মুসলিম হওয়ার গল্প

  • Home
  • মুসলিম হওয়ার গল্প

মুসলিম হওয়ার গল্প Muslim Howar Golpo

23/09/2024

ফরিদপুরে সুন্দরী মুসলিম মেয়েদের লোভ দেখিয়ে খৃষ্টান বানানো হচ্ছে.....
Videw: New24

১৪ বছর বয়সে ইসলাম গ্রহণের দিকে যাত্রা শুরু হয়েছিল জার্মান তরুণী মার্টিনা ওবারহোলজনার। চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আর...
03/04/2024

১৪ বছর বয়সে ইসলাম গ্রহণের দিকে যাত্রা শুরু হয়েছিল জার্মান তরুণী মার্টিনা ওবারহোলজনার। চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

ইসলামে প্রশান্তি খুঁজে পাওয়া নওমুসলিম এই জার্মান তরুণীর নাম এখন মারিয়াম। এবার রমজান মাসে রোজাও রাখছেন তিনি।

নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন মার্টিনা ওবারহোলজনার। সে সময়ের কথা স্মরণ করে মারিয়াম বলেন, “মসজিদে আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তাতে আমি অভিভূত হয়েছিলাম। সেখানে আমি যে সহানুভূতি অনুভব করেছি তা আমার ওপর স্থায়ী ছাপ রেখে গেছে।”

সময়ের সঙ্গে সঙ্গে মারিয়াম নিজেকে মুসলিম বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে আরও যুক্ত করেন। তিনি বলেন, “তাদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তা হলো- তারা সর্বদা ছিলেন দয়ালু, সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং সবচেয়ে সাহায্যকারী মানুষ, যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ।”

২০২৩ সালের অক্টোবরে মারিয়াম দুবাইতে চলে আসেন। এখানে প্রথমবার কুরআন পড়তে শুরু করেন। সে কথা স্মরণ করে তিনি বলেন, “আমি সেই অনুভূতি প্রকাশ করতে পারব না। মাত্র ৫০ পৃষ্ঠার পড়ার পরই আমি মনে মনে বুঝতে পারলাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই।” সূত্র: খালিজ টাইমস ।

দুবাইয়ে পবিত্র রমজান মাসের প্রথম তিন দিনেই ৮ ফিলিপিনো নারী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করা নারীদের মধ্যে একজনের নাম ...
24/03/2024

দুবাইয়ে পবিত্র রমজান মাসের প্রথম তিন দিনেই ৮ ফিলিপিনো নারী ইসলাম গ্রহণ করেছেন।

ইসলাম গ্রহণ করা নারীদের মধ্যে একজনের নাম কামিলা ইমান। তিনি জানান, ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে যান কামিলা। কামিলা বলেন, ‘যখন আযান দেয়, তখন মুসলিমরা সবকিছু ফেলে নামাজের জন্য ছুটে যায়। এ বিষয়টা আমাকে অনেক অবাক করে এবং বুঝতে পারি তাদের বিশ্বাস অত্যন্ত মজবুত। এই কারণেই আমি ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠি। আমি অত্যন্ত আনন্দিত। আমি নিজেকে মুক্ত অনুভব করছি।’

রমজান মাসে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন । ইসলামিক অনেক বয়ান শোনেন, আলোচনায় অংশ নেন। একটা সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

প্রায় একইরকম অভিজ্ঞতার কথা বলেন উইলফি নামে আরেক নারী। তিনি জানান, দুবাইয়ে একটি স্যালনে ম্যানেজারের চাকরি করতে তিনি। ২০১৯ সালে আমিরাতে যাওয়ার পর থেকে ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠেন। তিনি বলেন, ‘সৌদি আরবে যখন কাজ করতাম তখন লক্ষ্য করতাম আযান হলেই সব মুসলিমরা সাড়া দেয়। এক ইশ্বরের প্রতি তাদের এই আনুগত্য আমাকে মুগ্ধ করেছে।’

এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ইসলাম সম্পর্কে নিজের জ্ঞান বাড়ান উইলফি। একটা সময় ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তাকে দেখে আরও বেশ কয়েকজন কর্মী ইসলাম নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

উইলফির সঙ্গে রাফায়েলা সুবা, জেনিফার ফর্টিন, মারিয়ানা মানজানো, তেরেসিটা দাদলাম, জোসেফাইন জামিলা ও রিনালিন দিনসে ইসলাম গ্রহণ করেন।

উইলফি বলেন, ‘আমি প্রথমবারের মতো রোজা রাখছি। আমার একটু কষ্ট হচ্ছে না। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তীব্র রোদে কাজ করতেও এখন আর আমি ক্লান্ত হই না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’সূত্র: খালিজ টাইমস

হলিউড অভিনেতা উইল স্মিথ বলেছেন, তিনি পুরো কোরআন পাঠ করেছেন। কোরআনের সহজবোধ্যতা এবং স্পষ্টতায় তিনি মুগ্ধ। সম্প্রতি Big Ti...
21/03/2024

হলিউড অভিনেতা উইল স্মিথ বলেছেন, তিনি পুরো কোরআন পাঠ করেছেন। কোরআনের সহজবোধ্যতা এবং স্পষ্টতায় তিনি মুগ্ধ। সম্প্রতি Big Time Podcast এ তিনি এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলেন। আমরা দোআ করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমিন।

21/03/2024

আসসালামু আলাইকুম, আমাদের মূল পেজটিতে Muslim Howar Golpo বিভিন্ন রেসট্রিকশন দেয়ায় পেজটির রিচ একদম কমে গেছে এবং ডিলিট রিস্কে আছে। এ কারনে নতুন করে এই পেজটি খোলা হলো। লাইক দিয়ে আমাদের পেজটিতে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এখন থেকে এই পেজেই সকল পোষ্ট ও ভিডিও শেয়ার দেয়া হবে। ধন্যবাদ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম হওয়ার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share