তিক ট্রফি
আমিনুল ইসলাম আমাদের দেশের সর্বকালের সেরা গোলকিপার ছিলেন। সাফ জয়ী অধিনায়ক এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারদের একজন।
তার রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে দিনের পর দিন জেল খাটছে, কই ছিলো তখন সেই সুশীলগিরি
কথা বলছেন কখনো দেশের ফুটবলে আন্তজার্তিক শিরোপা এনে দেওয়া লোকটাকে নিয়ে
অনেকে হয়তো চিনবেনই না কাকে নিয়ে কথা বলছি।