
06/06/2025
ঈদ মোবারক! 🌙🐐
ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা।
এই দিন শুধু পশু কোরবানির নয়, আত্মত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য শিক্ষা নিয়ে আসে।
আসুন, আমরা নিজ নিজ অহংকার, হিংসা ও নেতিবাচকতাকে কোরবানি দিয়ে গড়ে তুলি একটি মানবিক সমাজ।
পাশে দাঁড়াই সেইসব মানুষের, যাদের মুখে হাসি ফোটানোই হতে পারে ঈদের সবচেয়ে বড় আনন্দ।
আপনজনের সাথে ভাগ করে নিই ঈদের খুশি,
ত্যাগের এই উৎসব হোক সকলের জন্য শান্তি, ভালোবাসা আর কল্যাণের বার্তা।
ঈদুল আজহার শুভেচ্ছা ও শুভ কামনা সবাইকে। 🤍
#ঈদুলআজহা #ত্যাগের_ঈদ