05/07/2024
আর্জেন্টিনা বা ব্রাজিল কোনো দল সাপোর্ট করি না | কেনো জানি ফুটবল দেখতে ভালো লাগে | তাই সব দলের খেলাই দেখা হয় |
কিন্তু এমি মার্টিনেজ! নিঃসন্দেহে এই মুহূর্তে জাতীয় দলে বিশ্বের সেরা গোলকিপার এবং পেনাল্টি শুট আউটে অবিশ্বাস্য!
গত বিশ্বকাপে শেষের ম্যাচগুলো এবং গত কোপাতেও তার হাত ধরে আর্জেন্টিনার আজ এই পর্যায়ে এসেছে । এমি মার্টিনেজ এর জন্য সেরা কাপ তাদের হয়েছে |