চারু

চারু অল্প দামে ভালো বই

এক সৃষ্টিশীল, সংগ্রামী ও অঙ্গীকারের জীবন যাপন করে বিদায় নিলেন আহমদ রফিক।ভাষা আন্দোলন করেছেন। বামপন্থী রাজনীতি করেছেন। এর...
03/10/2025

এক সৃষ্টিশীল, সংগ্রামী ও অঙ্গীকারের জীবন যাপন করে বিদায় নিলেন আহমদ রফিক।

ভাষা আন্দোলন করেছেন। বামপন্থী রাজনীতি করেছেন। এরপর সাংগঠনিক রাজনীতি ছেড়ে দিয়ে সার্বক্ষণিক লেখালেখি করেছেন। কিন্তু বামপন্থী রাজনৈতিক আদর্শ ত্যাগ করেন নি।

চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাস করেও চিকিৎসক হতে পারেননি। ভাষা আন্দোলন ও রাজনীতির কারণে তার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, শিক্ষাজীবন বিপর্যস্ত হয়। সরকারি রোষের কারণে জীবিকা পরিবর্তন করতে হয়। অবশ্য এ নিয়ে তার কোনো আফসোস ছিল না।

তিনি ছিলেন একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।

তার কয়েকটি কবিতার বইয়ের নাম- বাউল মাটিতে মন (১৯৭০); রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯); বিপ্লব ফেরারী, তবু (১৯৮৯) ইত্যাদি। ছোট গল্পের বই অনেক রঙের আকাশ (১৯৬৬)।

অসংখ্য প্রবন্ধ-গবেষণার মধ্যে কয়েকটি হলো- নজরুল কাব্যে জীবনসাধনা (১৯৫৮); রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ (১৯৮৭); ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১); এই অস্থির সময় (১৯৯৬); বাংলাদেশ জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০); রবীন্দ্রভাবনায় গ্রাম : কৃষি ও কৃষক (২০০২); ভাষা আন্দোলন : গ্রাম : কৃষি ও কৃষক (২০০২) ইত্যাদি।

চিকিৎসা ব্যবস্থা নিয়ে লিখেছেন: ঔষুধ, চিকিৎসাসেবা : বৈষম্যের শিকার সাধারণ মানুষ (১৯৯৫)।

অনুবাদের বই জীবন রহস্য (১৯৬৭); অণুর দেশে মানুষ (১৯৬৮) ইত্যাদি।

সম্পাদন করেছেন ত্রৈমাসিক সাহিত্যপত্র নাগরিক (১৯৬৩-১৯৭১) কিংবা মেডিকেল জার্নাল দ্য ইস্ট পাকিস্তান মেডিকেল জার্নাল (১৯৬০-৭০) ইত্যাদি।

যতদিন সম্ভব সৃষ্টিশীল থাকবার চেষ্টা করেছেন। সমসাময়িক নানান বিষয়ে সংবাদপত্রে নিয়মিত লিখতেন। ২০১৮ সালে ৯০ বছর বয়সে এক স্বাক্ষাৎকারে তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেছিলেন- "কথিত উন্নয়নকে গ্রাস করছে সামাজিক-রাজনৈতিক নৈরাজ্য ও অবক্ষয়, গণতান্ত্রিক মূল্যবোধের ঘাটতি, গুম-খুন-সন্ত্রাস, দুর্নীতির মতো বহুবিধ ঘটনা।"

দেশের অর্থনৈতিক ও (অ)গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে বলেছিলেন- "অর্থনীতিবিদদের বিচার-ব্যাখ্যার নিরিখে অর্থনৈতিক খাতে দেশের অগ্রগতি হয়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, বাড়ছে ধনী মানুষের সংখ্যাও। কিন্তু শ্রেণিগত বৈষম্যও বেড়েছে অনেক বেশি। অন্যদিকে মননশীলতা, মানবিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংকুচিত হচ্ছে। এই বিপরীতমুখী ধারা কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়।"

২০১৯ সাল থেকে তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে, আর ২০২১ সালে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। এর মধ্যেই ২০২১ সালে প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী- দুই মৃত্যুর মাঝে: নান্দনিক একাকিত্বে (২০২১)।

আজীবন সংগ্রামী ও অঙ্গীকারের জীবন যাপন করা এই মানুষটি তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন।

আহমদ রফিককে জানাই শ্রদ্ধা ও ভালবাসা।

সাধারণ পাঠাগার বাঁচাতে কুড়িগ্রামের নাগরিকদের উদ্দেশ্যে খোলা চিঠিপ্রাপক: কুড়িগ্রামের নাগরিকগণপ্রিয় কুড়িগ্রামবাসী,আপনারা ...
26/09/2025

সাধারণ পাঠাগার বাঁচাতে কুড়িগ্রামের নাগরিকদের উদ্দেশ্যে খোলা চিঠি

প্রাপক: কুড়িগ্রামের নাগরিকগণ

প্রিয় কুড়িগ্রামবাসী,
আপনারা জানেন, কুড়িগ্রাম সাধারণ পাঠাগারকে (কলেজ মোড়) বাঁচাতে, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা আন্দোলন শুরু করেছি৷ কুড়িগ্রামে যাদের জন্ম, যারা এই কুড়িগ্রামের আলো-হাওয়ায় বেড়ে উঠেছেন তাদেরকে এই পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে বলার প্রয়োজনীয়তা নেই৷ এই পাঠাগার থেকে বহু পাঠক, লেখক, গবেষক, কবি, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মী জ্ঞান আহরণ করেছেন ও আলো ছড়িয়েছেন। কিন্তু বর্তমানে এই পাঠাগারে কোচিং বাণিজ্য পরিচালনার মাধ্যমে সাধারণ পাঠকের পাঠাভ্যাস, পাঠচক্র ও আলোচনার সংস্কৃতিকে ভেঙে দিয়ে পরিকল্পিতভাবে পাঠাগারকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। যে পাঠাগার ছিলো সাধারণ মানুষের পড়ালেখার জায়গা সে পাঠাগার হয়ে উঠেছে একটি কোচিং বাণিজ্যের স্থান।

যে পাঠাগারে একসময় সাধারণ পাঠক বসে একাডেমিকাল বইয়ের পাশাপাশি পাঠাগারের বই পড়তেন, আজ সেই সাধারণ পাঠাগারে সাধারণ পাঠক প্রবেশ করলে হতে হয় অপমানিত!

আমরা পাঠাগারকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর, ২০২৫ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করি। কুড়িগ্রামের সাধারণ মানুষ আমাদের এই সাহসী কাজকে সমর্থন জানায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্মারকলিপি প্রদানের পর থেকেই একটি কুচক্রীমহল, যারা কোচিং বাণিজ্যের সাথে যুক্ত, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচারে সরবে হয়ে ওঠে। এমনকি আমাদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে৷ যে সাংবাদিকগণ এ প্রসঙ্গে সংবাদ প্রকাশ করেছেন, তাদেরও হুমকি দেয়া হচ্ছে!

এমতাবস্থায়, সাধারণ পাঠাগারকে সাধারণ পাঠকের জন্য উন্মুক্ত করতে, কোচিং বাণিজ্য বন্ধ করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি৷ আমাদের অনুরোধ, আপনারা কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের পাশে দাঁড়ান৷ যার যতটুকু সাধ্য এগিয়ে আসুন৷ ফেসবুকে পোস্ট করুন, জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে চাপ প্রয়োগ করুন, পাঠাগারে সবাই প্রবেশ করে বই পড়ুন, আমাদের সাথে মাঠে নামুন, যেভাবে সাধ্য সেভাবেই এগিয়ে আসুন৷

সবার সক্রিয় সহযোগিতা ছাড়া হয়তো আমরা পাঠাগারটিকে বাঁচাতে পারবো না৷

কুড়িগ্রাম সাধারণ পাঠাগার (কলেজ মোড়) বাঁচাতে আমাদের দাবিসমূহ—

১৷ সাধারণ পাঠাগারে সাধারণ পাঠককে প্রবেশ করতে দিতে হবে৷
২৷ অবৈধ মাসিক ফি বাণিজ্য বন্ধ করতে হবে৷
৩৷ পাঠাগারের ভিতরে প্রাইভেট পড়ানো ও পিকনিক পার্টি বন্ধ করতে হবে৷
৪৷ টেবিল চেয়ার দখল নিয়ে সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত মালিকানায় ব্যবহার বন্ধ করতে হবে৷
৫৷ পাঠাগার পরিচালনায় সরকারি আইন ও নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
৬৷ লাইব্রেরিয়ান নিয়োগের মাধ্যমে পাঠাগারকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা নিশ্চিত করতে হবে।
৭৷ শতবর্ষের পুরোনো ও ঐতিহাসিক বই, বুকশেলফ ও আসবাবপত্র সংরক্ষণের জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে।
৮৷ পাঠাগারের ভেতরে সরকারি নীতিমালা মেনে সাহিত্যিক ও শিক্ষামূলক কার্যক্রমকে প্রশাসনিক সুরক্ষা প্রদান করতে হবে।

প্রেরক: কুড়িগ্রামের ১৯ সংগঠন
(প্রথম আলো বন্ধুসভা, হিজিবিজি, বসুন্ধরা শুভসংঘ, কুড়িগ্রাম সাহিত্যসভা, কুড়িগ্রাম ডিবেট ফেডারেশন, এনসিটিএফ, ইয়োথনেট, সারথী, সাংস্কৃতিক ইউনিয়ন, এসিএমও, পদ্মকলি খেলাঘর আসর, পরিবেশ বীক্ষণ, জুভেন্স রাইট নেট, জেএফসিএলআর, ওআইসিএস, প্রীতিলতা ব্রিগেড, কুড়িগ্রাম বিজ্ঞান ক্লাব, অনুশীলন, চর মিউজিয়াম)

#পাঠাগার_বাঁচাও_আন্দোলন
#কুড়িগ্রামের_নাগরিকদের_জন্য_খোলাচিঠি
#কুড়িগ্রামের_১৯_সংগঠন

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে আজ নিয়োগপ...
21/09/2025

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে আজ নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অভিনন্দন 🌼

জুবিন গর্গের মৃত্যুতে ভারত, বাংলাদেশজুড়ে শোকের ছায়া। এ যাত্রায় চারু পরিবারগভীরভাবে শোকাহত ও মর্মাহত।কান্দে কানাই বাজে...
19/09/2025

জুবিন গর্গের মৃত্যুতে ভারত, বাংলাদেশজুড়ে শোকের ছায়া। এ যাত্রায় চারু পরিবার
গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

কান্দে কানাই বাজেয়া রে সানাই


#কান্দেকানাইবাজেয়ারেসানাই

17/09/2025

ভবা পাগলার গান পরমে পরম জানিয়া
গেয়েছেন একরামুল হাসান

#ভবাপাগলা #পরমেপরমজানিয়া #একরামুলহাসান

না ফেরার দেশে "লালনকন্যা" ফরিদা পারভিন [৩১ ডিসেম্বর ১৯৫৪ – ১৩ সেপ্টেম্বর ২০২৫]একজন বাংলাদেশী লোকসঙ্গীতশিল্পী।তিনি লালন স...
13/09/2025

না ফেরার দেশে "লালনকন্যা" ফরিদা পারভিন [৩১ ডিসেম্বর ১৯৫৪ – ১৩ সেপ্টেম্বর ২০২৫]
একজন বাংলাদেশী লোকসঙ্গীতশিল্পী।
তিনি লালন সঙ্গীতের জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাই লোকে তারে "লালনকন্যা" ও "লালনসম্রাজ্ঞী" হিসাবে আহূত করেছিলেন।
১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হয়েছিলেন।

বিনম্র শ্রদ্ধা 🖤 চারু পরিবার

কুড়িগ্রাম সাধারণ পাঠাগার (কলেজ মোড়) বাঁচানোর যে আন্দোলন আমরা করছি, তা অত্যন্ত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আগানোর চেষ্টা চ...
08/09/2025

কুড়িগ্রাম সাধারণ পাঠাগার (কলেজ মোড়) বাঁচানোর যে আন্দোলন আমরা করছি, তা অত্যন্ত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ আমরা চাইলে শুরু থেকেই রাজপথে মিছিল, মিটিং, মানববন্ধন ইত্যাদি করতে পারতাম৷ কিন্তু ১৯ সংগঠনের পক্ষ থেকে আমরা সেসব কিছুই করিনি৷ কারন আমরা চেয়েছি, যেহেতু এ পাঠাগারের সভাপতি জেলা প্রশাসক মহোদয়, তিনি আমাদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন৷ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত চার তারিখ স্মারকলিপি দেয়া হলেও তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি! বরং পাঠাগারের সেক্রেটারী আব্দুর রাজ্জাক (রাজ) আজ কলেজ মোড় অবরুদ্ধ করে তার দখলদারিত্ব ও পাঠাগারের বাণিজ্যিক ব্যবহার চালু রাখতে মরিয়া হয়ে উঠেছে৷ আমাদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে৷
এমতাবস্থায় জেলা প্রশাসক মহোদয় যদি অতিদ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা কুড়িগ্রামবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো৷

কুড়িগ্রাম সাধারণ পাঠাগার (কলেজ মোড়) বাঁচাতে আমাদের দাবিসমূহ—

১৷ সাধারণ পাঠাগারে সাধারণ পাঠককে প্রবেশ করতে দিতে হবে৷
২৷ অবৈধ মাসিক ফি বাণিজ্য বন্ধ করতে হবে৷
৩৷ পাঠাগারের ভিতরে প্রাইভেট পড়ানো ও পিকনিক পার্টি বন্ধ করতে হবে৷
৪৷ টেবিল চেয়ার দখল নিয়ে সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত মালিকানায় ব্যবহার বন্ধ করতে হবে৷
৫৷ পাঠাগার পরিচালনায় সরকারি আইন ও নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
৬৷ লাইব্রেরিয়ান নিয়োগের মাধ্যমে পাঠাগারকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা নিশ্চিত করতে হবে।
৭৷ শতবর্ষের পুরোনো ও ঐতিহাসিক বই, বুকশেলফ ও আসবাবপত্র সংরক্ষণের জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে।
৮৷ পাঠাগারের ভেতরে সরকারি নীতিমালা মেনে সাহিত্যিক ও শিক্ষামূলক কার্যক্রমকে প্রশাসনিক সুরক্ষা প্রদান করতে হবে।

এ লড়াইয়ে জিতবে কারা?সাধারণ পাঠাগারে কোচিং ব্যবসায়ীরানাকি সাধারণ পাঠকেরা?
06/09/2025

এ লড়াইয়ে জিতবে কারা?
সাধারণ পাঠাগারে কোচিং ব্যবসায়ীরা
নাকি সাধারণ পাঠকেরা?

সাধারণ পাঠাগারের গঠনতন্ত্রে কোন মাসিক ফি এর কথা উল্লেখ নাই। কিন্তু পাঠাগার ব্যবহারের জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাসিক ১০০...
05/09/2025

সাধারণ পাঠাগারের গঠনতন্ত্রে কোন মাসিক ফি এর কথা উল্লেখ নাই। কিন্তু পাঠাগার ব্যবহারের জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাসিক ১০০ টাকা করে ফি নিয়ে আসছে পাঠাগারের দখলদার সিন্ডিকেট।

এই কোচিংয়ের ছাত্ররা প্রত্যেকে বাড়ি থেকে টেবিল-চেয়ার ও ব্যক্তিগত জিনিশপত্র মজুদ করে ওটাকে পার্সোনাল রুম বানিয়ে ফেলেছে৷ সাধারণ পাঠকের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে পাঠাগারে৷

ব্যক্তিগত জিনিশপত্র মজুদ করার জন্য, নিজের নামে চেয়ার-টেবিল বরাদ্দের জন্য, ব্যক্তিগত টেবিল ও ব্যবহার্য জিনিশপত্র প্রবেশ করানোর জন্য আরো অতিরিক্ত কত করে ফি নেয়া হয় জানি না। অনেকবার জিজ্ঞেস করা হলেও কোচিংয়ের ছাত্ররা সে তথ্য গোপন করেছে৷

মূলত পাঠাগারের বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয়েই তাদের এতো হা-হুতাশ।

কিন্তু এই দখলদারিত্ব, পাঠাগারকে ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো৷

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারিত্ব বন্ধে জেলা প্রশাসককে ১৯ সংগঠনের স্মারকলিপি—অর্ধশত বছরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সাধার...
04/09/2025

কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারিত্ব বন্ধে জেলা প্রশাসককে ১৯ সংগঠনের স্মারকলিপি


অর্ধশত বছরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের দখলদারিত্ব, অনিয়ম ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রামের ১৯ টি সাংস্কৃতিক, সাহিত্য, বিজ্ঞান ও নাগরিক সংগঠন। সংগঠনগুলোর অভিযোগ, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ পাঠাগার আজ আর পাঠাগার নেই—এটি রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিস্বার্থে ব্যক্তিগত রিডিং রুম ও কোচিং সেন্টারে পরিণত হয়েছে। ফলে জেলার সাধারণ পাঠক ও হাজারো শিক্ষার্থী এ পাঠাগারের সুবিধা থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে জানানো হয়, ২০১৬ সালে তৎকালীন জেলা প্রশাসক নুরুল আমিনের উদ্যোগে পাঠাগারের ভেতরে চাকরির কোচিং কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে পুরো পাঠাগার কোচিং সেন্টারের দখলে চলে যায় এবং বর্তমানে সপ্তাহের সাত দিনই কোচিং চলে। ২০২৩ সালের নভেম্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে পাঠাগারের দোতলার একটি পরিত্যক্ত রুমে পাঠচক্র, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন শুরু হয়, যার নাম দেওয়া হয় “কুড়িগ্রাম সাংস্কৃতিক কেন্দ্র”। ২০২৪ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের লিখিত অনুমতিতেই এ কার্যক্রম আনুষ্ঠানিক রূপ পায়। কিন্তু চলতি বছরের ১ সেপ্টেম্বর রাতে স্বঘোষিত এনসিপি নেতা আব্দুর রাজ্জাক রাজের নেতৃত্বে দুর্বৃত্তরা তালা ভেঙে এ কেন্দ্র দখল করে নেয়।

সংগঠনগুলোর দাবি, বর্তমানে পাঠাগারে নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত বই ও চাকরির গাইড স্তুপ করে রাখা হচ্ছে। টেবিল-চেয়ার ভাগ করে ব্যক্তিগত নামে দখল তৈরি করা হয়েছে। পাঠাগারের ভেতরে ব্যক্তিগত টেবিল পর্যন্ত আনা হয়েছে। অজস্র প্রাচীন ও অমূল্য বই অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, বুকশেলফ ধুলো ও মাকড়সার জালে ঢেকে আছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সাধারণ পাঠক ও শিক্ষার্থীদের প্রবেশ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি অর্থে পরিচালিত এ পাঠাগারকে কয়েকজন ব্যক্তি নিজেদের সম্পত্তি মনে করে ব্যবহার করছে, যা সাংস্কৃতিক ও শিক্ষাগতভাবে জেলার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পাঠাগারের পদাধিকার সভাপতি বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়—পাঠাগারের অবৈধ দখল অবিলম্বে উচ্ছেদ করতে হবে। কোচিং কার্যক্রম ও ব্যক্তিগত রিডিং রুম বন্ধ করতে হবে। অমূল্য বই সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। পাঠাগারকে সাধারণ জনগণ, শিক্ষার্থী ও গবেষকদের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি দোতলার কক্ষ পুনরায় “কুড়িগ্রাম সাংস্কৃতিক কেন্দ্র”-এর কাছে ফিরিয়ে দিতে হবে। স্মারকলিপিতে জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলা হয়—তিনি পদাধিকার বলে পাঠাগারের সভাপতি। সুতরাং অনিয়ম ও দখলদারিত্ব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া তাঁর দায়িত্ব। অন্যথায় সচেতন নাগরিক সমাজ নীরব থাকবে না।

হিজিবিজি, কুড়িগ্রাম সাহিত্যসভা, অনুশীলন, কুড়িগ্রাম বিজ্ঞান ক্লাব, ডিবেট কুড়িগ্রাম, পরিবেশ বীক্ষণ, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রীতিলতা ব্রিগেড, পদ্মকলি খেলাঘর আসর, এনসিটিএফ, ওয়াইসিএস, প্রথম আলো বন্ধুসভা, সারথী, জুভেন্স রাইট নেট, চর মিউজিয়াম, জেএফসিএলআর, ইয়োথনেট, বসুন্ধরা শুভ সংঘ ও এসিএমও—এই ১৯টি সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, “কুড়িগ্রাম সাধারণ পাঠাগারকে বাঁচানো মানে কুড়িগ্রামের শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যৎকে বাঁচানো। আমরা অবিলম্বে দখলদারিত্বের অবসান ও পাঠাগারের ঐতিহ্য পুনরুদ্ধার চাই।”

30/08/2025

অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু তুমি আইলা না 😒

🎤 ফেরদৌসী

#অন্তরেতেদাগলাগাইয়ারে
#সুরসঙ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে চারু পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও  ভালোবাসা 🖤
27/08/2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে চারু পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা 🖤

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when চারু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চারু:

Share