18/09/2024
বিশ্ব দাবা অলিম্পিয়াড এর ৭ম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (২৪১৯) স্লোভাকিয়ার গ্রান্ডমাস্টার গাযিক ভিক্টর (২৫৬৭) এর সাথে জয় লাভ করেছেন।
সেইসাথে বাংলাদেশ টিমকে স্লোভাকিয়ার সাথে ড্র অথবা জয়লাভের দিকে একধাপ এগিয়ে দিয়েছেন। গ্রান্ডমাস্টার নিয়াজ ড্র করেছেন এবং এখনও ২ বোর্ড ( গ্রান্ডমাস্টার এনামুল ও ফিদে মাস্টার তাহসিন) এর খেলা চলছে, বর্তমানে বাংলাদের ১.৫ - ০.৫ এ এগিয়ে আছে।
বিশ্ব দাবা অলিম্পিয়াডে মোট ১৯৪ টি দেশ অংশগ্রহণ করছে।
গ্রান্ডমাস্টার নর্ম পেতে ২ খেলায় ১.৫ পয়েন্ট প্রয়োজন ফাহাদের। অভিনন্দন ফাহাদকে।
ELEVATING CHESS EXCELLENCE
in Bangladesh.