It's Adil

It's Adil It's Adil (Official Page)

❤️ এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।(...
07/09/2024

❤️ এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।

( ছবি : বি ভা স )

27/08/2024

এক মেসির সন্ধান পেয়ে গেছে ব্রাজিল 🇧🇷। তার বাঁ পায়ের প্রতিভার ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের। তাইতো সবাইকে অবাক করে দিয়ে ১৭ বছর বয়সেই প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়ে গেছে এস্তেভাও উইলিয়াম। তার খেলায় মেসির ঝলক থাকায় ব্রাজিলে পরিচিতি পেয়েছে ছোট মেসি হিসেবে।

26/08/2024

রিয়াল মাদ্রিদ এর অ্যাটাকিং এর চাইতে,
বাংলাদেশের ছাত্রদের অ্যাটাকিং অনেক মজবুত
✌🏻🔥

__প্রিয় জীবন...🩷__প্লিজ আমাকে বারবার কাঁদিও না ।😰__আমার কান্না শুনার কেউ নেই 😥
15/08/2024

__প্রিয় জীবন...🩷
__প্লিজ আমাকে বারবার কাঁদিও না ।😰
__আমার কান্না শুনার কেউ নেই 😥

মার্ক জাকারবার্গ ভাবতেছে-"ফেসবুকের মালিক কি আসলেই আমি?? "নাকি....মার্ক পলকবার্গ মিস্ত্রিরি 🥴🤔
05/08/2024

মার্ক জাকারবার্গ ভাবতেছে-
"ফেসবুকের মালিক কি আসলেই আমি?? "
নাকি....মার্ক পলকবার্গ মিস্ত্রিরি 🥴🤔

18/07/2024

সুন্দরী মেয়েদের দিকে °°°🥰
তাকাতে নেই •••• 😇😔
কারন ওইটা সরকারি চাকরিজীবী

😖 🤫 টাকলা কাকুর হক 😜😜

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বা...
16/07/2024

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি।

রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।

ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!

ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার।

এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

🚨 ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন🏆কলম্বিয়া 0-1  আর্জেনটিনা।❤️
15/07/2024

🚨 ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন🏆

কলম্বিয়া 0-1 আর্জেনটিনা।❤️

ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে। তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন।এক ছাত্রীকে প্রশ্ন করলেন...
12/07/2024

ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে। তিনি প্রথমে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন।

এক ছাত্রীকে প্রশ্ন করলেনঃ

পরিদর্শকঃ আমাদের দেশের রাষ্ট্রপতি কে?

ছাত্রীঃ শেখ হাসিনা।

পরিদর্শকঃ আমি তোমাকে জিজ্ঞাসা করছি, প্রেসিডেন্ট কে?

ছাত্রীঃ খালেদা জিয়া।

পরিদর্শকঃ তুমি ক্লাস এইটে উঠেছো কিভাবে, আমি তোমার নাম কেটে দিব।

ছাত্রীঃ আমারতো স্কুলের খাতায় নামই নেই, আপনি কাটবেন কেমনে ?

পরিদর্শকঃ নাম নেই মানে?

ছাত্রীঃ আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম, স্যারে কইলো তোরে দশ টাকা দিমু তুই ক্লাসে আইসা বইসা থাক।

পরিদর্শকঃ ছিঃ মাষ্টার সাহেব আপনার লজ্জা করে না,শিক্ষা নিয়া ব্যবসা করতেছেন ? আমি আপনাকে বরখাস্ত করবো।

ক্লাস শিক্ষকঃ আরে আপনি আমায় বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না। সামনে যে মুদি দোকানটা দেখছেন ঐটা আমার। মাস্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাঁটে গেলাম তুই একটু ক্লাস ঘড়ে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শকঃ (রেগে হেড স্যারের রুমে গিয়ে) আপনি হেড স্যার ?

হেড স্যারঃ হ্যা,কোনো সমস্যা ?

পরিদর্শকঃ কি করছেন আপনারা, এইসব নকল ছাত্র--শিক্ষক দিয়া স্কুল চালান?

হেড স্যারঃ আমি না,আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা-বেচার দালালি করেন। কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন।
আমারে কইলো ইন্সপেক্টর আইলে এক হাজার টাকার এই বান্ডিল টা দিয়া দিছ।

পরিদর্শকঃ এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও ইন্সপেক্টর না, আমার দাদা ইন্সপেক্টর। উনি ঠিকাদারির কাজ ও করেন। টেন্ডারজমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয়--------!!!

আর হে ! এভাবেই চলে প্রিয় বাংলাদেশ...!

(সংগৃহীত)

❇️💜শুভ সকাল 💙❇️📸: It's Newton 📱: Redmi 10 2022           ゚
11/07/2024

❇️💜শুভ সকাল 💙❇️

📸: It's Newton
📱: Redmi 10 2022




Argentina do the double over Canada and reach the Copa América final 🇦🇷 ➡️ 🏆
10/07/2024

Argentina do the double over Canada and reach the Copa América final 🇦🇷 ➡️ 🏆


✨___মরিচ___✨ 📸: It's Newton 📱: Redmi 10 2022           ゚
09/07/2024

✨___মরিচ___✨

📸: It's Newton
📱: Redmi 10 2022




Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Adil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share