30/08/2024
সকল স্কুলের ,কলেজের এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ব্যাচের স্টুডেন্টদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের স্কুলের বা কলেজের কোন শিক্ষককে যদি কোন প্রকার অসম্মান করা হয় বা হয়ে থাকে আপনারা তার প্রতিবাদ করুন। যেহেতু অভিবাবকেরা তাদের সন্তানদের শৃঙ্খলা/discipline করতে ব্যর্থ সময় এসে গেছে , এখন সকল বেয়াদব অথর্ব স্টুডেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া । যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করতেছে তারা সমাজের জন্য বিষফোড়া। কোন স্টুডেন্ট যদি শিক্ষকদের সাথে খারাপ আচরন করো তার ফল ভালো হবে না তাই এই ব্যাপারে সর্তক থেকো। মনে রাখ শিক্ষা এবং শিক্ষক জাতির মেরুদন্ড ।
👉🏻বর্তমান শিক্ষার্থীদের বলছি হতে পারে তোমাদের প্রতিষ্ঠানের কিছু শিক্ষকদের সাথে তোমাদের সমস্যা থাকতে পারে তার জন্য নিজ হাতে কাউকে শাস্তি দেয়ার অধিকার তোমাদের নাই । তোমাদের অভিযোগগুলো যুক্তিবাদ হলে প্রশাসন/admintration তার বিচার করবে। আর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের
দায়িত্য হচ্ছে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা/discipline শেখান তার জন্য শিক্ষক চাইলে শাস্তি এবং উঁচু গলায় বোকাজকা করার অধিকার রাখেন। শিক্ষকদের এই শাসন এবং শাস্তি কারণে তোমাদের আগামী ভবিষ্যৎ হবে সুন্দর ।
👉🏻সকল অভিবাবকদের উদ্দশ্যে বলছি আপনারা আপনাদের সন্তানদের যদি শিক্ষকদের অপমান অপদস্ত করা থেকে তাদের
প্রশ্রয় দেন তাহলে মনে রাখবেন একদিন তারাই আপনাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবে না। তাদের সঠিক পথে চলার জন্য অভিবাবকদের শাসনের যেমন প্রয়োজন আছে ঠিক শিক্ষকদের ও ছেলেমেয়েদের ভুল ,দোষ , অন্যায়গুলোর জন্য শাসন করার অধিকার আছে। আমাদের সন্তানরা বেসিরভাগ সময় কাটায় শিক্ষা প্রতিষ্ঠানে তাই তাদের দোষগুলো আমাদের চোখের আড়ালে
হয়ে থাকে। একজন শিক্ষক শিক্ষকা দেয়ার পাশাপাশি তাদের অভিবাবকদের দায়িত্য পালন করেন। তাই অভিবাবকদের প্রতি অনুরোধ নিজেদের সন্তানদের প্রতি নজর কাখুন। কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকার নেই।
👉🏻 আমরা শিক্ষকদের প্রতি অসম্মান মেনে নেব না।সে সকল শিক্ষার্থীদের বহিষ্কার করা হোক যারা শিক্ষকদের সাথে বেয়েদবি ও অসম্মানিত করেছে। এরা জাতি এবং মানবতার জন্য কলঙ্ক।
সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ।