Saif Auto Parts

Saif Auto Parts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saif Auto Parts, Digital creator, Dhaka.

🛠️ Saif Auto Parts
বিশ্বস্ত মোটরসাইকেল পার্টসের নির্ভরযোগ্য ঠিকানা।

আমরা সরবরাহ করি সেরা মানের মোটরসাইকেল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ, সাশ্রয়ী দামে এবং নিশ্চিত গ্যারান্টিসহ।
✅ অরিজিনাল পণ্য
✅ হোম ডেলিভারি
✅ হোলসেল ও রিটেইল সাপোর্ট

20/09/2024

হিন্দু না মুসলিম, পাহাড়ি না সমতল, বাউল না ফাউল এই সব ভাগাভাগি চলবে না।
আমরা আপনারা বাংলাদেশী থাকবো, থাকবেন। শেষ,সমাধান

06/08/2024

স্বাধীন বাংলাদেশে প্রত্যেক মানুষের নৈতিক শিক্ষার ব্যবস্থা করা হোক। আর যায় হোক মূর্খরা কখনো স্বাধীনতা রক্ষা করতে পারে না।

23/06/2024

এই নিস্তব্ধ রাতে
একা বসে
তোমার দিকে চেয়ে আছি
হে মানুষের রব,
আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

06/06/2024

Our Final Destination is Jannah Insha Allah

21/05/2024

Alahamdulillah for Everything

15/05/2024

বাবা এমন এক ঢাল যা সন্তানের দিকে ধেয়ে আসা তীরের মতো বিপদ, দুঃখ,কষ্ট গুলো ঠেকিয়ে দেয়।

14/05/2024

পবিত্ৰ মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন আল-মসজিদুল হারাম থেকে আল-মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ( বনী ইস্রাইল-১)

অবশ্যই আমরা আকাশের দিকে আপনার বারবার তাকানো লক্ষ্য করি। সুতরাং অবশ্যই আমরা আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। অতএব আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান আর তোমরা যেখানেই থাক না কেন তোমাদের চেহারাসমূহকে এর দিকে ফিরাও এবং নিশ্চয় যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা অবশ্যই জানে যে, এটা তাদের রব এর পক্ষ হতে হক। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ্‌ গাফেল নন। ( আল বাকারা-১৪৪)
❤️❤️❤️
ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ্জ। এখন হজ্জের সময়। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর হজ্জ পালন করা একটা ফরজ বিধান। তাই আমাদের দেশ সহ সব দেশ থেকে মুসলিম গন হজ্জ পালনের জন্য পবিত্র মক্কার উদ্দেশ্যে রউনা হচ্ছে। পবিত্র কাবা দর্শন , তাওয়াফ করা কতই না পূন্যের কাজ। আল্লাহ আমাদেরকেও তোফিক দান করুন।
❤️❤️❤️
আমরা এখন পবিত্র কাবাকে কিবলা নেমে সেদিকে ফিরে সালাত আদায় করি।সেই জন্য আমাদের কাবার প্রতি আবেক অনেক। কিন্তু একই সাথে আমারা ভূলতে বসেছি আমাদের প্রথম কিবলা পবিত্র আল – আক-সার কথা। হ্যাঁ পবিত্র আক-সা আমাদের প্রথম কিবলা। আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আজ যেভাবে আমরা কাবার গুরুত্ব দিচ্ছি কাবা তাওউয়াফের উদ্দেশ্যে দলে দলে রওনা হচ্ছি একই ভাবে একই গুরুত্ব যদি সবাই আমাদের আক-সার প্রতি দিতে পারতাম তাহলে হইতো আক-সা দখল মুক্ত করা সময়ের ব্যপার হয়ে যেত। আল্লাহ আমাদের সেই ইমান দান করুন।

11/05/2024

ইয়ারমুকের প্রান্তরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বাইজান্টাইনের বিশাল বাহিনী ধূলিসাৎ হয়েছিলো

ইনশাআল্লাহ্‌ আজকের রা,ফা,র প্রান্তরে আবারো অসম যুদ্ধে খালিদের উত্তরসূরিদের হাতে ধংস হবে কুত্তা বাই,ডেনের অস্তিত্ব।

অতীতের ফেরাউন শিশু হত্যায় মেতেছিইলো, আজকের ফেরাউনও একই পন্থা অবলম্বন করেছে। কাপুরুষের মত শিশু হত্যাই তারের একমাত্র লক্ষ্য।

আল্লাহ্‌ তুমি আমাদের মাঝে যে গুনাগারকে পছন্দ হয় তাকে খালিদ হিসাবে কবুল করে নেও।

11/05/2024

জীবন টা যাত্রা বিরতি মাত্র

09/05/2024

হে আল্লাহ্‌, রা,ফা,হর দায়িত্ব তোমার জিম্মায় দিয়ে দিলাম যেভাবে মক্কার দায়িত্ব আব্দুল মুত্তালিব তোমার জিম্মায় দিয়ে দিয়েছিলো।

আর রা,ফা,র চারপাশের মুনাফিকদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম।তুমি হাকিম হিসাবে যথেষ্ঠ,তুমি সত্যি ন্যায়বিচারক।

Address

Dhaka

Telephone

01727580547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Auto Parts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share